নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিউ, মিউ

@

রোকসানা খাতুন লিজা

টুইংকল টুইংকল লিটল স্টার

রোকসানা খাতুন লিজা › বিস্তারিত পোস্টঃ

সব যুদ্বাপরাধীর ফাঁসি হবে, জামাত শিবির কিছুই করতে পারবে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রুপকথার মতো অপপ্রচার চালাতে জাশিরের লোকগুলা পারঙ্গম। জামাত নেতাদের ধরার আগের রুপকথাগুলো ছিলো, গোআ,মইত্যা,সাইদী, মোল্লাকে ধরলে সৌদি আরব হতে সকল বাংলাদেশীকে বের করে দিবে, মধ্যপ্রাচ্যের সব দেশ হতে বাংলাদেশীদের বের করে দিবে, ওরা সব সম্পর্ক ছিন্ন করবে। আসলে সবগুলা ভুয়া প্রচার। অনেকেই আগে এইসবে বিশ্বাস করলেও এখন ওদের ভুল ভেঙ্গেছে। জাশি হলো বেলুনের মতো। ভেতরে হাওয়া ঢুকিয়ে অনেক বড় করে দেখায়, ভেতরে কিছুই নাই হাওয়া ছাড়া। আলপিনের হালকা গুতায় ঐটা বের হয়ে যায়।



তারপর বলা হলো এদের নেতাদের ধরা হলে এরা দেশকে অচল করে দিবে। দেশকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দেবে। তাও হয়নি গত তিন বছর ধরে।

এখন রায় ঘোষনা শুরু হওয়ায় ওদের হরতাল, ভাংচুর শুরু হয়েছে। এটা ওদের সর্বশেষ তফড়ানি।



জামাত নেতাদের ফাঁসির রায় হলে কি হতে পারেঃ কয়েকটা লাগাতার হরতাল, ধর্মঘট, ভাংচুর। প্রতয়েক জাশিরের লোককে এটা শিখানো হয়, ওদের নেতার আদেশ মানা নামাজ রোজার মতই ফরজ। অতএব নেতাদের নির্দেশ দিবে নৈরাজ্য সৃষ্টি করার। এতে হীতে বিপরীত হবে জাশিরের জন্যে। সাধারন মানুষগুলো যখন টিভিতে দেখবে, জাশিরের তান্ডব, বাসে-ট্রাকে আগুন, রিকশাওয়ালাকে রিকশা হতে ফেলে দেওয়া, টেম্পু চালককে ধাও করে হত্যা করা, পুলিশ হত্যা করা। এতে জাশিরের বিরুদ্বে মানুষের ঘৃনা আরো বেড়ে যাবে, যারা এতদিন জাশি কে ঘৃনা করতোনা, তারাও এই নৈরাজ্য জ্বালাও পোড়াও দেখে জাশিকে ঘৃনা করবে। দেশের মিডিয়ার ৯৫% হলো জাশি তথা রাজাকার বিরোধী। এটা ওদের জন্যে আরো ভয়াবহ হবে নৈরাজ্যের জন্যে। দেশের প্রত্যন্ত অন্চলে যেখানে ডিশ নেই, সেখানে সবাই সরকার নিয়ন্ত্রিত বিটিভি দেখে। অবস্হা বুঝতেই পারছেন।



পুলিশ, র‌্যাব ওদের তান্ডবলীলা ও নৈরাজ্য ঠেকাতে গিয়ে নিহত হতে পারে। প্রচুর আহত, নিহত, জ্বালাও পোড়াও বাড়লে সরকার সংসদে আইন করে জাশিরকে চিরতরে ব্যান করে দিতে পারে।

জাশির কি কিছু করতে পারবেঃ

উধাহারন সরূপ ভারত ও পাকিস্টান দেখতে পারেন। ভারতের সরকারের নকশাল, মাওবাদি বিদ্রোহ। পাকিস্টানে তালিবানি টথা পশতুন বিদ্রোহ। পাকিস্তানি তালিবানরা ওখানে ইসলামী শাসন, আমেরিকার তাবেদার পাকিস্টানি সরকারকে উৎখাতের জন্য ভয়ংকর যুদ্ব চালিয়ে যাচ্ছে। এদের ভয়ংকর আত্বঘাতি আক্রমন দেখলে অবাক হয়ে যাবেন। এই পাকিস্টানি তালিবান রা সুপ্রশিক্ষিত গেরিলা বাহিনী। এরা পাকিস্তান আর্মীর রাওয়ালপিন্ডির সদর দফতর ২৪ ঘন্টারও বেশী সময় জিম্মি করে রেখেছিলো। করাচীর নৌঘাটিতে কয়েকটি বিমান, হ্যালিকাপ্টার, জাহাজ ধংস করে দিয়েছে। পুলিশ, আর্মী, আই এস আই, এয়ার ফোর্সের বাসে আত্বঘাতি হামলা করে বিপুল সংখক লোককে হত্যা করেছে। পুলিশ ঘাটি, আর্মি ঘাটি, আর্মী চৌকি, গোয়েন্দা দফতরকে গাড়ি বোমা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।



এই সবে সাধারন মানুষের সমর্থন ব্যাকফায়ার করে, ওদের প্রতি ঘৃনা বেড়ে যায়।



যে কোন একটা সংগঠন কখনোই একটা স্টাবল রাস্ট্রের বিরুদ্বে কিছুই করতে পারেনা। পতন করা তো দূরের কথা। রাষ্ট্রের থাকে অনেকগুলা বাহিনী ও দফতর।

আর সেই সংগঠন যদি হয় একটা দেশের ঘৃনিত গাদ্দার, মীরজাফরের দল তাহলেতো কথাই নেই।



সবশেষে এটাই বলবো, সরকারের সদিচ্ছা থাকলে যুদ্বাপরাধের বিচার চলবেই, রাজাকারের বিচার হবেই।

আমি আশাবাদি এটা হবেও। সব যুদ্বাপরাধীর ফাঁসি হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বোকামন বলেছেন: সরকারের সদিচ্ছা থাকলে যুদ্বাপরাধের বিচার চলবেই, রাজাকারের বিচার হবেই

এটাই মূল কথা

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কিমা বলেছেন:
ঠিক টপ ৪/৫ জনার ফাসি হবে, বাট এরপর?????

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রোকসানা খাতুন লিজা বলেছেন: টপের পরের গুলা হবে :D :D

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

মশার কয়েল বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না। তাদের ফাঁসি হলে সাস্তি কম হয়ে যায়,তাদের জবাই করতে হবে.।.।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

রিওমারে বলেছেন: সরকারের উচিত দ্রুত সব জামাতি নেতাদের ফাসি কার্যকর করা।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই হবে না।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

জ্ঞাতিবৈর বলেছেন: মশার কয়েল এর সাথে একমত।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

২০১৩ বলেছেন: আমার ভাই খুন করলে তার ফাসী হবে এতে আমার কিছুই করার নেই বরং তার বিচারে সাহায্য করাই আমার দায়িত্ব।

কিন্তু বিচারের নামে গায়ের জোরে অবিচার করবেন , স্বাক্ষিকে গুম করবেন, বিচারের আগেই রায় রেডী করবেন সেক্ষেত্রে আপনার কি দ্বায়িত্ব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.