নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা কি খেলনা??

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ভালবাসা কি খেলনা?? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম??



অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর সাথে রিলেশন রাখবো না...



আজ যদি এটা ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন??

কেন এত দিন ধরে সেটা বয়ে এনেছেন...??



আজ বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা...এই কারনে রিলেশন রাখবো না...

তাহলে সেদিন কেন ভাবেন নাই??



এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে...

আসলে কি তাই?? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে??

তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবেন??



ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয় না...

আমার ফ্রেন্ড লিস্টের এক মেয়ে বলতেছে ভাইয়া আমি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব??

জিজ্ঞাসা করলাম কেন??

ওর প্রতি আমার ফিলিংস আসে না... ওর আমাকে আগের মত সময় দেয় না...



অবাক লাগলো... কেমন ভালবাসা?? ২ দিনে ফিলিংস চলে যায়??

সময় দিতে পারে না তার কারণ তার জানার দরকার নেই... সময় দিতে পারে না এটাই তার কাছে ফ্যাক্ট...



Don't Blame People For Disappointing You. Blame Yourself For Expecting Too Much From Them...



মেয়েদের একটা জিনিস অবাক লাগে সেটা হল তার সবসময় চায় তার থেকে ৫/৬ বছরের বড় একটা ছেলেরসাথে প্রেম করবে... অথচ তার same age এর একটা ছেলে তাকে প্রচণ্ড ভালবাসলেও তার খেয়াল হয় না... ওই বয়সে বড় ছেলেই যেন তার জন্য...



হাতের লক্ষ্মী পায়ে ঠেলে সুখী হওয়া যায় না...

ক্লাস ১০ এ পরে মাস্টার্স এ পড়া ছেলের সাথে প্রেম করলে ওই মেয়ে ছ্যাকা খাবে না তো কে খাবে??



গতকাল এক ছোট ভাই বলতেছে ভাই একটা ঝামেলা করে ফেলছি...

কি ঝামেলা??

ভাই গার্ল ফ্রেন্ড তো প্রেগন্যান্ট হয়ে গেছে...

অবাক হয়ে গেলাম... ওরা জাস্ট ক্লাস ১০ এ পড়ে...

এটা ভালবাসার কোন রূপ??



আমিও তো একজনকে ভালবাসি অনেক দিন...

কই আজ পর্যন্ত তো তাকে আমি স্পর্শ ও করলাম না...

ভালবাসা কি মরে গেছে?? না ফিলিংস চলে গেছে...



When It Is Hard To Hide Your Tears Then Start Cutting An Onion. Let The Heart Cry. You Just Blame The Onion...



একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ...

বিশ্বাস একটা কাগজের মত... একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই চেষ্টা করেন কখনোই আগের মত হবে না...তারপরও মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক... তাই বলে একজন ভুল কিছু করেছে বলে তাকে ছেড়ে চলে যেতে হবে??



ভুল গুলো কি শুধরে নেয়া যায় না??

একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই বাসেন...

চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন,

সে ভালোবাসলো কিনা সেটা পরের কথা,

তা না হলে ভালবাসার দরকার নেই...



ভালবাসা আয়না না, একটা ভেঙে গেল আরেকটা কিনে নিলাম।

আর হ্যাঁ ভালোবাসা ---

পবিত্র একটি সম্পর্কের নাম ......

একটি বিশ্বাসের নাম ......।

যে সম্পর্ক টা কে , কিছু কিছু মানুষ --

স্বার্থপর , অবজ্ঞা, অবহেলা আর

ভণ্ডামিতে ভরিয়ে দেয় ।

শুধু মাত্র এই গুটি কয়েক মানুষের

জন্য , এই পবিত্র শব্দটি আজ

হয়ে উঠেছে ----- ঘৃণিত !!!!

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

রিওমারে বলেছেন: ভালবাসা আর ভালবাসায় নাই। এটা এখন টাইম পাচের বিষয় হয়ে গেছে।।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

রাইসুল নয়ন বলেছেন: আমিও তো একজনকে ভালবাসি অনেক দিন...
কই আজ পর্যন্ত তো তাকে আমি স্পর্শ ও করলাম না...
ভালবাসা কি মরে গেছে?? না ফিলিংস চলে গেছে...

সেইম কথা এক বড় ভাইরে কইছি, উত্তরে আমারে ছাগল কইছিলো !
আমি কইলাম যৌনতা তো কুকুরে নিয়ন্ত্রণ করতে পারে না, আমি তো মানুষ ।।
চায়ের বিল না দিয়া ই গেলো !!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: ভাই সালাম আপ্নাকে।আর ওই বড় ভাইকে কিছু না বলি :p

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বাতায়ন এ আমরা কজন বলেছেন: আজকালকার পোলাপান ভালবাসা বোঝার অনেক আগেই ভালো বাসা খোজে ভালবাসা কে ভালো বাসায় একে অপরের শরীরকে চেনা ও জানার জন্য। সেই ভালবাসার ভবিষ্যৎ আর কীইবা হতে পারে। শরীর সর্বস্ব ভালবাসা কখনই বেশিদিন স্থায়ী হতে পারেনা।

ভালো লেখার জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

হিহিহিহিহি কত যে রঙ দেহি

কইলে ফুরাইবো না তাই কই না লোল

রাইসুল নয়ন ভাই গলা মিলাই আহেন -- লু রে লু

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: আবেগের ব্যপারে যা লিখেছেন। তাতে একমত।্ম

তবে ভালোবাসাবাসি ব্যপারে এতো পজিটিভ ধারনা নাই আমার, বিয়ের আগে কোন রিলেশন কে আমি সাপোর্ট করতে পারিনা।

রিলেশনে কোন ধরনের শারীরিক সম্পর্ক ( যেমন হাত ধরা, কাছাকাছি থাকা) থাকবে না, তা আমার বিশ্বাস কখনো হয় না, প্লিজ আমাকে এটা বুঝাতে আসবেন না।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শূন্য পথিক বলেছেন: অনেকের কাছে তাই!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মাইক্রনিায়া বলেছেন: প্রোপোজ কি করেই ফেলবো?

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

রাইসুল নয়ন বলেছেন: রিলেশনে কোন ধরনের শারীরিক সম্পর্ক ( যেমন হাত ধরা, কাছাকাছি থাকা) থাকবে না, তা আমার বিশ্বাস কখনো হয় না, প্লিজ আমাকে এটা বুঝাতে আসবেন না।

আমি দুঃখিত, মাফ করেন, আমাকে এটা বুঝাতে আসবেন না ।।

আমি যেদিন প্রপস করছি সেদিনই শেষ দেখা, কাল আমাদের তিন বছর পূর্তি,আজও সামনে দাড়িয়ে কথা হল না !
ফোনে কথা হয় খুব কম। মাঝে মাঝে চিঠি লিখি,!

জানি ভালোবাসে তবে তা আজও নিজ কানে শুনিনি !
তিন বছরে ও আমাকে সাত টা চিঠি দিয়েছে, যেটা সবথেকে বড় চিঠি ওইটা ১৩ লাইন বিশিষ্ট !!

আসলে আমরা বেকডেটেড কিনা !!

আমার কথা কেউকে আঘাত করলে আমি হাতজোড় করে ক্ষমা চাচ্ছি।।
ভালো থাকবেন ।

আর হ্যাঁ বলতে ভুলেই গেছি কাছে থাকলেই যে হাত ধরতে হবে, এক রিকশায় হুট তোলা ভালোবাসা চলবে এটা মানতে পারছি না !
আপনি যাকে ভালোবাসেন তাকে ক্যানও ভালবাসেন এটা যখন নিজেকে লক্ষ বার প্রশ্ন করেও জানতে পারবেন না, তখন জানবেন তাকে আপনি পবিত্র ভালবাসেন ।

ভালো থাকুন নিরন্তর ।।

নিজেকে সাধু বানাতে লিখিনি, শুধু আমার ব্যক্তিগত কথাগুলো শেয়ার করলাম ।।

কোনও মেয়েকে নিয়ে নষ্টামি করার বা ফুচকা খাবার মানসিকতা আমার নেই, আমারও যে একটা বোন আছে, আমি যদি অন্য কারো বোনকে খারাপ দৃষ্টিতে না দেখি তবে আমার বোনকেও কেউ দেখবে না, কারন আল্লাহ্‌ অবিচার করেন না ।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.