![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি ভোলার চরে, নদীর ধারে জলের কল্লোল পাই। আর চান্স পাইলে লিটলম্যাগে কবিতা ছাপাই।।
নেংটা থাকি নেংটা চলি
পথের ধারের গাঁঞ্জা মাসি
গালি দিল খানকি মাগি
ভাতার খাকি, সর্বনাশী
তার নাকি এক রাজার পোলা
ফেঞ্চি বেচে ইষ্টিশনে
তার সাথে মোর বিয়া দিবো
ভাবনা করে মনে মনে।
ছোট্র বেলা পুকুর পাড়ে
খেলছি কত রান্না খেলা
ঝোপের ধারে ঘর বানিয়ে
পেন জামা সব খুলে ফেলা
কাঁটা লাগতো করাত লাগতো
ছিঁড়ে যেত গা
সন্ধ্যা বেলা ফিরলে বাড়ি
লাঠি নিতেন মা
ছোট আর কই বয়স তখন
দশ বার কি হবে তের
ধরা পড়লে মারতো বাবা
বলতো শুধু ‘ঘরতে বের’
কেন আমায় খুঁজতে যেত
বাবার সেকি মূর্তি তখন
মায়ের সঙ্গে করত কি সে
ছোট্ররা সব ঘুমাই যখন ?
কাকাতো ভাই কাকার মতই
গাছ কাটবে মাছ ধরবে
আমরা দুজন ঘুড়ি হবো
জ্বীন পরিরা গান করবে।
তার কথা আর বলে কি লাভ
সে তো গেছে বানের জলে
একদিন তো বাইরে গেলাম
মা কে একটু আসছি বলে
তার পর আর ফিরতে নাড়ি
বাড়ির রাস্তা গেলাম ভুলে
কোথা থেকে কোথায় গেলাম
বিষ উঠলো মাথার চুলে
তোমার পোলা তোমারই থাক
আমার কি আর পোলায় হবে
আমার একটা মেয়ে হলে
ঝুল বারান্দা কিনবো তবে
কিনবো আরও গাড়ি ঘোড়া
পায়ের তালা নাকের চাবি
তের বছর বয়স হলে
বলছে তারা ‘সবই পাবি’
যাবো আমি তাদের সাথে
পেটের মধ্যে কন্যা নিতে
জামা কাপড় পরেই যাবো
মাথায় বেধে রঙিন ফিতে
তাদের বাচ্ছা তারা নিবে
আমার এতো চিন্তা কিসের
পোলা হলে তরল দেবো
মুখের ভেতর সাপের বিষের
এটাই হলো স্বপ্ন এখন
‘চুপ থাক তুই বেশ্যাবুড়ি
তোর পোলারে তুই বিয়া কর
আমি একটু নেংটো ঘুরি’
তবেই তারা আসবে দেখিস
স্বর্গ থেকে গাড়ি চরে
একদিন তো নেবেই আমায়
জোর জবরদস্তি করে।
(অপ্রকাশিত)
২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
শ. ম. দীদার বলেছেন: মাঝি ভাই, অনেকদিন পর আপনারে পাইলাম। অবশ্য অনেকদিন পরই আসলাম। তয় ক্ষ্যাইপছেন শিরোনামে, ভেতরে দিছেন মাল। ক্ষ্যাইপলেন ক্যান? ভালা পাইলাম। কিন্তুক শিরোনাম দেইখা আসি নাই, আপনারে দেইখা আসলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
ইমরান মাঝি বলেছেন: যাদের নিয়ে কবিতাটা লেখা তাদের মুখের ভাষাটা ধরার চেষ্টা করেছি। একটু অস্বস্তি লাগতে পারে, কারন বিষয়টার মধ্যেই অস্বন্তি আর নিষ্ঠুরতা জড়িয়ে আছে। এমন করে না বললে তো ওদের প্রকৃত অবস্থাটা ঠিক আসতো না বলে আমার মনে হয়। ভালো থাকবেন।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পোষ্টের শিরোণামে অনেকেই বিব্রত হবে কিন্তু পোষ্ট পড়লে বুঝবো কত চমৎকার লিখেছেন । প্লাস দিতে পারলাম না, আমার নেট কানেকশনে প্রোবলেম থাকায় পেইজ পুরো লোড হচ্ছে না ।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৪
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ। আমি রাস্তার একটা মেয়ের জীবন ও তার নিষ্ঠুর স্বপ্নে কথা তুলে আনতে চেষ্টা করেছি। ওদের অঞ্চলে তো লোকে এই সব শব্দগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করে। প্রথমেই আমি পাঠকে একটা ভিন্ন অঞ্চলে ছুড়ে দেয়ার চেষ্টা করেছি । না হলে তো পাঠক নিষ্ঠরতাটা ঠিক বুঝে উঠতে পারবেনা আমার এমনটাই মনে হয়েছিল হয়তো যখন কবিতাটা লিখি। ভালো থাকবেন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৮
বাক স্বাধীনতা বলেছেন: খুব সুন্দর।।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
ইমরান মাঝি বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২১
বিডি আমিনুর বলেছেন: জটিলস
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
সানড্যান্স বলেছেন: কবিতায় +++++++++++++
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৫
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
িমরর বলেছেন: Anok din por ak khan valo mal porlam..jotil chaliya jan.
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
মাক্স বলেছেন: শিরোনাম দেখেই ঢুকলাম। প্লাস।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
samolbangla09 বলেছেন: মাঝি ভাই, ভাল লিখেছেন। ধন্যবাদ
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:০৫
চ।ন্দু বলেছেন: কবিতা আমি তেমন একটা পড়িনে, কারণ কবিতা বোঝার মত বোধ আমার নেই। তবুও মন্তব্য করছি অন্যভাওর নিয়েন না।শীরোনাম ভাল হয়নি। হয়ত: নামটা 'নষ্টা নারীর কাব্য' টাইপ হলে ভাল হত। তবে একথা সত্যি মিল-অমিলের মাঝেও কবিতাটা চমৎকার হয়েছে। লিখতে থাকুন।
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:১১
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:১৪
ঘুড্ডির পাইলট বলেছেন: শিরোনাম দেখে কিন্তু খারাপ চিন্তা মাথায় আসে নাই !
কারন এটা ইমরান মাঝির ব্লগ । কবিতা ভালো লেগেছে।
কবিতা কম বুঝি কিন্তু ,আপ্নার কবিতা পর্তে সহজ লাগে।
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:১৬
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৮:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পল্লী কবি স্টাইল । ভাল লেগেছে ।
না জানি কথাটা ধৃষ্টতার পর্যায়ে যায় কিনা , তবুও বলছি শিরোনামটা আরও কাব্যিক হতে পারতো ।
শুভ কামনা রইল ।
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:০৯
ইমরান মাঝি বলেছেন: হ্যাঁ কাব্যিক তো চাইলেই করা যায় , কাব্যিক করলে নিষ্ঠুরতাটা প্রকাশ করতে পারি না , কাব্যিক করলে কোমল হয়ে যায় । এক অর্থে ওদের জগৎটাই তো অশ্লীল। তাই একটু অকাব্যিক শিরোনাম দিলাম। ভিজে না গেলে তো আর মাছ ধরা যায় না। আর নাচতে নেমে গোমটা না দেয়াই ভালো। আপনার মূল্যবান মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসা রইলো।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:৪৭
আমি ব্লগার হইছি! বলেছেন: হেব্বী, হেব্বী। কোনো কথা হবে না।
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১০:১৩
আইতাছে বলেছেন: দারুণ লিখেসেন
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০৮
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: দারুণ দারুণ
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০৯
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:০৫
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: অসাধারণ। +++
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০৯
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:০৯
কবি আফতাব হোসেন বলেছেন: বেশ্যা মাগির স্বপ্ন খুবই হিপ্নথেরাপিক ।
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১০
ইমরান মাঝি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:২৬
গর্জন ওয়ারিওর বলেছেন: এরপরে মাগীর দালাল নিএও কবিতে লিকেহ্ন পরতাশ্যায় রইলাম
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১১
ইমরান মাঝি বলেছেন: এক অর্থে ওদের জগৎটাই তো অশ্লীল। তাই একটু অকাব্যিক শিরোনাম দিলাম। ভিজে না গেলে তো আর মাছ ধরা যায় না। আর নাচতে নেমে গোমটা না দেয়াই ভালো
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:২৯
িপকলুচাচা বলেছেন: bhai khube josz... khube touchy kobita ..agiea jan boss
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১২
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩০
অরন্য জীবন বলেছেন: জয় হো।
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১২
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২১| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩০
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেকের কবিতা মাথার উপ্রে দিয়া গেসে বলে মনে হইতেসে।
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১৩
ইমরান মাঝি বলেছেন: ঠিক বুঝলাম না কি বলতে চাইলেন। ভালো থাকবেন।
২২| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:২৫
জামিল হাসান বলেছেন: আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি
০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১৩
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২৩| ০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৪
আহমেদ রশীদ বলেছেন: আপনার পিততালয় িগেয় আেরা জ্ঞান অর্জন করেত হেব।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৬
দিগন্ত নীল বলেছেন: প্লাস +++
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪১
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২৫| ০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪২
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনার কবিতার সাথে এই প্রথম পরিচিত হলাম।জীবন ঘনিষ্ট কবিতা। অনেক ভাল হয়েছে কবিতাটি ।
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪২
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২৬| ০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪২
আমার জীবন বলেছেন: Plus
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪১
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২৭| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০২
ভাইরাস২০১২ বলেছেন: খাইছে!
২৮| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১২
লিন্কিন পার্ক বলেছেন:
জোশ !!
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪১
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
২৯| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখসেন মাঝি।
০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪১
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ
৩০| ০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬
কাজী এহতেশাম উদ্দিন বলেছেন: সব মিলিয়ে ভাল লিখেছেন বলতেই হবে... একটু কর্কশ ভাষাটা... হইতো এইজন্য ই বেশি ভাল লেগেছে.
৩১| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫১
রিফাত হোসেন বলেছেন: ++
৩২| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫১
বিদেশী গুপ্তচর বলেছেন: যে যাই বলুক...চমৎকার হয়েছে কবিতা
৩৩| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: অশ্লীল হলেও জটিল লিখেছেন
৩৪| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৬
মিহির লাল সিংহ বলেছেন: Nisthur Bastobota...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪
রিমন০০৭ বলেছেন: মডারেটরদের পায়ে ধরি, এই কবিতাটি নির্বাচিত পোস্টে রাখা হোক। আগামীতে সাহিত্যে নোবেল এর জন্য আবেদন করারও অনুরোধ থাকল। আশাকরি ড: ইউনুসের পরে আমাদের দেশ আরেকজন নোবেল বিজয়ী পেতে যাচ্ছে।