![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুন্ডে নিয়ে সবার আলোচনা দেখে সিধান্ত নিয়েছিলাম, না দেখে কোন মন্তব্য করবো না। তাই আজ রাতেই যশ রাজ ফিল্মসের নতুন মুভিটা দেখলাম।
প্রথমেই বলি, ইতিহাস বিকৃতি ধারাবাহিক ভাবেই হচ্ছে। এটা তারই ধারাবাহিকতায় তৈরি ছবি।
প্রথমেই বলা হয়েছে মুক্তিযুদ্ধ নাকি ভারত পাকিস্থান ৩য় যুদ্ধ। এই যুদ্ধে ভারত জিতলে নাকি জন্ম হয় বাংলাদেশের!
সবার এই জায়গাতেই আপত্তি! কিন্তু পুরোটা দেখলে বুঝবেন আমাদের কি সূক্ষ্ম ভাবেই না অপমান করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সাধারন মানুষ অস্ত্র চোরাচালান সহ নানামুখী অপরাধে মেতে উঠেছিল!
এই দেশের মানুষ কয়লা চোর! এবং শেষ অবধি এই দেশের মানুষ নিজেদের ভারতীয় মনে করে, এবং নাগরিকত্ব পেতে সব কিছুই করতে পারে।
বাংলাদেশের জন্ম নিয়ে এই জঘন্য মিথ্যাচার ওদের সেন্সর বোর্ড আটকে দেয়নি। তারমানে ভারতীয় সরকারের এতে কোন প্রবলেম নেই। তিরিশ লক্ষ শহিদ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা কে এমন অপমান আর কেউ করেনি।
আরেকটা প্রশ্ন ভারতীয় সরকারের অনুমতিতে মুভিটি প্রদর্শিত হচ্ছে, তাহলে বাংলাদেশ সরকার কি আনুষ্ঠানিক ভাবে এর ব্যাখ্যা চাইবে না ? সরকারের কাছ থেকে তীব্র প্রতিবাদ চাই। মুভির ওই সিকোয়েন্স টি বাদ দেয়ার দাবি জানানো হোক। আর জনগণ মানে আপনারা কি করবেন তা আপনাদের ব্যাপার।
আমি প্রতিবাদ টা করেই যাব। দরকার হলে একলা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে দাড়াব। মানুষে পাগল বলে বলুক। ইতিহাস কারো কাছে বর্গা দেই নাই। নয় মাস যুদ্ধ, এগারোটা সেক্টর , তিরিশ লক্ষ শহীদ… দানে পাওয়া না এ মাটি।
এর প্রতিবাদ চাই। তীব্র প্রতিবাদ।
রাষ্ট্রের সবথেকে উপরের মহলের প্রতিবাদ। কন্ঠ হতে হবে উচ্চ। এই ইতিহাস বিকৃতি আর অপমানের জন্য যশ রাজ ফিল্মস কে ক্ষমা চাইতে হবে আর সংশোধন না হওয়া পর্যন্ত গুন্ডের সকল প্রচার বন্ধ রাখতে হবে।
যারা ভারতের Gunday মুভিটার উপর ক্ষ্যাপা তারা নিজের মেগাবাইট খরচ করে মুভিটা ডাউনলোড করে, আবার মুভিটা দেখে নিজের মুল্যবান সময় নষ্ট না করে বরং IMDB তে গিয়ে মুভিটার রেটিং দিন ১/১০ আর গায়ে তেল থাকলে বাংলাদেশের ইতিহাস বিকৃতির জন্য ওখানে গিয়ে কমেন্ট করে আসুন।আমি রেটিং দেয়ার আগে মুভিটার রেটিং ছিল ৫.৮/১০ আর আমি ১/১০ দেয়ার পর এর রেটিং হইছে ৫.৫/১০। সবাই গনহারে ১/১০ রেটিং দেয়া শুরু করলে আর কমেন্টে গিয়ে এই রেটিং দেয়ার কারন জানিয়ে আসলে আশা তারা একটা ভাল ধাক্কা খাবে।
"গুন্ডে মুভি দেখে মেজাজ খারাপ হল"-টাইপ স্ট্যাটাস দেয়ার চেয়ে এই কাজ করা অনেক ভাল।
মুভির IMDB লিংকঃ http://www.imdb.com/title/tt2574698/
► ►ফেসবুক দিয়ে লগিন করেও সহজে রেটিং দিতে পাড়বেন
Gunday নিয়ে নেতিবাচকভাবে অনেককিছু বল্লেও ইতিবাচকভাবে একটা কথা বলতে চাই আর তা হল বাংলাদেশী বাঙালী বলেই অন্যদেশে যেয়ে বিক্রম-বালা পুরো দেশ রাজত্ব করসে।সবাই জানে বাংলাদেশীদের *** জোর অনেক বেশি।ইতিহাস নিয়ে যা বলার বলসি তাই মনে হল এইটাও বলা উচিৎ।
feeling বাংলাদেশী হইয়া গর্বে গর্বিত অনুভব করছি।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এটা ত ভাই আপনি ছবি দেখে বুঝলেন আমরা যারা বিদেশে ছিলাম তারা ত হচ্ছি চাক্ষুস সাক্ষী। কিছু বাংলাদেশী আছে তারা নিজেদেরকে ইন্ডিয়ান দাবী করে ইন্ডিয়ানদের সামনে এবং ছবিতে যা দেখানো হয়েছে তারাও তাই বলে ইন্ডিয়ানদের কাছে আর ইন্ডিয়ানরা ত আমাদের সাথে এইভাবে কথা বলে। আর কিছু বাংলাদেশী আছে তারা ত পাকিস্তানিদের আদরের ভাই। বাংলাদেশী মানুষের মন মানসিকতা হচ্ছে দূর্বল এবং খারাপ তাই অন্য দেশের মানুষও আমাদেরকে অপমান করার সুযোগ পায়। যদি আজকে একটা একটা করে ঘটনা বলি সারাদিন চলে যাবে তবুও আমার এই ধরনের বাজে অভিজ্ঞতা বলে শেষ করতে পারব না। একবার একটা পোস্ট দিয়েছিলাম এই ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের আচরন নিয়ে অনেকে ব্লগে আমার কথা উড়িয়ে দিয়েছিল যাই হোক এবার এটা মুভির মাধ্যমেই প্রমান হলো। আমাদের জাতটা মনে হয় বিড়ালের জাত যা বলে আমরা তাই খুশি মনে মেনে নেই নিজের জাতিসত্বার কথা ভাবি না, নিজের ধর্ম, বর্ণ নিয়ে ভাবি না শুধুই ভাবি নিজের ফায়দার কথা। ত ভাই আপনি ত মুভিটা দেখেছেন আপনার খারাপ লেগেছে কিন্তু আপনি এমন লোকও পাবেন যারা বলবে মুভিটা ত ঠিকই আছে.........এই আর কি
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
পাঠক১৯৭১ বলেছেন: কোথায় দেখাচ্চে বাংলাদেশে?
কে দেখছে?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
সৌভিক ঘোষাল বলেছেন: আপনারা ভারতের ছবি দেখার সুযোগ পান। আমাদের এখানে আপনাদের ছবি দেখার সুযোগ নেই। তবে আপনাদের বই পড়তে পারি। কোলকাতায় বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা বইমেলার সময় আসেন, আলাদা বাংলাদেশ প্যাভিলিয়ন হয়। কলেজ স্ট্রিট এর কয়েকটি দোকানে সারা বছর আপনাদের দেশে ছাপা বই পাওয়া যায়।
ভারত রাষ্ট্র বাংলাদেশ সহ তার প্রতিবেশী দেশগুলির ওপর দাদাগিরির চেষ্টা করে অবিরত। সীমান্তে ফেলানী হত্যা হয়। রাষ্ট্রর নিন্দনীয় কার্যিকলাপ স্বত্ত্বেও ওপার বাংলার প্রতি এপারের আন্তরিক টান আছে। কাঁটাতার দিয়ে বা ইতিহাস কে নিজের মত নির্মাণ করেসেই আন্তরিক টানকে বিলুপ্ত করে দেওয়া যাবে না।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
ভোরের সূর্য বলেছেন: কোথায় এখন গণজাগরণ মঞ্চ? কোথায় এখন ইমরান এইচ সরকার এবং লাকি? তারা কি ভারতীয় হাইকমিশনে যেয়ে এর প্রতিবাদ জানাবে?
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভোরের সূর্যের প্রতি: গণজাগরন মঞ্চের কথা বলেন কেন আপনারা যে আবার পাকিস্তান প্রীতি দেখান সেটাও ত ঠিক না। সব একই মুদ্রার এপিঠ ওপিঠ। সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে। দেশের চিন্তা করে লাভ আছে?
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
মুহামমদল হািবব বলেছেন: এতদিন সংস্কৃতি মন্ত্রী ছিলেন সংস্কৃতি জগতের বাইরের মানুষ কিন্তু বর্তমান সংস্কৃতি মন্ত্রী নুর সাহেব তিনি কি বলেন? কারন উনার তো তৎক্ষণাৎ কড়া প্রতিবাদ জানানো উচিৎ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: মুহামমদল হািবব এর প্রতি: ত ভাই মাত্র ত ছবিটা রিলিজ হইল একজন ত দেখেই প্রতিবাদ শুরু করছে এখনও ত সবাই দেখে শেষ করতে পারে নাই অনেকে ত জানেই না আর আপনি ডাইরেক্ট চলে গেলেন সংস্কৃতি মন্ত্রীর কাছে, আমাদের দেশের মানুষ ২৪ ঘন্টাই রাজনীতির চিন্তা করে, দেশের চিন্তার কথা বলে রাজনীতিকে নিয়ে আসে, রাজনীতির উর্ধে কিছু করা যায় না ভাই?
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩
ভোরের সূর্য বলেছেন: @গেমা: কােয়স হায়দার চৌধুরী ভাই আপনিকি আমাকে চেনেন? আমাকে কখনও দেখেছেন?বা আমার কোন ব্লগে বা মন্তব্যে পাকিস্তান প্রীতি দেখেছেন?বুঝলামনা আপনি কিসের মধ্যে কি টেনে আনলেন। কারো বিষয়ে না জেনে অহেতুক মন্তব্য করে নিজেকে নীচে নামাবেন না। এখানে আমি বা আপনি কেউ ঝগরা বা মারামারি করতে আসিনি। বুঝে শুনে এবং লজিক দিয়ে মন্তব্য করুণ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬
দেশপ্রেমিক পোলা বলেছেন: ৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে আর আমাদের দেশের ৩০ লক্ষ শহীদ গাঁজা খেতে যেয়ে মারা গেছে, আর আমাদের মহান মুক্তিযোদ্ধারা বসে বসে আঙ্গুল চুষেছিলো। ৩০ লক্ষ শহীদের জীবন আর আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধাদের এতোবড় অপমান!! আমরা নাকি ৭১ এ অস্ত্র চোরাচালান সহ নানামুখী অপরাধে মেতে ছিলাম! এই দেশের মানুষ কয়লা চোর! এবং শেষ অবধি এই দেশের মানুষ নিজেদের ভারতীয় মনে করে, এবং নাগরিকত্ব পেতে সব কিছুই করতে পারে।
বানর মাথায় তুললে মাথায় উঠে প্রসাব করবে এটাই স্বাভাবিক। আমাদের মাথায় গবরে ভর্তি এজন্য ভারতকে বিভিন্ন সুবিধা দেই আর বিনিময়ে ভারত আমাদের বাঁশ দেয়।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৯
মনসুর-উল-হাকিম বলেছেন: নষ্ট ভারত বা বদ পাকিরা তাদের অশ্লীল-কু-কর্মের জন্য কখনোই ক্ষমা চাইবে না। তারা বাংগালীদের অলস-গাধা মনে করে। তারা ভালো করেই জানে কি করে মুর্খ-লোভীদের নাচাতে হয়।
কারন হিসাবে বলা যায় যে - কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। এই অবস্থায় "কল্যণমূখী গণতন্ত্র" তার স্বাভাবিক কার্যকারিতা হারায়, শাষন ব্যবস্থা পরিনত হয় সন্ত্রাসপ্রিয় নষ্ট কু-রাজনীতিবিদদের হাতিয়ারে। আর বাংলাদেশের এই কু-রাজনীতিবিদরা নষ্ট ভারত বা বদ পাকিদের আজ্ঞাবহ হয়ে চলবে এটাই তো স্বাভাবিক, এটাই বাস্তবতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
ইনফা_অল বলেছেন: চেতনাধারীদের এতে কোন অসুবিধা নেই। তাদেরও বিশ্বাস মনে হয় এটাতেই