নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাঙয়া ধ্রুবতারা

আমি খুব সাধারন তবে অসাধারন হতে চাই.....

হারিয়ে যাঙয়া ধ্রুবতারা

আমি খুব সাধারন তবে অসাধারন হতে চাই.......

হারিয়ে যাঙয়া ধ্রুবতারা › বিস্তারিত পোস্টঃ

মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষন করছি

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। গত শুক্রবার গ্রামের বাড়ীতে জু'মার নামাজ আদায় করতে গিয়ে ফরজ নামাজ শেষে খেয়াল করলাম কতিপয় মুসল্লী মোনাজাত করলেন না। তার কারন জানতে চাইলে তারা বললেন হাদীসে নাকি পাওয়া গেছে ফরজ নামাজ শেষে মোনাজাত করা 'বেদায়াত' তাই তারা মোনাজাত করেননি। আমি তো ছোট বেলা থেকেই নামাজের শেষে মোনাজাত করেছি ও করতে দেখেছি। আপনাদের "নামাজ শেষে মোনাজাত করা" এই ব্যাপারে সুস্পষ্ট বিশেষ কিছু জানা জানা থাকলে দয়া করে আামার সাথে শেয়ার করবেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

শার্ক বলেছেন: they were right. there is no evidence in sahi hadith that our prophet pbuh made Dua after the fard Salaat. any new innovation is bidah and if you think if more soab is there. however, our prophet did dua together sometimes when people reqested to make dua. so on demand like droughts, floods, earthquake etc if peopoe wants they can make dua together. this is based on the hadith on bhukhari.

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

েবনিটগ বলেছেন: shark has stated correctly. In Saudi Arabia you will never see people making monajat en masse after farz salat, not even in Kaaba Sharif.

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

আহসান২০২০ বলেছেন: তাহলে এই দোয়া মোবারক আসল কোথা থেকে? এর প্রচলনই বা কিভাবে হয়ে গেল?

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

কান্টি টুটুল বলেছেন:

ভাই মোনাজাত কি নামাজের অংশ?

আমরা তো মসজিদে নামাজ পড়ার জন্য যাই,মোনাজাত করার জন্য যাই না-বিষয়টা এভাবে ভেবে দেখতে পারেন।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

wrongbaaz বলেছেন: @শার্ক >> ভাই সঠিক বলেছেন।




@লেখক, আমরা দূর্বল মুসলিম, নিজেদের উপর আস্থা নেই, তাই ইমাম সাহেবের উছিলায় যদি পাপ মোচন হয় তাই ফরজ নামাজ শেষে এই মুনাজাতের প্রচলন। আপনার প্রয়োজন আপনার চাইতে ইমাম সাহেব বেশি জানেন না, উনি সেই আবেগ নিয়ে দুয়াও করতে পারবেন না। আপনি নিজেই যা দুয়া জানেন, তা দিয়েই মুনাজাত করুন, বেশি কার্যকরি হবে। কিছু গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত দুয়া কবুল হওয়ার জন্য বিশেষ সহায়ক, তবে কেউ যদি না জানে তবে সে নিজ মাতৃভাষাতেই মুনাজাত করতে পারে। আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাবই এই ধরনের ভূল-ভ্রান্তির কারণ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

তানবিরটি্‌এলপি বলেছেন: শার্ক ভাই এবং wrongbaaz ভাইয়ের সাথে একমত।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

বিডি ফুল বলেছেন: দোয়া নিজে নিজে করুন, সব ফরজ নামাজের পরে ইমাম কে নিয়ে এক সাথে সবাই মিলে হাত তোলার কোন হাদীস, আসলে আছে বলে আমরা জানিনা।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

দি সুফি বলেছেন: সালাম ফিরানোর সাথে সাথে নামায সমাপ্ত হয়ে গেল। এখন আপনি যদই মনে করেন, মোনাযাত না করলে নামায হবে না, মোনাযাত করতেই হবে, তাহলে আপনি বেদাত করলেন! আবার আপনার এটাও মনে করা যুক্তিসংগত হবে না যে, মোনাযাত (দুয়া) করাই যাবে না। সর্বোত্তম হল, একাকী নির্জনে বসে দুয়া করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.