নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

আবুল হইলাম!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

কিছুদিন আগের কথা,সাংবাদিকতার একটা কাজে কক্সবাজার যাচ্ছিলাম মাঝপথে নিজেই আবুল হইলাম!



বাসে করে যাচ্ছি। মাঝপথে কুমিল্লা হাইওয়েতে এক রেস্টুরেন্টে বাস যাত্রা বিরতি করলো। তো বাস থেকে নেমে রওনা দিলাম টয়লেটের দিকে (হিসু করুম)। আমার পেছন আরেকটা লোক আসলো কিন্তু খেয়াল করিনি লোকটা কে। উনি আমার পাশের টয়লেটে ঢুকলেন।

যাই হোক আমি দরজা বন্ধ করে যেই আমার কাজ শুরু করবো অমনি লোকটা বলে উঠলো, 'কি ভাই, কেমন আছেন?'



আমি চিন্তা করতে লাগলাম ভালো মন্দ জিজ্ঞেস করার এ কেমন তরিকা (টয়লেটে)!! আর লোকটাকে আমি চিনি বলে মনে হচ্ছে না তাই উত্তর দিলাম না।



লোকটা আবারও বললো, 'কি ভাই, কথা বলেন না কেন? কেমন আছেন?'



এবার সাত পাঁচ না ভেবে উত্তর দিলাম, 'এইতো আপনাদের দোয়ায় ভালোই আছি।'



লোকঃ বাসার সবাই ভালো আছে?



আমিঃ জ্বী সবাই ভাল আছে।



লোকঃ আপনার ব্যাবসা কেমন চলে?



আমিঃ ভাই চলতেছে মোটামুটি। (ব্যাবসা করি আমি?? কিসের ব্যাবসা? নিজেই জানি না)



লোকঃ বউ বাচ্চারা কেমন আছে?



আমিঃ জ্বি ভালো। (মাইরালা আমারে, বিয়া করিনাই তো বাচ্চা পামু কই?)



লোকঃ আচ্ছা ভাই, ঠিক আছে ভাই।



আমিঃ ওকে ভাই।



এবার লোকটা চিল্লাইয়া বললো, 'কোন শালায় রে মুখে মুখে কথা কয়!! হারামিগো লাইগা শান্তি মত ফোনেও কথা কইতে পারি না!!'



বিঃ দ্রঃ লোকটা এতক্ষন টয়লেটে বইসা মোবাইলে কথা বলতেছিলো! আর আমি ভাবছি..…

আমার অবস্থা তখন ভেজা বিলাই!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

ইমরুল_কায়েস বলেছেন: 'কোন শালায় রে মুখে মুখে কথা কয়!! হারামিগো লাইগা শান্তি মত ফোনেও কথা কইতে পারি না!!' =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

ইমরুল_কায়েস বলেছেন: ভাই এখনও হাসতেছি B-)) B-)) B-)) B-)) B-))

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

এম আর ইকবাল বলেছেন: চরম । =p~ =p~ =p~

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

বশর সিদ্দিকী বলেছেন: বিতিচ্ছিরি পরিস্থিতি। আমি একবার এই অবস্থায় পরছিলাম।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: হাহাহাহাহা.................... :D :D :D :D =p~ =p~ =p~ =p~


দারুন মজারু..... :D :D

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই মনটা খারাপ ছিল কাহীনী পইড়া মনটা ভাল হইয়া গেল.......

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২

ব্যাঙ্গা বলেছেন: ++

৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

এনইসলাম বলেছেন: ঘটনা সত্য। আমার কাছে তথ্য আছে। হাহা----

৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

ভারসাম্য বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.