নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মতো মানুষ হতে চাই।

মাকামে মাহমুদ

বাংলাকে ভালোবাসি । তাই বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ে কিছু করার স্বপ্ন দেখি। যার পরিপ্রেক্ষিতে এই প্রজন্মকে শুদ্ধ বানান চর্চায় আগ্রহী করতে আজীবন প্রচেষ্টা চালাব।

মাকামে মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা বানান অনুশীলন (পর্ব-০১)

০১ লা মে, ২০১৮ সকাল ১০:৩৮



বাংলা বানান অনুশীলন
পর্ব_০১
হৃদয়ে রেখে ভাষার প্রীতি,আসুন শিখি শুদ্ধ বানানরীতি।
.
#প্রাককথন
বাংলা ভাষা বাঙালি জাতির মা বললে বিন্দুপরিমাণ অত্যুক্তি হবে না। তাই মাতৃভাষা ভুল করা মানে মায়ের প্রতি অসদাচরণ করা। নিজের সন্তান যদি তার মায়ের প্রতি অসদাচরণ করে, তাহলে অন্যরা কি তার মায়ের প্রতি সদাচরণ করবে? অর্থাৎ আমরা আমাদের ভাষা বলতে কিংবা লিখতে যদি অহরহ ভুল করি তাহলে ভারত, পাকিস্তান কিংবা নেপালের লোকেরা কি বাংলা ভাষার প্রতি সদাচরণ করবে? অবশ্যই না, বরং উপহাস করবে ! তাই মায়ের প্রতি যাতে আমাদের সন্তানদের অসদাচরণ না হয়, সে জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এখান থেকে কেউ অণুপরিমাণ উপকৃত হলে আমার শ্রম সার্থক বলে বিশ্বাস করি।
.
অনেক কথায় হলো আসুন এবার আমাদের মূল বিষয়ে ফিরে যাই।
আপনারা জানেন, ভাষা একটি চলমান প্রক্রিয়া। তাই প্রতিনিয়ত যেমন এর শব্দভান্ডার সমৃদ্ধ হচ্ছে , আবার ব্যাপকহারে এর পরিবর্তন ও পরিবর্ধনও হচ্ছে। সে জন্য আমাদের মতো সাধারণ মানুষ তো বটেই,শিক্ষিতজনেরাও মাঝে মাঝে শব্দের শুদ্ধতা নিরূপণে বিপাকে পড়ে যান। এর পরিপ্রেক্ষিতেই বাংলা একাডেমিসহ বিভিন্ন পণ্ডিতজন ভাষার শুদ্ধতার জন্য অসংখ্য গ্রন্থ প্রণয়ন করছে। আজ আমরা সেগুলো থেকে কিছুর আলোচনা করব।
.
বানান কী?
বানান শব্দের উৎস হলো সংস্কৃত শব্দ 'বর্ণন' [description or spelling] অর্থাৎ, অন্তর্গত বর্ণসমূহের বিশ্লেষণকে বানান বলে।
মনে রাখা ভালো,বাংলা ভাষায় মোট শব্দ সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। তার মধ্যে প্রায় ৫৫ হাজার তৎসম বা সংস্কৃত , ২ হাজার ৫শ আরবি-ফারসি, ৮শ ইংরেজি , ৪শ তুর্কি এবং ১শ ৫০টি পর্তুগিজ ও ফরাসি শব্দ রয়েছে। বাদ বাকিগুলো তদ্ভব ,দেশি ও অন্য বিদেশি শব্দ।
.
আজ আমরা জানব এমন কিছু শব্দ যে শব্দগুলো খুবই প্রচলিত কিন্তু মারাত্মাক ভুল।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কী সে শব্দ গুলো।

মোঃ, মোহাঃ, মুঃ, ডাঃ, ডঃ,বিঃদ্রঃ, (সাঃ), (রাঃ),(রহঃ), (আঃ) ইত্যাদি। এই শব্দগুলোর মাঝে সংক্ষেপকরণের জন্য ব্যবহৃত বিসর্গ ( ঃ ) বহুল প্রচলিত ভুল প্রয়োগ। প্রকৃতপক্ষে বিসর্গ একটি পৃথক বর্ণ; কোনো সংক্ষেপকরণ-চিহ্ন নয়। আসলে বিসর্গ দিয়ে যদি আমরা লিখি তাহলে এর অর্থ দাঁড়াবে মোহ্‌,ডাহ্‌, ডহ্‌,বিহ্‌,দ্রহ্‌।যা সত্যিই হাস্যকর। প্রমিত বাংলা নিয়মে একবিন্দু (.)-কে সংক্ষেপকরণ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তাই এখন থেকে আমাদের লিখতে হবে_মো. মোহা. মু. ডা. ড. এবং বি.দ্র. । আর উক্ত শব্দগুলো এভাবে লেখায় বাঞ্ছনীয়।

আগামীতে - ভবিষ্যতের কোনো বিষয় বা কাজ প্রকাশে অনেকেই 'আগামীতে' শব্দটি ব্যবহার করে থাকেন। আসলে এটি একটি ভুল শব্দ। শুদ্ধ হচ্ছে আগামী দিনে বা ভবিষ্যতে। যেমন: আগামী দিনে আমি কাজটি করব !
পরবর্তীতে - এটিও একটি ভুল শব্দ। যার কোন অর্থ নেই। লিখতে হবে পরবর্তীকালে/সময়ে।
শুধুমাত্র ভুল, হবে শুধু । কেননা,শুধু অর্থ মাত্র। মাত্র অর্থই শুধু।
কেবলমাত্র লিখাও ভুল, লিখতে হবে কেবল। কেননা, কেবল অর্থ মাত্র আর মাত্র অর্থ কেবল।
দেশী নয়, দেশি; কিন্তু দেশীয়।
ইসলামী নয়, -- ইসলামি।[ প্রমিত নিয়মে অর্ধতৎসম শব্দে ই-কার বসবে]
বেশী নয়, বেশি। [বেশী মানে বেশভূষা আর বেশি মানে অধিক]
উপাধী নয়, উপাধি।
আটক বোঝাতে বন্দী নয়,বন্দি হবে।[ বন্দী অর্থ বন্দনা, আর বন্দি অর্থ আটক]
হজ্জ্ব কিংবা হজ্ব নয়, শুধুই হজ।
জরুরী নয়, জরুরি।
মডার্ণ নয়, মডার্ন ।[বিদেশি শব্দে ণ-ত্ব, ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়]
ফার্ণিচার নয়, ফার্নিচার । [ বিদেশি শব্দ]
পোষ্ট নয়, পোস্ট। [ " ]
ষ্টোর নয়,স্টোর। [ "
ষ্টেশন নয়, স্টেশন। [ " ]
লিষ্ট নয়, লিস্ট। [ '' ]
বাসষ্ট্যান্ড নয়, বাসস্ট্যান্ড। [ '' ]
রেষ্টুরেন্ট নয়, রেস্টুরেন্ট। [ " ]
এই জাতীয় অর্থাৎ বিদেশি যতগুলো শব্দ আছে, সেগুলোতে মূর্ধন্য-ষ না হয়ে দন্ত্য-স হবে।
.
আজ এপর্যন্তই । পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন বলে আশা রাখি। আর এ-ব্যাপারে কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

গ্রন্থসূত্র:
১। খটকা বানান অভিধান
২। প্রমিত বাংলা লেখার নিয়মকানুন
৩। প্রথম আলো ভাষারীতি
৪। বাংলা বানান কোথায় কী লিখবেন
৫। বাংলা একাডেমি প্রমিত বানানরীতি

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:২৬

মাআইপা বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। লিখতে থাকুন।
শুভ কামনা রইল।

০১ লা মে, ২০১৮ দুপুর ২:০২

মাকামে মাহমুদ বলেছেন: জি অবশ্যই,
আন্তরিক ধন্যবাদ।

২| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

কাওসার চৌধুরী বলেছেন: @মাকামে মাহমুদ, সামুতে স্বাগতম। বানান নিয়ে আপনার লেখাটি পড়ে ভাল লাগলো। নিয়মিত লেখেন। ভাল ব্লগারদের পোস্টে যুক্তিপূর্ণ কমেন্ট করুন। এতে সবার সাথে পরিচিতি বাড়বে। ফলে সেইফ হতে সহজ হবে।

শুভ কামনা আপনার জন্য।

০১ লা মে, ২০১৮ রাত ৮:০৯

মাকামে মাহমুদ বলেছেন: জি, @কাওসার_চৌধুরী ভাই।
অবশ্যই আমি আমার চেষ্টা অব্যাহত রাখব। আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রেরণা ও পরামর্শমূলক কমেন্ট করার জন্য। আশা করি সব সময় এভাবে প্রেরণা ও পরামর্শ দিয়ে যাবেন।

৩| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:০৫

পবন সরকার বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মাকামে মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: প্রাককথনটি ভাল লেগেছে।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! হ্যাপী ব্লগিং!
আমরা যারা পুরনো দিনের মানুষ, আমাদের কাছে এসব প্রমিত বাংলা নিয়মের অনেক কিছুই গ্রহণযোগ্য মনে হয়না। তাই আমরা এতকাল যে বানান শিখে এসেছি এবং যে বানানে লিখে এসেছি সেগুলোই হয়তো আরো অনেকদিন ধরে লিখতে থাকবো। যেমন আগামীতে, পরবরতীতে, এসব শব্দ জনসাধারণের কথ্য ও লিখিত ভাষায় বহুদিন ধরে চলে এসেছে। এমনকি মিডিয়াতেও এগুলো এন্তার আকছার ব্যবহৃত হচ্ছে। এগুলোকে হঠাৎ করে ভুল গণ্য করে বাদ দিয়ে ফেলা সহজ হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.