![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবার রাত ২টা ৬ মিনিট। অচেনা বিদেশি নম্বর থেকে ফোন আসে একটি গ্রামীণফোন নম্বরে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড পার হওয়ার পর ফোন কলটি কেটে যায়। ফোন নম্বরটি ছিল +২৪৩৮৯৬২৩৪০০৪।
+২৪৩৮৯৬২৩৪০১৪১
একই ভাবে +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আরেকটি ফোন আসে এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে।
এর আগে +২৪৩৮১০৭৪৩০৪০ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে অন্য এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে আরেকটি ফোন। এই ফোনটি এসেছিল দুপুর ১২টা ৪৯ মিনিটে। ফোন কলটি ধরার আগেই তা মিসড কল হয়ে যায়। এছাড়াও +২৪৩৮৯৬২৩৪০১৪১ নম্বর থেকে শনিবার সকালে আমার ও আমার আম্মুর নম্বরে ফোন আসে।
পরর্বতী সময়ে এই ফোন নম্বরগুলোর খোঁজ নিতে গিয়ে জানা গেছে প্রতারণার ভয়ংকর কিছু তথ্য। বিদেশি কিছু চক্র এই সব ফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন গ্রাহকদের টাকা। এই ফোনগুলো ব্যবহার হয় কেবল টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্য।
অদ্ভুত এ নম্বর থেকে ফোন আসার পর যদি আপনি তাতে ফিরতি ফোন করেন তাহলেই সাথে সাথে আপনার মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টে থাকা টাকা চলে যাবে ওই জালিয়াত চক্রের কাছে অনায়াসেই।
এই চক্রগুলো টাকা হাতিয়ে নিতে সহজ কিছু কৌশল ব্যবহার করে ফোন করতে উদ্বুদ্ধ করে। যেমন এই নম্বার থেকে ফোন আসার পর যদি ফোনটি আপনি রিসিভ করতে না পারেন তাহলে স্বভাবতই তা মিসড কল তালিকায় উঠবে। পরে কৌতূহলে আপনি স্বাভাবিকভাবেই ফোন করবেন সেই নম্বরে। আর এতে করে মাত্র কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যাবে আপনার মোবাইল সবটুকু ব্যালেন্স।
আর ফোন রিসিভ করে যদি কোনো সাড়া শব্দ না পাওয়া যায়, কৌতূহল বশত ওই নম্বরে ফোন করবেন। তাতেও একইভাবে টাকা চলে যাবে এবং তা ট্রান্সফার হবে ওই চক্রটির অ্যাকাউন্টে। এছাড়াও বিভিন্ন তরুণ-তরুণীর ছবি ব্যবহার করে এই ধরনের স্ক্যামিং কলের ফাঁদ পাতা হয়।
+২৪৩ কোডের নম্বর দিয়ে আসা ফোন নম্বরটির খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এটি মূলত কঙ্গোর একটি কোড নম্বর। সেখান থেকেই আসে এই ফোন কলটি। এই কলকে ‘স্ক্যামিং কল’ হিসেবে উল্লেখ করা হয়। ইন্টারনেট দুনিয়াও এ ধরনের আরো স্ক্যামিং পদ্ধতি ছড়িয়ে রয়েছে।
বর্তমানে চেক প্রজাতন্ত্রে এ ধরনের ফোন স্ক্যামিং বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। সে দেশে +২৪৩ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে কল আসছে গ্রাহকদের কাছে। তারপর গ্রাহকরা সে সব নম্বরে কল ব্যাক করার পরই টের পাচ্ছেন যে, অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে!
এ ধরনের ফোন কল এখন বাংলাদেশেও নিয়মিত আসছে। আর বিষয়টি বেশির ভাগ মোবাইল ফোন ব্যবহারকারীদের অজানা থাকায় তারা ভুল করেই ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন মোবাইলের সব টাকা।
ফেসবুক লিঙ্কঃ Click This Link
২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
খাটাস বলেছেন: বেশ ভাল একটা বিষয়। জানানোর জন্য ধন্যবাদ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
নতুন বলেছেন: আমাদের দেশের ফোন কম্পানির ব্যলেন্স কিভাবে ওদের কাছে চলে যায়??
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৪
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আমার জিপিতে মেয়াদ নাই।তারপরও ফোন আসছিল।রিসিভ করছিলাম।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪১
একজন বাংলার ছেলে বলেছেন: ধুর মিয়া,যা বুজেন না ওইটা নিয়াই প্যাচাল।বাহিরে থেকে পরিচিত জনেরা কল করলেও এইধরনের উদ্ভট সব নাম্বার মোবাইলে দেখায়,যদিও ওই কলটি ওই নাম্বার থেকে আসে নাই। এতে কোন চিন্তার কারন নাই।আর যদি ওই নাম্বারে কলব্যাক করেন তাহলেতো আপনার ব্যালান্স যাবেই।কিন্তু এর মানে এই না যে আপনার মোবাইলে ১০০০ টাকা আছে আর তা ১০ সেকেন্ডেই ফুরিয়ে গেল।
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬
ইন্সিত বলেছেন: Its really true. i have more idea about that. i also known some foreign pppls / Companies who are doing this fraud business ....
৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪
হেডস্যার বলেছেন:
আমার ফোন আসে +২৪৩৮৯৬২৩৪০০৯ নম্বর থেকে। রিসিভ করার আগেই কেটে গেছে। পাত্তা দেই নাই।
কুত্তায় না কামড়াইলে এইসব বিদেশী নম্বরে কেউ কল ব্যাক করবে না।
যাদের বেশি চুলকানি তারা কলব্যাক করে ধরা খাওয়াই উত্তম।
৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
রিয়াজওয়ার্ল্ড বলেছেন: আমার ও এসেচছল। রাত ৩.০০ টায়
৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩
ভিটামিন সি বলেছেন: আমি যতদুর বুঝি, বিদেশী কোন কল দেশে প্রবেশ করলে সেখানে নাম্বারটি + দিয়েই শুরু হয়। আর সেটি যদি ভিওআইপি দিয়ে আসে বা করা হয় তাহলে আসে সতসব উল্টাপাল্টা নাম্বার। যেমনঃ বাংলাদেশ থেকে আমার কাছে কল আসলে নাম্বার শুরু হয় +৮৮০১৭১৫..... এভাবে। এখন আমি যদি পাল্টা এই নাম্বারে কল করি তাহলে প্রতি মিনিট এমনকি এক সেকেন্ডে কল কেটে গেলেও ২ ডলার কাটে। আর যদি এভাবে কল না দিয়ে এখানকার সিম কোম্পানীর আইডিডি ফ্রি কোড+বাংলাদেশের কান্ট্রি কোড+মোবাইল নাম্বার দিয়ে কল করি তাহলে কাটে মাত্র ৬, ৭ অথবা ৮ সেন্ট (অপারেটর ভেদে)। আর নাম্বারটা দাঁড়ায় এমওয়ানে ০২১৮৮০১৭১৫.... এখন আমার কথা হলো বাংলাদেশ থেকে দেশের বাইরে কল দেওয়ার জন্য প্রথমে ০০ অথবা ১২৩ দিয়ে শুরু করতে হয় (এখন মনে হয় শুধু ০০) তারপর কান্ট্রিকোড, তারপর সংশ্লিষ্ট মোবাইল নাম্বার। বিশ্বাস না হলে আমাকে কল দিয়ে ট্রাই করুন।
১০| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
হাসান মাহবুব বলেছেন: সাবধান করার জন্যে ধন্যবাদ।
১১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
রাজা খায় গাজা বলেছেন: ধন্যবাদ আপনাকে... এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার মাঝে প্রকাশ করার জন্য।
১২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
আমিনুর রহমান বলেছেন:
সতর্ক করার জন্য ধন্যবাদ।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
এেলক্সান বলেছেন: কেও কি কল ব্যাক করে দেখেছেন আদৌ
নাকি কান নিয়েছে চিলে এই কথা শুনে কানে হাত না দিয়ে ছিলের পেছনে দৌরাচ্ছেন....
১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।
১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।
১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এখন তো ভয় পাচ্ছি!
এরকম আমারও হয়েছে। নম্বর +২৪৩৮৯৬২৩৪০১০
ভাগ্যিস কলব্যাক করি নি।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমার কাছে ফোন আসে। আমি ফোন ধরিনি- অপরিচিত হওয়ার কারনে।