নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

ত্যাঁদড় পোলা

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০

বাসে স্কুল,কলেজের মেয়েদের সীট ছাইড়া দেওয়া বাদ দিছি অনেক আগেই (তার পিছনে যুক্তিযুক্ত অনেক কারন আছে তবে কাদের দেই তার বর্ণনা নাইবা দেই), বাচ্চাকাচ্চাদের সীট ছাইড়া দিতাম, এখন আর তাও দিমুনা।



ঘটনা হইলো গতকাল বাসে করে যাইতেছিলাম,

প্রচন্ড ভীরের মধ্যে অনেক কস্টে একটা সীট ম্যানেজ করে ফেললাম। সীটে বসার একটু পর দেখি এক পিচ্চি দুঃখী দুঃখী চোখ নিয়ে আমার সীটের সামনে দাঁড়াইয়া আমার দিকে চাইয়া আছে। আহারে, বাচ্চা মানুষ সীট না পাইয়া দাঁড়াইয়া আছে, আর এই

বুইড়া দামড়া আমি আয়েশ কইরা বইসা আছি।

বাচ্চারে ডাকলাম, বাবু আসো, আমার কোলে বস।পিচ্চি আসেনা, হাত ধরে টাইনা কাছে নিয়ে আইসা বসাইলাম কোলে,পিচ্চি উইঠা পড়ে। সে কোলে বসবে না। ভাবলাম বেশ

স্বাবলম্বী পিচ্চি, কারো কোলে বসতে চায় না।

কি আর করার, পুরা সীটই ছাইড়া দিলাম ওরে,

নে রে পিচ্চি তুইই সীটে বস,

আমি খাড়াইয়া থাকতেছি, সময় মত

বিয়া করলে আমার পোলাও তো মনে হয় তোর

বয়সী হইতো, তুই তো আমার পোলার মতোই।

সীটে বসাইয়া দিলাম পিচ্চিরে। আমি খাড়াইয়া আছি।দেখি পিচ্চি ডাকতেছে "আব্বু, আব্বু", ভীরের মধ্যে থেকে এক লোক মুখ বাইর কইরা দিয়া কয় "কি বাবা?", পিচ্চি সেই লোকরে টাইনা আইনা সেই সীটে বসাইয়া দিলো, তারপর বাপের

কোলে সে নিজেও বইয়া পড়লো।



খাটাশ পিচ্চি কুনহানকার, কোলেই বইবি আমার

কোলে বইলে কি হইতো। বাকী রাস্তা ওরা বাপ-

বেটা আমার সীটে বইসা বইসা গেলো আর

আমি আমার নিজের সীটের

সামনে খাড়াইয়া খাড়াইয়া গেলাম।...

cp

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫

জোৎস্নার কান্না বলেছেন: আহারে =p~ :-P =p~

২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭

আমিই মিসিরআলি বলেছেন: হালারে আছার দেয়া লাগছিল একটা X(

৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

তরিকুল ইসলা১২৩ বলেছেন: এটা ফাহাদ ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস...

০৬ ই মার্চ, ২০১৪ রাত ২:১২

মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: ভাই কার জানিনা।আর আমার নিজের না তাই নিচে দেখেন সিপি লেখা আসে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.