নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০২

আপনারা যারা জ্বিন বিষয়ে জানতে চান এই বইটি ডাউনলোড করে পড়ুন

আমরা, মুসলমানরা, ‘জ্বিন’ এর অস্তিত্বে বিশ্বাসী। কারন, মহাস্রষ্টা আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় জ্বিনের কথা উল্লেখ করেছেন সস্পষ্ট ভাষায়।
প্রিয়নবীজির প্রিয়হাদিসেও জ্বিন-বিষয়ক বহু আলোচনা পাওয়া যায় তাই জ্বিনের অস্তিত্বে বিশ্বাস রাখার বিষয়টি ঈমান-আকীদার’র অংশ হয়েই দাড়ায়।

বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহঃ) জ্বিন বিষয়ক বই এর লেখক
এই বইটিকে জ্বিন বিষয়ক বিশ্ব কোষও বলা যায়
বইটির নাম “লাক্বতুল মারজ্বানি ফী আহকামিল জ্বান্ন”
বংলা অনুবাদ বইটি পড়ুন এবং জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনেনিন
এই বইতে পাবেন
জ্বিন কত প্রকার ও কি কি
জ্বিনার কি খায়, কোথায় থাকে, কি ভাবে বংশ বাড়ায়, মরে গেলে ওদের দেহ কোথায় যায় এছারা আরও অনেক অনেক কিছু পাবেন


জ্বিনদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আরও অনেক অনেক দোয়া পাবেন।

বইটি পড়তে হলে আপনার কাছে PDF Reader থাকতে হবে না থাকলে এই যায়গা থেকে ডাউনলোড করুন http://www.filehippo.com/download_foxit/

নিচে বইটির ডাউনলোড লিংক দেওয়া হল:

JIN Nations Extraordinary History - Part 1

JIN Nations Extraordinary History - Part 2

JIN Nations Extraordinary History - Part 3

http://www.mainuddin.com/

মন্তব্য ৪২ টি রেটিং +৩৮/-৩৪

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

হমপগ্র বলেছেন: জ্বিন বিষয়ক বিশ্বকোষ B-)

০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৬

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ মাইনাচ দেওয়ার জন্য

বইটি আগে বিস্তারিত পড়ুন তারপর মন্তব্য করুন

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৭

হমপগ্র বলেছেন: আমি জ্বিন দেখি নাই, তাই বিশ্বাস করি না। আর কোন মন্তব্য বা বই পড়ে দেখারও ইচ্ছা আমার নাই।

এইসব আজগুবিপানা থেকে বের হতে অনুরোধ রইলো!

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১২

পাখা বলেছেন: ভাইরে আপনে কি জীন..:(:(:(
ভুই পাইলাম .......

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১২

মোস্তাক খসরু বলেছেন: আপনার ডাক্তার দেখানোটা জরুরী সত্বর ভাল কোন সাইক্রিয়াটিক্ট দেখান। নিজে তো ভেতরে হানছেন লগে সব কমলমতি বল্গারগো লইয়া হান্দনের মতলব। পোষ্টটি সড়িয়ে ফেলুন এট বর্তমান সময়ের সাথে যায় না।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৩

নুর মোহাম বলেছেন: হমপগ্র কে বলছি সব কিছুকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিবেন না। জ্বিন কে অবিস্বাস করা মুসলমান দের ঠিক না।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৪

গুল্লা বলেছেন: good post ..............sottor kothar dam nai oi mia mustak kuran hadis ki porso konodin !!

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৫

নগর বালক বলেছেন: মানুষে জালায় বাচি না...........................অাবার জিন................

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

টেলি সামাদ বলেছেন: খ্যাকজ্জজ্জজ্জ :D :D :D ............... ঝীন ঝাতির লয়া মহাকাইব্য খ্যাক :D খ্যাক :D খ্যাক :D । আরেক আবালে দেখি ঈমানে হিটও খাইছে। :D :D :D




@ লেখক ভাইজান, গুলিস্তান, ফার্মগেটে মজমা পার্টি আছে কিছু, ঝিনের তেল, ঝিনের তাবিজ বেচে। আপনে কি ঐ গ্রুপের লুকজন?

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

প্রলাপ বলেছেন: বালের পোষ্ট। জেনেটিক ইন্জিনয়ারিং এর যুগে আইছে জ্বীন লইয়া পেচাল পারতে।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৯

প্রলাপ বলেছেন: জ্বীন ধইরা কেমনে তেল বাইর করণ যাইবো তার বর্ণনা কি আছে। আমি জ্বীনের তেলের ব্যাবসা কর্তে চাই!

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩১

শিব সত বলেছেন: হু হু হু হু হু হু হু হু হা হা হা হা হা হা হা ইহ্ ইহ্ ইহ্

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮

িট.িমম বলেছেন: খুবই সুন্দর পোষ্ট ধন্যবাদ ভাইজান আপনাকে আপনি বলেছেন বইটি পরে তারপর মন্তব্য করার জন্য কিন্তু বইটি পড়তে অনেক সময় লাগব তাই এখনই মন্তব্য করলাম।



যারা আপনার এইপোষ্টকে ফালতু পোষ্ট বলেছে তাদের ছাগু ভাবুন। মনক্ষন্য হবেননা, ধন্যবাদ

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৫

মুসাফির... বলেছেন: আগেই পঠিত .. হার্ড কপি আছে ... তবু ধণ্যবাদ এ কারনে যে.. এই বইটির নেট কপি পাওয়া যাবে জানতাম না।
আপনাকে ধণ্যবাদ।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১১

সাদাচোখ বলেছেন:
হে অবিশ্বাসীগণ, তুমরা অযথা ফালা ফালি কৈর না। ;)

আসলেই ইহধামে জ্বীন পরী আছে। :#)

প্রমান চাও? তবে নিচের লিংকে একটা গুতা দিয়া দেখ...


জ্বীন-পরীর যাবতীয় তথ্য . . . B-)

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৮

হমপগ্র বলেছেন: @সাদাচোখ

X( আমি পরী খুজতে গেছিলাম আপনার লিংকে...

ধুর মেজাজটাও খ্রাপ হইলো!

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২

হাসান মাহবুব বলেছেন: নির্মল হাইস্যরস।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪১

আলিম আল রাজি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নির্মল হাইস্যরস।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২১

নতুন বলেছেন: আলিম আল রাজি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নির্মল হাইস্যরস।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৪

টি. জাহান চৌধুরী বলেছেন: নতুন বলেছেন: আলিম আল রাজি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নির্মল হাইস্যরস।

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪১

পারভেজ আলম বলেছেন: জ্বিনদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আরও অনেক অনেক দোয়া পাবেন।

অসংখ্য ধন্যবাদ। জ্বিনেরা ইদানিং বড় যন্ত্রনা করছে। আমি খালি এক আয়াতুল কুরসি পারি, কোন কাজ হচ্ছে না।

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬

হোরাস্‌ বলেছেন: ভাই, জ্বিনের ছবি আছেতো বিশ্বকোষে? আমার আবার ছবি ছাড়া বই পড়তে ভালো লাগে না। উত্তরটা দিয়েন। তারপর ডাউনলোডামু।

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৯

রেড ওয়াইন বলেছেন: মোস্তাক খসরু বলেছেন: আপনার ডাক্তার দেখানোটা জরুরী সত্বর ভাল কোন সাইক্রিয়াটিক্ট দেখান। নিজে তো ভেতরে হানছেন লগে সব কমলমতি বল্গারগো লইয়া হান্দনের মতলব। পোষ্টটি সড়িয়ে ফেলুন এট বর্তমান সময়ের সাথে যায় না।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০০

মুভি পাগল বলেছেন: জ্বিনকে ভুই পাই

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১০

ডাইনোসর বলেছেন: ২০টা মাইনাস দিল!

তারা জানেনা জিনের মাংস কত টেষ্ট?????
হাসতে হাসেতে লুঙ্গি খুইলা গেল।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২৮

শয়তান বলেছেন: শুকনা জিন খাইতে মজা আছে :#)

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০২

আজম মাহমুদ বলেছেন: এতো ভালো আর যুক্তি সম্পন্ন একটা রেফারেন্স সহকারে পোষ্ট এর সম্পর্কে মন্তব্যকারীরা যা বলেছেন তা দেখে খুব খারাপ লাগছে। আসলেই এই ব্লগে এইসব অযৌক্তিক কথা-বার্তা বলার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে।

ধন্যবাদ ভাই এমন একটি তথ্য নির্ভর পোষ্টের জন্য।

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৪

সত্যচারী বলেছেন: নাস্তিক জ্বিন আছে???

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৪

রেড ওয়াইন বলেছেন: ভুয়া বইটা দেখলাম। জ্বিন নাকি গোবর খায়।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৩

নির্ণয় বলেছেন:
অত্যন্ত চমৎকার পোস্ট। যে যা-ই বলুক মন খারাপ করবেননা। আপনি লিংক না দিলে জানতাম কি করে যে এসব বইও নেটে পাওয়া যায়! আসলে কি, ফুটপাথ থেকে এইসব বই কিনতে লজ্জ্বা লাগে। তাই আগে অনেকবার মাইকিং শুনে আগ্রহ হলেও কেনা হয়নি। আপনাকে ধন্যবাদ।

[মায়া হয় আপনাদের জন্য। মানুষ এত কনফিডেন্টলি আহাম্মকি করে কি করে!]

৩১| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৮

যে শহর চোরাবালি বলেছেন: এইটা ১টা জুকসের বই!!!!

৩২| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮

ছোটমির্জা বলেছেন: .....................................................................নাস্তিকগলাগের কেমন ধোলাই দিলেন ভাই।
ব্যাফক বুদ্ধি করে পোস্টাইছেন।
আহা বেচারারা বড়ই আমোদিত।
গুড় ছিটানোর বড় মজা এইডা।
বাকীগুলা কৈ?
...................................ছাগু ও নীতিহীন নাস্তিকের হাত থেক্কা কারও মুক্তি নাই।
I know, I do believe In Quran.

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

হানী বলেছেন: বইটার হার্ড কপি আমার কাছে আছে । মাওলানা মুহিউদ্দীন খান সাহেবের মদীনা পাবলিকেশান্স থেকে কিনেছিলাম ।

তারপরেও সফট কপির লিংক পাওয়ার জন্যে ধন্যবাদ :)

৩৪| ০৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নাস্তিকগণ এক সময় বিশ্বাস করত যে সূর্য স্থির এবং কোরআনকে কটাক্ষ করত। কিন্তু বর্তমানে প্রমাণিত যে সূর্যেরও কক্ষপথ আছে তা ৫লক্ষ বছর লাগে একবার পরিভ্রমণ করতে। কোরআনে বহু বিষয়ের ইঙ্গিত আছে যার অনেক কিছু এখন প্রমাণিত এবং ভবিষ্যতে আরো প্রমাণিত হবে। কিন্তু আমরা হয়ত তখন জীবিত থাকব না।

৩৫| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:০৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
পবিত্র কুরআনে সুরা জ্বীন নামের একটি পূর্ণ সূরা আছে।
অতএব জ্বীনেও বিশ্বাস করি!
ধন্যবাদ!!:)

৩৬| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ৮:৪৪

হাইপেশিয়া বলেছেন: নির্ণয় বলেছেন: [মায়া হয় আপনাদের জন্য। মানুষ এত কনফিডেন্টলি আহাম্মকি করে কি করে!] :D :D :D

মন খ্রাপ হৈলে এই পুষ্ট পইড়া মন ভাল করতে চাই, জম্পেশ কমেন্ট করেন সবাই, প্লিজ ;)

৩৭| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫৩

মুরুববী বলেছেন: Click This Link

উপ্রের লিন্কে গিয়া ব্যপক মজা পাইছি। একি লেখকের লেখনী।

৩৮| ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩৩

শাহরিয়ার নাহিদ বলেছেন: amito jiner badshah..
amar kotha lekha ase to???

৩৯| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫০

মূসা আলকাজেম বলেছেন:

এখানে নাস্তিক জ্বীনের চিকিৎসা আছে।

৪০| ১৪ ই জুন, ২০১২ ভোর ৪:৩৯

সাবু ছেেল বলেছেন: আল্লাহ এই পোস্টের লেখককে দুইজাহানের কামিয়াবি লাভ করার সুযোগ দিয়ে ধন্য করুন।আমীন।খুব ভালো পোস্ট হয়েছে,ভাইজান।অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

৪১| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: আমরা তো বাতাস চোঁখে দেখিনা তাই বলে কি বাতাস এর অস্তিত্ব নেই?
বাতাসে আবার কতো কিছু আছে অক্সিজেন, কার্বন্ডই অক্সাইড আরও কতো কি......আমরা কি এইগুলা দেখি? দেখিনা বলেই এগুলার অস্তিত্ব নেই??

আমরা তো ভালোবাসা চোঁকে দেখিনা তাই বলে কি পৃথিবীতে ভালোবাসা নেই?
এই যে, বাবা, মা, ভাই, বোন,আত্বীয়-স্বজন আমাদের কে আগলে রাখছেন ভালোবাসো আছে বলেই না????
আমাদের জানা অজান কতো কিছুইতো আছে..... এই যেমন, আমরা সবাই কি আমেরিকা দেখেছি? বা লন্ডন? বা কানাডা? দেখিনি বলে কি এইগুলার অস্তিত্ব নেই?

৪২| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

মরণের আগে বলেছেন: আধাঁরি অপ্সরা বলেছেন:
পবিত্র কুরআনে সুরা জ্বীন নামের একটি পূর্ণ সূরা আছে।
অতএব জ্বীনেও বিশ্বাস করি!
ধন্যবাদ!!:)

বইটির জন্য ধন্যবাদ

৪৩| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

Jafer Bin Ahmed বলেছেন: সালাম সবাইকে, যদি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবী করে তাহলে তাকে অবশ্যই জ্বীন জাতীকে বিশ্বাস করতে হবে। কারণ আল কোরআনকে "সূরা জ্বীন" নামে একটি সূরা আছে, ৭২ নং সূরা, আয়াত সংখ্যা -২৮। আর আল কোরআনকে অবিশ্বাসী কখনই মুসলিম থাকতে পারেনা। খুবই হাস্যকর বিষয় এই যে, হলিউড, বলিউড, কলিউড ইত্যাদিসহ যত বিশ্বখ্যাত সিনেমা তৈরির প্রতিষ্ঠান আছে তারা যে কতবেশি বিশ্বাসী তা তাদের ফিল্ম লেখলেই বুঝা যায়। তারপরও কেই যদি অবিস্বাস করে তাহলে সে অজ্ঞতার চরম অন্ধকারে নিমজ্জিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.