নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মতো মানুষ হতে চাই।

মাকামে মাহমুদ

বাংলাকে ভালোবাসি । তাই বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ে কিছু করার স্বপ্ন দেখি। যার পরিপ্রেক্ষিতে এই প্রজন্মকে শুদ্ধ বানান চর্চায় আগ্রহী করতে আজীবন প্রচেষ্টা চালাব।

মাকামে মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার প্রতি আমাদের এই মানসিকতা কি আদৌ পরিবির্তন হবে?

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০১



অফিস শেষ করে বাসায় উদ্দেশ্যে কোমল পরিবহন ওঠলাম। লক্ষ্য চিটাগাংরোড । গাড়িও যথারীতি তার নিজ গতিতে চলছে । পথিমধ্যে আমি ব্যাগ থেকে "খটকা বানান অভিধান" বইটি বের করে পড়া আরম্ভ করলাম । দেখতে দেখতে যাত্রবাড়ি চলে এলাম ।


হঠাৎ পাশ থেকে এক ভদ্রলোক বলে ওঠল; এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞেস করতে পারি ?
আমি: জি, নিশ্চয় বলুন ।
ভদ্রলোক: আপনি কোথায় পড়েন?
আমি: জামেয়া-ই কাসেমিয়ায় ?
ভদ্রলোক: ভ্রুকুঞ্চিত করে বলল, মাদরাসার স্টুডেন্ট?
আমি: জি ।
ভদ্রলোক: আমি জেনারলি কোথাও কাউকে বাংলা অভিধান পড়তে দেখি নাই । তাই প্রশ্নটা করলাম ।
আমি: আসলে আমি বাংলাভাষা এবং বানানে খুবই দুর্বল । তাই একটু শিখার চেষ্টা করছি । আর বাঙালি হিসেবে তো আগে বাংলাকেই আয়ত্ত করতে হবে ।
ভদ্রলোক: ঠিক আছে ভালো । মনে কিছু নিবেন না।
আমি: আরে না । মনে কিছু নেওয়া কী আছে ।

আচ্ছা আপনাদের কি হয়, এই ভদ্রলোক যদি আমার হাতে ইংরেজি বা কুরিয়ান কিংবা জাপানি ভাষার কোনো বই পড়তে দেখত, তাহলে আমাকে এভাবে ভ্রুকুঞ্চন করে প্রশ্ন করত? আমার তো মনে হয় মোটেও না ।

এই যদি হয় বাংলাভাষা শিখার ব্যাপারে বাঙালির প্রান্তিক অবস্থা । তখন বাকিটা কবি আব্দুল হাকিমের ভাষায় শুনি,
"যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
যে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশি ভাষা উপদেশ মনে হিত অতি।"

কবির কবিতা থেকে শিক্ষা নিয়ে মাতৃভাষার প্রতি এহেন হীন মানসিকতা পরিবর্তন করি। এবং সাথে এটাও স্বরণ রাখি ভিনদেশি ভাষা শিখার আগে নিজের মাতৃভাষা শিখি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.