![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ছাগুদের মুখ চেপে ধরতে চাই যেন তারা ম্যাৎকার দিতে না পারে, তাদের পশ্চাদ্দেশে খড় ঠেলে দিতে চাই যেন তারা ল্যাদাতে ও ব্যবহৃত হতে না পারে, তাদেরকে খাসি রূপে দেখতে চাই যেন তারা বংশবিস্তার না করে গায়গতরে বাড়তে পারে।
‘কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না।’- গোলাম আযম, ৭১ সালের ৩১ আগস্ট।
'কোন ভালো মুসলমান তথাকথিত শাহবাগ আন্দোলনের সমর্থক হতে পারে না।'- জামায়াতে ইসলামী, ২০১৩।
চট্টগ্রামে প্রেসক্লাবে হামলা। নিউজ চ্যানেলের অফিসে হামলা। পুলিশ এখনো সাধারণ মুসল্লিদের বেরুনোর পথ করে দিচ্ছে।
প্রজন্ম চত্বর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যর লাশ মতিঝিলে। সাংবাদিকদের গুলি করার রিভলভার কাদের? হঠাৎ একাত্তর, হঠাৎ চোদ্দই ডিসেম্বর।
গাজীপুর, টঙ্গী, রাজশাহীতে ভেঙে গেছে গণজাগরণ মঞ্চ। বাঙালীর বুক ভাঙেনি। একাত্তর নেমে এসেছে বাঙালির বুকে।
ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মুহূর্তে অপপ্রচার করে উত্তেজিত করা হয়েছে। জামাত শিবির আড়ালে থেকে সাধারণ মুসলমানদের ক্ষেপিয়ে তুলেছে। অথচ এই গণজাগরণ ধর্মের বিরুদ্ধে নয়। ইসলামের বিরুদ্ধে নয়। এই মঞ্চগুলো থেকে কখনো মহানবী হজরত মোহাম্মদ ( সা: ) কে অবমাননা করা হয়নি।
গণজাগরণ বাংলার সকল ধর্মের সকল মতের সকল দলের মানুষের। এই জাগরণ একাত্তরের শত্রুদের বিরুদ্ধে। জামাত শিবির আর ইসলাম কখনো এক নয়। একাত্তরে জামাত শিবির যে ত্রিশ লাখ মানুষ মেরেছিল তাদের বিশ লাখেরও বেশি মুসলমান। যে দুই লাখ নারীকে অবমাননা করা হয় তার চার ভাগের তিনভাগ মুসলমান।
একাত্তরে জামাত শিবির যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান। নব্বই ভাগ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বাংলাদেশের মুসলমান আজকে ইতিহাস ভুলতে পারে না। শত্রু পক্ষকে নিজের পক্ষে নিতে পারে না।
চট্টগ্রামে আহত পাঁচ সাংবাদিক।
ঢাকায় ভেঙে দেয়া হয়েছে সব সংবাদ মাধ্যমের ক্যামেরা। পেটানো হয়েছে সাংবাদিকদের। সাংবাদিক কার গুলিতে গুলিবিদ্ধ হলেন ঢাকায়?
ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে জামাত শিবির। নিজেদের নাম আড়াল করে নানা ব্যানার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।
বাংলাদেশ রক্ষা কর। একাত্তর সালে আট বছর বয়েসি মুসলমান গেরিলা মাটি হাতে নিয়ে বলেছিল, আমি কিছু বলব না। গুলি খেয়ে মারা যাব। এই মাটি আমার মা। মায়ের বুকেই কবর হবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: স্মরণকালের সেরা শক্তি দিয়ে এই জানোয়ারদের প্রতিহত করুন!!!
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: এখানে যে দল গুলো এসেছে এরা জামাত বিরোধী। কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
এদের কারো কাছে পিস্তল বন্দুক নেই। কিন্তু সাত জন সাংবাদিক গুলিবিদ্ধ।
পত্রিকা প্রত্যক্ষ দর্শীরা বলছে সাধারণ মুসল্লিদের উদ্দেশে করা গুলি সাংবাদিকদের গায়ে লেগেছে। কেউ কেউ বলছেন যে মুসল্লিরা হামলা করেছেন। তাহলে প্রশ্ন হল মুসল্লিরা বন্দুকগুলি কোথায় পেল? পুলিশ সরবরাহ করেছে?
এখানে কার কথা উদ্দেশ্য প্রণোদিত?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: পুলিশ নিজেও নিজেকেই গুলি করছে? সাংবাদিক ব্লগার আর পুলিশরা মিলে পতাকা ছিড়ছে, শহীদ মিনার ভাংছে, নিজেরাই নিজেদের উপর বোমা মারছে ভাই?
আপনার একবারও জামাত শিবিরের কথা মনে হল না?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে ছাগীয় প্রপাগান্ডা শুরু হয়ে গেছে দেখছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: আপু উপরের লোকটা ছাগু না। এই জন্য এত দেরি হল কমেন্ট করতে। তিনি মধ্যপন্থী। কিন্তু এখন কোন একটা পক্ষ নিয়েছেন।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
মামুন হতভাগা বলেছেন: জেগে আছি,থাকব।জামায়াত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ না করা পর্যন্ত ঘরে ফিরব না
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
জেগে আছি,থাকব।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
সেয়ানা বলেছেন: সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
এই লিংকে ক্লিক করুন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
হাঁড় = ঘাঁড় বলেছেন: আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
সাবু ছেেল বলেছেন: ব্রেকিং নিউজঃসাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপড় জামাত-শিবিরের অচিন্তনীয় হামলা!স্মরণকালের সেরা শক্তি দিয়ে এই জানোয়ারদের প্রতিহত করুন!!!
Click This Link