নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মতো মানুষ হতে চাই।

মাকামে মাহমুদ

বাংলাকে ভালোবাসি । তাই বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ে কিছু করার স্বপ্ন দেখি। যার পরিপ্রেক্ষিতে এই প্রজন্মকে শুদ্ধ বানান চর্চায় আগ্রহী করতে আজীবন প্রচেষ্টা চালাব।

মাকামে মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা বানান অনুশীলন-০২

১০ ই মে, ২০১৮ রাত ১১:০৯



বাংলা বানান অনুশীলন
পর্ব__০২
হৃদয়ে রেখে ভাষারপ্রীতি, আসুন শিখি বানানরীতি ।

আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো বেশি ব্যবহার করি, সেগুলো সম্পর্কে আজ জানব।
জেনে রাখা ভালো, আজকের পর্বের বেশিরভাগ শব্দ বিদেশি। আর আমরা ইতোপূর্বে জেনেছি যে, প্রমিত নিয়মে বিদেশি শব্দে দীর্ঘ ই-কার হয় না, হ্রস্ব ই-কার হয়। তাই নিচের শব্দগুলো এভাবে হ্রস্ব ই-কার দিয়ে লেখা শুদ্ধ।

লিখব না______ লিখব

দামী নয়, দামি।
দাবী নয়, দাবি
বাড়ী নয়, বাড়ি ।
গাড়ী নয়, গাড়ি ।
রুপালী নয়, রুপালি ।
সোনালী নয়, সোনালি ।
স্বর্ণালী নয়, স্বর্ণালি ।
লটারী নয়, লটারি ।
গ্রীক নয়, গ্রিক ।
গ্রীস নয়, গ্রিস ।

গীবত নয়, গিবত ।
গরীব নয়, গরিব ।
এক্ষুণি নয়, এক্ষুনি ।
কেরানী নয়, কেরানি ।
কলোনী নয়, কলোনি ।
কয়েদী নয়, কয়েদি ।
উজীর নয়, উজির ।

ভীড় নয়, ভিড় ।
জারী নয়, জারি ।
ডিগ্রী নয়, ডিগ্রি ।
ডিঙ্গী নয়, ডিঙি ।
জীবি নয়, জীবী ।
জঙ্গী নয়, জঙ্গি ।
জবানবন্দী নয়, জবানবন্দি ।

জানুয়ারী নয়, জানুয়ারি ।
ফেব্রুয়ারী নয়, ফেব্রুয়ারি ।
ডায়েরী নয়, ডায়েরি ।
ডাইনী নয়, ডাইনি ।
পন্থি নয়, পন্থী। যেমন: ইসলামপন্থী ।
চিরুনী নয়, চিরুনি ।
চাঁদনী নয়, চাঁদনি ।

আজ এ-পর্যন্তই । আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন বলে আশা থাকি । আর হ্যাঁ, কমেন্টে যেকোনো পরামর্শ বা মতামত আন্তরিকতার সহিত গ্রহণ করা হবে ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ২:২১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ঈ-কার উঠে গিয়ে ই-কার হয়েছে বানান সহজিকরণের লক্ষ্যে নাকি সহজীকরণের লক্ষ্যে? কিংবা কী কারণে?
পন্থি নয় পন্থীতে এসে হোঁচট খেলাম। তারপর আবার একই পথ। যৌক্তিক কোন সূত্র আছে কী?
আমি পড়েছি ঈ-কার আর ই-কার এর মাঝ জেনারেশনে, অবস্থাটা সঙ্গিন।

উপকারি পোষ্ট। ভাল লেগেছে।
পরের পোষ্টের অপেক্ষায় রইলাম।
শুভ কামনা।

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

মাকামে মাহমুদ বলেছেন: সহজীকরণের কথায় তো ব্যাকরণ বিশারদ্গণ বলছেন । আর পন্থী এবং পন্থি নিয়ে বানান বিশারদগণ এবং ব্যাকরণ বিশারদ্গণের মতপার্থক্য পরিলক্ষিত হয়।

২| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

মাকামে মাহমুদ বলেছেন: সহজীকরণের কথায় তো ব্যাকরণ বিশারদ্গণ বলছেন । আর পন্থী এবং পন্থি নিয়ে বানান বিশারদগণ এবং ব্যাকরণ বিশারদ্গণের মতপার্থক্য পরিলক্ষিত হচ্ছে।

৩| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৪৩

মাআইপা বলেছেন: “দীর্ঘ ই-কার এবং হ্রস্ব ই-কার” সমাধান পোস্ট ভাল হয়েছে। তবে সব সময় মনে থাকে না, এই যা সমস্যা।
কোন শব্দ কোন ভাষা থেকে আগত পাশাপাশি লিখলে বুঝতে সুবিধা হতো।

শুভকামনা রইল

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

মাকামে মাহমুদ বলেছেন: জি, আগামী পর্বে আপনার এই বিষয়টি খেয়াল রাখা হবে। ইনশাআল্লাহ । আন্তরিক ধন্যবাদ ।

৪| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:০১

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মাকামে মাহমুদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.