নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

একটি ধর্ষন পরবর্তী ঘটনাবলী।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

চুপ!একদম চুপ!!কেউ যেন না জানে!!!

মা!কাউকে কিস্যু বলার দরকার নেই।

মুখবুজে সহ্য করে ফেল্‌,ভুলে যা,

জানাজানি হয়ে গেলে লজ্জা,মুখ দেখাবার জো থাকবেনা সমাজে।

তুই'ও তো জানিস মা,

সমাজটা পুরুষতান্ত্রিক,এখানে সব কিছুই পুরুষদের নিয়ন্ত্রণে,

পুরুষরা'ই এখানে ধর্ষক,আবার পুরুষরা'ই ঈশ্বর!

ধর্ষিতারা কেবলই নারী,

এখানে ধর্ষিত হউয়া মানে গন্দম খাওয়ার অপরাধ,

জানাজানি হয়ে গেলেই পৃথিবী থেকে বহিষ্কার,

আত্মহত্যা অথবা দোররার বিচার।

তারচেয়ে ভাল,ভূলে যা

চপিচুপি আর একাএকা অন্ধকারে মিশে যা।



ধর্ষিতা নিশ্চুপ,নরম গালের উপর নোনা জলের উষ্ণতা।

মস্তিষ্ক সাক্ষ্য দেয়,দেবরাজ জিউস'ও ধর্ষক,

পূঁজা দেয় তাকে,তাবৎ গ্রীক সভ্যতা।



দুই লাখ ধর্ষন করেও সংসদে যায় পশু,

কাক কোকিলের পুচ্ছ লাগায়,

যোডাস্ক সাজে যীশু।



ধর্ষিতার কাতর চিৎকার শুনো,

ভয়ে কুঁকড়ে যাও অনাগত সব শুক্রানো!

চোয়ালবদ্ধ শপথ কর,আর ছোবেনা ডিম্বানো।



ধর্ষিতার কাতর চিৎকার শুনো কবি,

এই পৃথিবীটা ধর্ষকদের,ধর্ষকরা'ই এখানে প্রভূ,

সাক্ষ্য দাও,তুমি'তো জান সবি,

প্রভুরা কি আমাদের মঙ্গল চেয়েছেন কভূ?



আমি বলি,

আমি আজ এই কৃষ্ণপক্ষের চাদকে সাক্ষী রেখে বলি,

এলোমেলো বাতাস,

আলো ছায়া জলের ভালবাসাকে সাক্ষ্য রেখে বলি,

"গোটা পৃথিবীটা'ই আসলে,

আগুন্তুক এক ধর্ষকের উত্থিত পুরুষাঙ্গের শিশ্ন।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্বের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.