নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে মানিক।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

ছোট বেলায় মা কে হারায় ,

পায়নি মায়ের ভালোবাসা ।

আদর্শবান ছেলে হবো ,

এটাই ছিল আমার আশা ।



গ্রামের ছেলে মানিক আমি ,

হবো একদিন নামি-দামি ।

সেই আশা তে ঢাকা আসি ,

রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখি ।



ইচ্ছে ছিল একদিন আমি ,

হবো মডেল লার ।

স্বপ্নগুলো দেখেছিলাম ,

মন করে উজার ।



চুল রেখেছি অনেক বড় ,

হালকা আছে দাড়ি ।

আমার যত ছবি আছে ,

ফেসবুকে তে ছাড়ি ।



ইচ্ছে ছিল মটর চড়ে ,

ঘুরবো একা আমি ।

কেমন করে কিনবো বল ,

মটর অনেক দামি ।



ক্যামেরা তো কিনতে হবে ,

এই ছিল মোর ইচ্ছা ।

এখন ভাবি সবই ছিল ,

রাজকুমারীর কিচ্ছা ।



পৃথিবীর অনেক নিয়ম-নীতি ,

ভালোবাসা আর প্রেম-পিরিতি ।

বিয়ে যদি করতেই হয় ,

তাকে ছাড়া অন্যকে নয় ।



বাস্তবতায় ফিরে আমি ,

নাম বদলে Kinam হলাম ।

স্বপ্ন দেখা বাদ দিয়ে ,

ইচ্ছা গুলো কবর দিলাম ।



স্বপ্ন দেখতে ভালো লাগে ,

বাস্তব করা সহজ নয় ।

ইচ্ছে আমার পূর্ণ হবে ,

কবিতাটি যদি প্রকাশ হয় ।



(আমার এক ছোট ভাই মানিক ওর জীবনের কথা নিয়া এইটা লিখসে।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.