![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে আমাদের শ্রদ্ধেয় বাবা-মা (ডিজুস টাইপ যারা) উনাদের নিয়ে বলিঃ
''বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল!''-- এয়ারটেল এবং 'যখন তোমাদের প্রেম করা দরকার তখন প্রেম করবে' -- জাফর ইকবাল স্যার বা অন্য আরও অনেকের এইসব সুড়সুড়ি জাগানো থিওরি ফলো করতে গিয়ে নিছক প্রেমের টানে অর্থাত সুখের চোটে বাবা'মাকে খুন করলো কন্যা সন্তান ঐশী!! ঐশী যে একজন খাটি বাঙ্গালী মেয়ে তাতে বিন্দু মাত্রও সন্দেহের অবকাশ নেই!! ঐশীরাই তো এদেশের কৃতি সন্তান। তরুন প্রজন্মের আদর্শ। ঐশী আমাদের এ তথাকথিত এলিট সোসাইটির এক উজ্জল নক্ষত্র যে গ্রুপ সেক্সে অভ্যস্ত ছিল (শোনা কথা) ! ছিল মাদকাসক্ত । তার বাবা মনে করতেন টাকাপয়সা ওয়ালারাইতো ড্রিংকস করে ! আর মা মনে করতেন এ বয়সে মেয়েরা তো একটু ডেসপারেট হবেই !
আর উভয়েই একমাত্র মেয়েকে ভয় পেতেন তাই রমজানে ৩০ হাজার টাকা দিয়েছিলেন শুধুমাত্র মেয়ে আত্মহত্যা করবে এ ভয় দেখানোতে। ঐশী পারফেক্ট ডেসপারেট হয়ে প্রমান করেছে তার বাবা মার ধারনা বেঠিক ছিলনা ! এরকম ঐশী আমাদের এ তথাকথিত এলিট সোসাইটির প্রতি ঘরে ঘরে । এরা ক্লাবে যায় নিজেরা শালিন পোষাকে এবং ছেলেদের ও ঠিকঠাক পোষাক পরায় কিন্তু মেয়েদের পরায় এমন পোষাক যাতে তাদের ফিগার তথা শরীরের ভাজগুলো স্পষ্ট বুঝা যায় । মেয়ের শরীর দেখাতেই হবে কারন তা না হলে সোসাইটি মেইন্টেন হবেনা ! মেয়ের বয়ফ্রেন্ড হইছে এটা শুনে বাবা সেলিব্রেট করে বোতল গিলে ! আর মা জিমেইলে বা ফোনে তার বয়ফ্রেন্ডকে একটা ডেট ঠিক করতে বলে ! সমাজ কোনদিকে যাচ্ছে ? আনন্দ বাড়াতে হবে সেটা যেভাবেই হোক ! ঐশীরা এ সমাজেরই প্রোডাক্ট এবং এরা সংখ্যায় হাজার হাজার । ভোগ বিলাস এবং সেক্স ছাড়া এদেরজীবনে আর কোন উদ্দেশ্য নেই । ইয়াবা সেবনে বাধা দেওয়ায় খুন হল মা-বাবা । -আমরা আজ স্তম্ভিত !! -আমাদের বলার ভাষা আজ হারিয়ে ফেলেছি !!! -আমাদের বিবেক আজ আমাদের ধিক্কার দিচ্ছে!!!! -কাউকে ভালোবাসার অধিকার কি আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি!! -মানুষ কতটা হিংস্র হলে, কতটা জানোয়ারে পরিনত হলে, নিজে সামনে দাড়িয়ে তারা মা-বাবার মৃত্যু নিশ্চিত করতে পারে !! নিজে উল্লাস করার জন্যে তার মা-বাবাকে হত্যা করতে পারে।
(বিঃদ্রঃ আমার বাবা নেই আর আমার মা এখন আমার দুনিয়া।আমি নিজের বা অন্য কারও বাবা-মা কে অসম্মান করে কিছু বলিনি)
এইবার আসি আলট্রা মডার্ন মেয়েদের ও ছেলেদের কথায়ঃ
ছেলেমেয়েদের নিয়ে কিছুই বলবনা শুধু কিছু বাস্তব ঘটনা বলি আশা করি যার বোঝার উনি ঠিকই বুঝবেন।
>> আজকের কথা দিয়েই শুরু করি।উত্তরা সাঙ্গাম এর কাছে রিক্সায় ছিলাম।হটাত দেখি একজন ফর্সা সুন্দরী রমণী (আর বিশেষণ যোগ না করি) রিক্সায় কিন্তু কথা হল উনার ওড়না শরীরে না বরং তা চাকার কাছে।আমি জোরে ডাক দিয়া বললাম আপু আপনার ওড়না চাকার কাছে পেছাইল।মেয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়া অসভ্য বেয়াদপ তোর ঘরে মা-বোন নাই? আর আমার ওড়না তোর কি? আমি কিছু না বলে তাকায় থাক্লাম।কিছুদুর যাবার পর উনার ওড়না চাকায় পেঁচাইল আর গলায় ফাঁস লেগে উনি কাঁদায় চিটপটাং।কি আর বলবো বলেন।যে ওড়না দিয়ে শরীর ঢাকার কথা তা যদি চাকা পরিষ্কারের কাজে লাগে তবে তো এমনই হবে।
>> কিছুদিন আগের কথা।আমার যথেষ্ট পরিচিত ১টি মেয়ের কথা বলি।তার নাম আমি বলবনা।মেয়েটির সাথে আমারি এক ভাইয়ের সম্পর্ক হয়।খুবই ভালো সম্পর্ক যা কিছুদিনের মাঝেই প্রেমে পরিনত হয়।আর মোবাইল এ তাদের সম্পর্ক খুবই গভীরে যায়।জান/জামাই/বউ ছাড়া কথাই নাই। ২ মাস পর ভাইয়ের সাথে দেখা হয় আর পোড়া কপাল ওইদিন রাতেই মেয়েটি উনার সাথে ব্রেকআপ করে।তারপর এক সপ্তা ভাই call/sms দিলেও মেয়ের খবর নাই।পরে শোনে মেয়ের অন্য কারও সাথে সম্পর্ক আর মেয়ে ওই ছেলে আর মেয়ের খুবই কাছের বান্ধবির সাথে ৩দিন ধরে বাইরে।মেয়ের বান্ধবী মেয়ের বাসায় বলে মেয়েকে বাইরে বের করসে।পরে আমরা জানতে পারি কি কি কারনে ব্রেকআপ হয়ঃ> তখন ভাইয়ের গাড়ী ছিলনা কিন্তু উনার নিজের যোগ্যতায় কিছুদিন পর গাড়ী হইত (মেয়ের গাড়ী ছাড়া চলেনা)
> মেয়েটির পিছনে লাখ টাকা উরাতে পারেনি(মেয়ে খাক বা না খাক খাইতে বসলে বিল হাজার পার হবেই আর সাথে উনার জামা/জুতার দাম অনেক বেশী আর গিফট এর কথা বাদই দিলাম) আর ভাই চাকরী না করেও যা পায় তা পুরোটাই ২টা পরিবারের পিছনে মাস শেষে চলে যায়।এই পরিবার দুইটাকে ভাই গত ৪ বছর ধরে আগলায় রাখছেন।
> মেয়েটি বলার পরও ভাই উনাকে নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যায়নি।এ ছাড়া আরও কিছু কারন যা বলা সম্ভব না।
যার ফল ব্রেক-আপ আর হ্যাঁ মেয়ের বান্ধবিরাও একটি কারন।যতদূর জানি মেয়ে এখন তার চাহিদার সব পেয়ে সুখেই আছে কিন্তু ওই ভাইয়ের দেয়া ভালবাসা,আদর,যত্ন তার কাছে নাই।আর ভাই সব হারায় একবার আত্মহত্যার বেরথ চেষ্টা করে এখন দেবদাস।
আগামী এক বছরের পরই ভাই নিজের যোগ্যতায় গাড়ী,কারিকারি টাকা ঠিকই পেতো শুধু একটু অপেক্ষা।ভাই হয়তো ওই মেয়ের চেয়ে হাজারগুন ভালো,সুন্দর মেয়ে পাবে আর ওই মেয়েও তার চাহিদার সব পাবে কিন্তু সত্যিকারের ভালবাসা হয়তো পাবেনা।মেয়েটি সত্যিকারের ভালবাসা হারাইল।এইখানে কথা আছে আর তা হল একটা ছেলেও একটা মেয়ের সাথে এইটা করতে পারে।
>> আমারই আশেপাশের কিছু ছেলে বা মেয়ে আছে যারা প্রেম করেন জামা বদলের মত করে বা জামার সেটের মত আজ এই ৩জন তো কাল ওই তিনজন।আর সেক্স ওইটা নিয়ে কিছু নাইবা বলি।এইটা এখন ডাল-ভাত এর থেকেও সহজ।আগে জানতাম প্রেম করলে সেক্স হবেই আর এখন দেখি পরিচয় হইলেও হয় আবার বন্ধুর সাথেও হয়।আর একবার করলেই সম্পর্ক শেষ বা কেও আছেন ব্লাকমেইলও করেন উনাদেরটা আলাধা।আমাদের এইটা ভাবা উচিৎ যে আমাদের ছেলেমেয়ে যদি এমনটা করে আর তা যদি আমরা শুনি তবে আমাদের যেমন লাগবে ঠিক আমাদের বাবা-মার ও তাই লাগবে। এর সাথে সন্তানের পাপের ফল তার বাবা-মা কেই ভোগ করা লাগবে আর কারও অভিশাপ/দীর্ঘশ্বাস তো আছেই।
কিছু ঘটনা ছেলে/মেয়ে যে কেও যে কারও সাথে করতে পারে।
-আমাদের একটূ নতুন করে চিন্তা করতে হবে, আমাদের সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে ঠেকেছে। আমরা আজ কোন সমাজে বসবাস করতেছি !!
(বিঃদ্রঃ হয়তোবা গুছিয়ে বলতে পারিনি কিন্তু মনের মাঝে যা আছে তাই বললাম।কারও কোন কথা খারাপ লাগলে নিজ গুনে মাফ করবেন।আমি ছেলেদের কিছু দোষের কথা বললাম মেয়েরা ভালো বলতে পারবেন।তাই আশা করব আপনারা মত দিবেন আর আমি অবশ্যই তা লিখব)
Facebook Link::
Click This Link
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: নতুন ভাই আপনি যা বলসেন আমি সব কথার সাথে ১মত শেষ কথাটার সাথেও কিন্তু পুরোটা একমত না।বাবা মা অনেক কিছুই মানা করেন যা আমরা শুনিনা
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: নতুন ভাই আপনি যা বলসেন আমি সব কথার সাথে ১মত শেষ কথাটার সাথেও কিন্তু পুরোটা একমত না।বাবা মা অনেক কিছুই মানা করেন যা আমরা শুনিনা
২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩০
শুক তারা বলেছেন: ঘুরে ফিরে সেই নিহত দম্পতির নামেই যাচ্ছেতাই বলে বেরাচ্ছেন। মেয়ের উচ্ছৃঙ্খলপনার জন্য অবশ্যই বাব মায়ের দায় আছে। তবে না জেনে শুনে তাদের পরিবারের ব্যাপারে কিছুই না জেনে একধারে এধরনের অপবাদ তাও মৃত ব্যাক্তির উপর চাপিয়ে আপনার হীনমন্যতাকেই প্রকাশ করলেন। আর কিছু বলার নেই, কারন জানি এই কথার পিঠেও বিশাল কথা বলে দিবেন
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: শুক তারা আপনি মনে হয় পুরো লেখাটা মন দিয়ে পরেন নাই।পরলে এই কথা বলতেননা
দয়া করে পুরোটা পড়ুন তারপর বলুন আমি উত্তর দিবো
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
নূর আদনান বলেছেন: বিস্মিত ও স্তম্ভিত কিছু বলার ভাষাও হারিয়ে যাচ্ছে, আসলেই তো সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে ঠেকেছে। আমরা আজ কোন সমাজে বসবাস করতেছি !!
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: নুর আদনান ভাই কিছুই বলার নাই
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
শুক তারা বলেছেন: হুম ভালো কথাই তো লিখেছেন, ঐদিন হুদাই নেগেতিভ কথা বলার জন্য সরি, আর পোস্টে প্লাস
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২২
নতুন বলেছেন: বন্ধুছাড়া জীবন আসলেই ভাল হয়না... কিন্তু সেটা ভাল বন্ধু হতে হবে.....
ঐশী মাদকাসক্ত.... তার পক্ষে সব কিছুই সম্ভব....
পুলিশ বাবা কিন্তু মাদক ব্যবসার অন্যতম রক্ষক এই দেশে.... এটা তার একটা ছোবল মাত্র....
আমাদের সমাজের মানুষের নৈতিকতা অনেক নিচে নেমে যাচ্ছে.....
বাবা মা ছেলে মেয়ের সাথে বন্ধুভাবাপন` হলে এই সব সমস্যা কখনোই হতোনা...
একজন মা বাবা ই ছেলে মেয়ে কেমন হবে তা ঠিক করে >> তারা যা সেখায় সেই ভাবেই কিন্তু সন্তানেরা বড় হয়....