নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে স্বাগতম

ভাবতে ভালো লাগে

মো: মাইদুল ইসলাম সা'দ

জীবন থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি....

মো: মাইদুল ইসলাম সা'দ › বিস্তারিত পোস্টঃ

বিয়ের আগে ও পরের কথাবার্তা(শুধুই মজা কিন্তু বাস্তবতার সাথে মিলে গেলে আমি জানিনা)

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

প্রেমকালীন সময়ে প্রেমিক ও প্রেমিকার মধ্যে কথাবার্তায় রসের পরিমাণটা একটু বেশিই দেখা যায়। তবে বিয়ের পর সেই রসময় কথাবার্তায় অনেকটা ভাটা পড়ে। তাই বলে ভাববেন না ভালোবাসায় ভাটা পড়ে। আসলে কথা হচ্ছে বিয়ের পরের বাস্তবতাই এর মূল কারণ। আগেও অনেক লেখায় বলেছি ভালোবাসা কখনো কমে না। সেটা বাস্তব পরিস্থিতির কারণে একরূপ থেকে অন্য রূপ ধারণ করে। প্রেমকালীন সময়েও সব মেয়ে এরকম করে না আবার বিয়ের পরও সব এরকমটি করে না। এই লেখাটি অনেকটা রম্য রচনার মতো। এবার আসুন দেখে আসি বিয়ের আগে ও পরে মেয়েদের কিছু কথাবার্তা।







ঘটনা – ১:







বিয়ের আগে



মেয়ে: হ্যালো, জান। ছেলে: উমম… বলো… মেয়ে: এখনো ঘুম থেকে উঠো নি? এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো! ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো!







বিয়ের পরে



মেয়ে: কয়টা বাজে? এখনো ঘুম থেকে ওঠো না কেন? জমিদার হয়ে গেছ নাকি? ছেলে: শরীরটা একটু খারাপ লাগছে! মেয়ে: ও, তোমার তো সারা বছরই শরীর খারাপ থাকে! যত্তসব…







ঘটনা – ২:



বিয়ের আগে



মেয়ে: হ্যালো, জান কি করো? ছেলে: এই তো, বাজার করতে যাচ্ছি। বুয়া চলে আসছে। তারাতারি বাজার আনতে হবে! মেয়ে: কি বলছো? অন্য কাউকে পাঠাও। এখন বের হলে ঠান্ডা লাগবে তো! ছেলে: মেসে আর কেউ নেই এখন। মেয়ে: উফফ… আচ্ছা, শীতের কাপড় পড়ে বের হইঅও!







বিয়ের পরে



মেয়ে: (একটা লিস্ট ধরিয়ে দিয়ে) যাও, এক্ষুণি এই বাজারগুলো নিয়ে আসো! ছেলে: বাইরে তো খুব ঠান্ডা! মেয়ে: আজব! ঠান্ডা তো কি হইছে? সারা দুনিয়ার মানুষ বাজারে যাচ্ছে, আর উনার ঠান্ডা! লাট সাহেব উনি! যত্তসব…







ঘটনা – ৩:



বিয়ের আগে



মেয়ে: জান, তোমাকে পেলে আমার আর কিচ্ছু লাগবে না। গাছতলায়ও থাকতে পারবো!







বিয়ের পরে



মেয়ে: তোমাকে বিয়ে করে আমার লাইফটা একদম হেল! কি দিয়েছো তুমি আমাকে? না পারছো একটা ভালো গহনা দিতে! না পারছো একটা সুন্দর বাসায় রাখতে! কিচ্ছু দিতে পারবা না, তাইলে বিয়ে করছিলা কেন?







এসব ঘটনা ছেলেদের ক্ষেত্রে ঘটে থাকে। প্রেমের সময় প্রেমিকার সাথে কি মিষ্টি মিষ্টি কথা কিন্তু বিয়ের পর তা অনেকটাই বদলে যায়।







ঘটনা – ১:







বিয়ের আগে



ছেলে: হ্যালো জান! কি করো …?



মেয়ে: এই তো রান্না ঘরে আম্মুকে একটা পেঁয়াজ কেটে দিচ্ছি।



ছেলে: একি করছো তুমি? তুমি রান্না ঘরে ঢুকেছো! প্লিজ তুমি আর রান্না ঘরে যাবা না, আগুনের তাপে তোমার ত্বক নষ্ট হয়ে যাবে। আর শোনো তুমি আর কখনো পেঁয়াজ কাটবানা। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না।







বিয়ের পরে



ছেলে: বাহ! জমিদারের বেটির দেখি এখনো ঘুম থেকে উঠার নামই নেই। বলি পড়ে পড়ে ঘুমালে আমার নাস্তাটা কে তৈরি করে দেবে?



মেয়ে: আজকে বুয়া আসে নি। আজকে বাইরে নাস্তা করে নিও।



ছেলে: বুয়া আসে নি বলে না খেয়ে থাকতে হবে নাকি। যাও পেয়াজ বেশি করে দিয়ে আমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আসো।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

হতাশ নািবক বলেছেন: ১০০% সহমত।

২| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

দালাল০০৭০০৭ বলেছেন: ২০০% সহমত

৩| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সাাইফউিদ্দুন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++

৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৪

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ++++++++

৫| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: হাহাহা!

৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০

ভিটামিন সি বলেছেন: Hasa kotha koilain kere???

৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মানুষকি সবসময় এক থাকে? যে কথা এক থাকব!;) =p~ =p~ =p~


দিন, রাত যেমন বদলায়, আবেগ প্রয়োজন বাস্তবতায়ও তেমনি সব বদলায়!

আহা যদি অন্তত প্রেমের বেলায় না বদলাত ;) :P =p~ =p~ হাউ রুমান্তিক!!!

৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২

মহিদুল বেস্ট বলেছেন: :D :D ইরাম হাচা কইতি মানা

৯| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

আরিফ রুবেল বলেছেন: তাহলে ভাই কি বিয়ে করতে নিষেধ করছেন ? আমার অবশ্য যা হবার বিয়ের পরেই হবে মনে হচ্ছে কারণ আমার বিয়ের আগে তো কিছু নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.