নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন বড়ই গড়ল!!!!!!

অতি উৎসাহী!!!! কিন্তু আগ্রহ নাই!!!!

মাকালফল

অতি অল্প বয়সে পোড় খাইয়া ফালাইছি। তাই অনেকে বলে আমি নাকি পৈতা। তবে দেশের লাইগা পইতামি করতে আমার ডর নাই।

মাকালফল › বিস্তারিত পোস্টঃ

"ফেলানী" ফেলনা হয়েই রয়ে গেলে তুমি!!!!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২



‘ফেলানী’ তুমি এ জাতির কাছে ফেলনা ছাড়া আর কিছু ছিলে বৈ কি??

তোমার তো জীবন দিয়েও শেষ রেহাই মিলল না। দাদাবাবুরা তো তোমার সৎকার একবার করেছেন, আর আমরা তো আজ অবধি তোমার সৎকার করেই যাচ্ছি। শ্রাদ্ধের প্রসাদও বার কয়েক হজম করে নিয়েছি! হজমের তারিফ করতে হয় বটে! প্রসাদ মাখানো কাঁটাতারগুলো দিব্যি হজম করে বসে আছি, খানিক বাদে কেউ কেউ তৃপ্তির ঢেঁকুরও তুলছি, তবু মন খারাপ- আরও বুঝি হজম করার বাকি??!! গর্ব করতে হয়- হজম শক্তির পরিধি বাড়াতে বাড়াতে একদিন না এ মানচিত্রই হজম করে ফেলি।



# হ্যাকিং, মানবদেয়াল, মানবতার ফাঁপা বুলি আউড়ানো, কাঁটাতারের কোর্ট মার্শাল সহ কত নাটকই না মঞ্চস্থ হল তোমায় ঘিরে। আফসোস! প্রদর্শনীর ১টি টিকিটও তোমার কপালে জুটল না। সেই কাঁটাতারেই ঝুলিয়ে দিয়ে গেলে পুরো জাতিকে।

এ জাতির কোলে তোমার ঠাই না হোক, দুঃখিনী মায়ের আঁচলের ছোট্ট এক কোনায় তোমার এ ভগ্ন দেহের যেন একটু ঠাই হয়। এ আঁচল যেন আদরভরে শুষে নেয় তোমার এই অসমাপ্ত কান্না.........



[[ আমি ঘুড়ি কব্জা করা নাটাই ও নই, ক্ষমতার বৃত্তে বসে থাকা কেন্দ্রবিন্দুও নই, পরিধির চারপাশে আবর্তনরত নিছক এক কণা মাত্র!! প্রতিবাদের পথ আমার এটুকুই! তোমার জন্য এ আর্জিটাও তাই এটুকুই ‘ফেলানী’!!! ]]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নির্মম!! কি পরিহাস দায়মুক্তি.!! সেদিন কাঁটাতারে ঝুলে ছিল কি শুধুই ফেলানি না সেদিন ফেলানীর সাথে ঝুলে ছিল পুরো বাংলাদেশ।

ক্ষমতাসীনরা ব্যাস্ত মাথা নত করতে করতে ভূমিতে সেধীয়ে হলৈও আনুগত্যের পরীক্ষঅ পাশে!!!! বিডিআরের অফিসাররাই যেখানে বলির পাঠা!!!!শত ফেলানী সেখঅনে তুচ্ছ!!!

বিরোধীরা ব্যাস্ত পরাশক্তি পদলেহনে-যেনতেন ক্ষমতায় যেতে!! ফেলানীদের জন্য প্রেম নিয়ে আগুনঝড়া আন্দোলনে ক্ষমতা লাভে যে মহত্ব তা প্রয়োজন নেই!!!তারা চায় কর্পোরেট ক্ষমতারোহন!!!!!

আর বাকী রইল কে?

আপনি আমি!!! ক্ষমতাহীন আমজনতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

মাকালফল বলেছেন: আমরাই আজ তাদের উপাদেয় খাদ্য হয়ে দেখা দিচ্ছি!!! আজ জোর গলায় দাবি তুলছি তো কাল নিজের পকেট পুরলেই সদর দরজা সাটিয়ে নরম বিছানায় গা এলিয়ে দিচ্ছি!!! এই করে কি আর সোচ্চার হয়া যায়?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.