![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ছাগুদের মুখ চেপে ধরতে চাই যেন তারা ম্যাৎকার দিতে না পারে, তাদের পশ্চাদ্দেশে খড় ঠেলে দিতে চাই যেন তারা ল্যাদাতে ও ব্যবহৃত হতে না পারে, তাদেরকে খাসি রূপে দেখতে চাই যেন তারা বংশবিস্তার না করে গায়গতরে বাড়তে পারে।
হে কর্মবীর,
আপনি কিছু কর্ম করেছেন। এই কর্ম বীরত্বের কর্ম। বীর ছাড়া এইভাবে আমাদের কেউ বিপথগামী বলতে পারে না। আমরা গাঁজা খেলে আপনি কিছু বলতেন না। মদ খেলেও না। তাসপাশা খেললে না। আমরা গোপনে নেটে বসে সানি লিওন দেখলে আপনার কোন আপত্তি ছিল না। ফেসবুকে আমরা লক্ষ লক্ষ কোটি ঘন্টা অপব্যায় করি। আপনি কিছু বলেননি।
আজকে নিজের নিজের পেশা ছেড়ে, পড়ালেখা শিকায় তুলে, জীবন বাজি রেখে আমরা বাংলাদেশের উপর অত্যাচারের পূর্ণ বিচার চেয়ে রাস্তায় নেমেছিলাম জনাব।
জনাব আমরা শুধু এটুকু বলেছিলাম, সাড়ে তিনশত হত্যা প্রমাণিত হলে ওই অপরাধীর ফাসি প্রাপ্য। আমরা শুধু এটুকু বলেছিলাম, যারা একাত্তরের হাতিয়ার আবার বাংগালির উপর চালাতে চায় তাদের নিষিদ্ধ কর। বলেছিলাম, আমাদের দেশকে কেন তোমরা দুই মাস ধরে গৃহযুদ্ধে ঠেলে দেয়ার হুমকি দিচ্ছ?
জনাবেষু, এতে আমাদের পাপ হয়েছে। রাতে সানি লিওন না দেখে বুক চিরে বাংলা মাকে ভালবেসেছি। এতে আমাদের অপরাধ হয়েছে। আমরা বিপথগামী।
হে সুহৃদ,
আমরা মানপত্রে আজীবন মুখে বলে এসেছি সুহৃদ। কিন্তু কখনো সুন্দর হৃদয়ের দেখা পাইনি। সুহৃদ, আপনার হৃদয় আজকে বাংলাদেশের পোড়া পতাকার চিত্র হয়ে রইল। আপনার হৃদয় আজকে ভাংগা সব শহীদমিনার হয়ে রইল। আপনার হৃদয়ের ধ্বণি শুনতে পাই চট্টগ্রামে পাকিস্তান জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়া সব যুদ্ধ শিবিরের সব বীরের মুখে মুখে। আপনার হৃদয় ওইসব পিস্তলের বাঁটে বাঁটে, যেখানে চাপ পড়াতে চৌচিড় হয়ে গেছে দশজন সাংবাদিকের হাড়। আপনার কথা আজকে মলম হয়ে বিঁধে আছে সহকর্মীদের স্প্লিন্টার মাখা গায়ে। বাইতুল মুকাররামের পোড়া কার্পেটের তলায়।
আপনি আজ আমাদের বিপথগামী বলেছেন।
উদারেষু হে,
আপনার ওউদার্য ছাড়িয়ে গেছে সর্বকালের সব বাঁধ। আপনি বলেছেন, আমরা ফ্যাসিবাদী। সেই প্রথম থেকেই বলেছেন। আজো পুনরুচ্চারণ করেছেন। কারণ মাত্র একটা, আমরা ফাঁসি চেয়েছি প্রমাণিত সাড়ে তিনশ হত্যাকারীর, আমরা নিষিদ্ধ চেয়েছি জামাত ও শিবিরের।
আমাদেরকে ফ্যাসিবাদী বলার মাধ্যমে একাত্তরের পাক পবিত্র রাজাকার বাহিনীর প্রতি দেখানো উদারতা জাতি মরে গেলেও ভুলবে না।
হে ক্ষণজন্মা,
আপনি স্বয়ং ক্ষণজন্মা। আপনাকে টিভিতে যারা দেখেছে, এমনকি তারা সবাই ক্ষণজন্মা। কারণ আজ থেকে একশ বছর পর আজকের চার বছর বয়েসি ছেলেটাও বলতে পারবে, জানিস দাদু, আমি মাহমুদুর রহমানের লাইভ টেলিকাস্ট দেখেছিলাম ওই সময়।
আতকে উঠবে নাতি।
প্রিয়তমেষু, আমরাও ক্ষণজন্মা। আমরা নিরো দেখিনি, এজিদ-সীমার দেখিনি, চেঙ্গিস খা, মীর জাফর, ঘষেটি বেগম, রায়দূর্লভ, রাজবল্লভ, হিটলার, গোলাম আযমকেও ইন একশন দেখিনি।
আমাদের পরম সৌভাগ্য প্রিয়তমেষু, আপনাকে দেখেছি।
আর পরমতম সৌভাগ্য, আপনার চোখের তারায় দেখা পেয়েছি তাঁদের।
হে জনসমর্থিত,
মির জাফরকে সমর্থন করা যায়। ঘসেটি বেগমকে সমর্থন করা যায়। এজিদকে সমর্থন করা যায়। বুশকে সমর্থন করা যায়। গোলাম আজমকে সমর্থন করা যায়- তাহলে মাহমুদুর রহমানকে কেন সমর্থন করা যাবে না?
নন্দিতহে, আপনি আমাদের আরো দর্শনদানে বাধিত করুন। আপনার অকরুণ বাণী বারিধারার মত বর্ষিত হোক এই জাতির উপর।
গুণমুগ্ধ,
শাহবাগের বিপথগামী জনতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
হাঁড় = ঘাঁড় বলেছেন: আপনি কি কোন ধারণা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার বিষয়ে, ভাই?
১. একটি দলের অপরাধীদের নয়, পুরো দলেরই বিচার হবে। কারণ জানতে চান কি? (কানে কানে বলে দেই, পুরো দলটা তাদের প্রতিষ্ঠাতার নির্দেশে রাজাকারি করেছিল। ব্যক্তি রাজাকার নিষিদ্ধ হলে দল রাজাকারও নিষিদ্ধ।)
২.আপনাকে কে বলেছে জনাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননাকারীর বিচার হবে না? আমি, ভ্রাতা?
৩. জনাবরে, ভাসানি, মুজিব, জিয়ার পতাকা নাগো জনাব, আমাদের বুকের, আমার মায়ের পতাকা এইটা, এইটা আমার মায়ের শাড়িগো।
৪. আসেন, বুকটা দেখাই। কী করসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা যখন লাইভ চলতেসিল ব্লগগুলায়, সংবাদ মাধ্যমে, তখন? আপনার ধারণা কীভাবে হইল যে, আমার বুকে রক্তক্ষরণ হয়নাই?
আপনি বাংলাদেশের পতাকাকে ভাসানি মুজিব জিয়া পতাকা বলেছেন। দিনের বেলায় কি আপনিও ছিলেন পোড়ানোর দলে?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
রাজুবিডি বলেছেন: এই পুস্ট স্টিকি করা দরকার, সরাসরি প্রিয়তে। ফেবুতে কপি পেস্ট এর অনুমতি দরকার।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
হাঁড় = ঘাঁড় বলেছেন: একশো কোটিবার কপিপেস্ট করতাসেন না কেন?
আমি আপনার ভাই না নাকি?
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬
সালাউদ্দিন আহমেদ বলেছেন: লেখক সংযুক্ত করতে পারেন্।।
হে বন্ধুবর
রাতে চটি না পড়ে যুদ্ধাপরাধীর বিচার চেয়ে পাপ করেছি। আমরা ভুল করেছি হে মহামানব, আমরা হত্যার বিচার চেয়েছি।
হে মহাজ্ঞানী,
বাংলা দামাল ছেলেরা ৭১রে ভুল করেছিল, তাই বাংলা স্বাধীন, তাই বাংলা পাকিস্তানের ন্যায় ধ্বংশযজ্ঞ নয়। তাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে আমরা ভুল করেছি, আমাদেরকে বুঝাতে আসুন, আমাদের ভুল ভাংগিয়ে যান।
হে প্রিয়তমেষু,
বাংলার নাদান ছেলেরা, অবুঝ, জানেনা সঠিক ইতিহাস। তুমি জ্ঞান দাও গুরু সঠিক পাকিস্তানের জ্ঞান। যারা তাদের বইতে লিখেছে, বাংগালীরা ভারতের দালাল.।
আমাদের শিক্ষা দান করুন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাইরে, আপনার আমার মানপত্র দেখে স্পষ্ট বিশ্বাস হইল,
মাহমুদুর রহমানের মান কেউ ক্ষয় করতে পারবে না। তিনি জনসমর্থিত নাকি, এমনটা বলা হয়।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
বাঁশ বাগান বলেছেন: আসিফ মহিউদ্দিন এর ব্লগ, শুরুতেই আছে : অবিশ্বাস দীর্ঘজীবী হোক। তারপর আছে "আমাদের যুক্তিশূন্য ঈশ্বর নামেই শুধু সর্বক্ষমতাবান, বাস্তবে নির্বীর্য"।
http://www.somewhereinblog.net/blog/realAsifM
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: জনাব, ওই ধরনের মনুষ্য এক একজন মানসিক রোগী। আগে তাহাদিগকে সুস্থ করে তারপর বাংলাদেশের আইনে বিচার করা প্রয়োজন-
এই কথা বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
বাঁশ বাগান বলেছেন: ছেলেমেয়েরা আগের জামানার মতো মা-বাবার কথা শোনে না। তারা পড়ালেখা না করেই জাতীয় বীর হতে চায়। তারা নাকি আগামী দিনের রাষ্ট্র নায়ক হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক ও শহীদ হবে। শহীদ হলে জাতীয় পতাকা ও সেল্যুট দিয়ে দাফন করা হবে। তারা জানাজা চায়, দাফন হতে চায়, আবার নাস্তিকও হতে চায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: তাই নাকি? তাহলে জনাব,
ওইসব ছেলেমেয়ের বিশ্বাস স্থির নয়, অবিশ্বাসও স্থির নয়।
ঘৃণার্হ্য ওইসকল ছেলেমেয়ে, যারা নাস্তিকও হতে চায় আবার নিজের জানাযাও চায়।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
সেচ্ছাসেবক বলেছেন: হা হা হা ...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাল থাকুন বাইডি।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
রাজুবিডি বলেছেন: @ যা বলার বলবো , ১। কেন কেবল একটি দলের অপরাধির বিচার হবে?
সকল দলের অপরাধিদের বিচার করতে কে নিষেধ করেছে? ট্রাইবুনালে গিয়ে কেস করেন না কেন, যদি সরকার কেস গ্রহন না করে তহলে তো আম্রা দেখতে পেতাম যে আওয়ামীলীগ যুদ্ধাপরাধী নামে বাটপারি করতেছে।
২ । কেন রাসুল(সঃ) কে নিয়ে কুৎসিত রচনার বিচার হবে না?
অবশই বিচার হতে হবে, এই ধরনের ব্লগার প্রতি ৫০০০০ হাজারে একজন, অবশ্যই এদের বিচার এর আওতায় আনা উচিত। কিন্তু তাতে বাকী ৪৯৯৯৯ জন ব্লগারকে দায়ী করা উচিত নয়। আর একজন নাস্তিক অপরাধ করেছে এই জন্য গোলাম আজম নিস্পাপ হয়ে যায়না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
হাঁড় = ঘাঁড় বলেছেন: এইভাবে এগিয়ে যেতে হবে। এইভাবে এক প্রশ্নের জবাব দুইজন দিতে হবে।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
রাজুবিডি বলেছেন: গত বিএনপি সরকারের সময় উনি জ্বালানী উপদেস্টা ছিলেন আর ভারতে গ্যাস বিক্রি করার জন্য এই মহান দেশপ্রমিক জাতিকে গ্যাস মজুদের ভুল তথ্য দিয়ে বলেছিলেন ৫০ বছরের গ্যাস মজুদ আছে। এখন কয়েক বছরের মাথায় বাংলাদেশ নিজেই মিয়ান্মার থেকে গ্যাস আমদানির চিন্তা ভাবনা করছে !!! উত্তারা ষড়যন্ত্রের মহান নায়ক, নিয়ম প্রটোকল ভংগ করে আমলাদের নিয়ে মিটিং করতে গিয়ে ধরা খেয়ে ততকালীন ক্ষমতাশীন বিএনপির পুটু মেরে দিয়েছিলেন এই মহান বীর। ওই সময় আওয়ামি লীগ নির্বাচন ষড়যন্ত্রের দাবী করেছিল আর মাহমুদুর রহমান তাদের সেটি প্রমান করার সুযোগ করে দিয়েছিল!! তিনি এত সত লোক !! গোপনে বসে ষড়যন্ত্র ও করেন আবার মুখে সত্যবাদী দাবীও করেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
হাঁড় = ঘাঁড় বলেছেন: ইনাদের কাজ মাত্র একটা, নিজ নিজ মতাদর্শের ওই যে কি যেন বললেন, ওটা হত্যা করে দেয়া। তার এই ভূমিকায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্চে, ব্যারিস্টার মৌদুদীর ভূমিকায় ক্ষতিগ্রস্ত হচ্চে। কে বোজাবে কার কতা।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
বাদল দিনের গান বলেছেন: চুদুর বুদুর রাম্মান আপনার এই মান পত্র পইরা গর্ভে গর্ভে একদিনেই দশ মাসের গর্ভবতী হইয়া যাইব!
জয় বাংলা!
সব রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলা চাই!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাইজানের কমেন্টটা কানের পাশ দিয়া গেল। যাইতে যাইতে লতিতে ছোট্ট একটা ছিদ্র কইরা ঝুইলা পড়ল। তয় আমার না।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১
সুপারনোভা ০০৭ বলেছেন: এই বেজন্মা কুত্তার বাচ্চাকে এখনো কেন গ্রেফতার করা হল না ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
হাঁড় = ঘাঁড় বলেছেন: যদি কেউ কথা না কয়, ওরে ও-রে ও অভাগা কেউ কথা না কয়!
যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয়-
তবে বজ্রানলে...
বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে আপনি জ্বলো রে।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
অনা-বিল বলেছেন: রাজীবের মত একজন ধর্মবিদ্বেষী ব্যাঙ্গকারীকে আমরা দিয়েছি পবিত্র "শহীদ" উপাধি । গ্রহণ করেছি তাকে আমাদের এই আন্দোলনের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে । আমরা লাখো জনতা মিলে ইসলামের নবীর শিখানো তরীকা অনুযায়ী পড়েছি তার জানাজা , যে নবীকে নিয়ে ভাষায় প্রকাশ করার মত এমন সব "মহান বাণী" তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য , তার লেখনীর মাধ্যমে ।
এখনো সেই শহীদের প্রতি লাখো সালাম জানিয়ে তার মহান ছবি ধারণ করে রেখেছি , আমাদের ব্লগের পাতায় এবং আমাদের হৃদয়ের খাতায় ।
তবে সাধারণ দৃষ্টিতে নয় , দেখুন অন্তরদৃষ্টি দিয়ে আমাদের এই আন্দোলনের সাথে নাস্তিকতার কোন সম্পর্ক নেই ।
এডিট করে এগুলোও যোগ করে দেন ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
হাঁড় = ঘাঁড় বলেছেন: কথাগুলা আপনের?
তাইলে আপনের মানপত্রে যোগ করেন।
নাস্তিকরা এসেছিল আন্দোলনে। সুযোগ মত একজন বাজে ভাষার নাস্তিককে খুন করে আপনারা চমৎকারভাবেই না মোড় ঘুরিয়ে দিলেন!
লোকটার পাপ তার সাথেই আছে, বোকামি করে লাফিয়েছে কিছু মানুষ। মূল্যবান বক্তব্য এইটুকুই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: পোস্টের মুল বিষয়ে কিছু কন। শুইনা পরান জুড়াই।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আচ্ছা সকাল থেকেই এই মাসুদুর না কি যেন নাম লোকটার কথা শুনতেছি খালি । কিন্তু বুঝতেছি না কিছুই । কেউ কি বুঝায়া দিবেন আমাকে প্লিজ ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: মানপত্র তে আছে তো। আর কি বলব
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
দায়িত্ববান নাগরিক বলেছেন: মাচুদুরকে থাব্রাইতে মন চায়!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
হাঁড় = ঘাঁড় বলেছেন: মানী লোককে মানপত্র দিন। আসুন, আমরা থাবড়া গরিব রিকশাওয়ালা আর টোকাইদের জন্য সেভ করে রাখি।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
রাফা বলেছেন: আপনার বাঁশটা মনে হয় বাঁশ বাগানে গিয়ে লেগেছে!
হে মহান আমাদের ধন্য কর সংগ্রামের মত সংগ্রামি ভুমিকা গ্রহণ করে।
জয় বাংলা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
হাঁড় = ঘাঁড় বলেছেন: বাঁশবাগানের মাথার উপর চাঁদ উটেচে ওই
গানটার কতা মনে পড়চে।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
অনা-বিল বলেছেন: আপনার পোস্ট চমৎকার হয়েছে । সময়োপযোগী একখানা মানপত্র হয়েছে । একখানা লাইকও দিয়ে গেলাম ।
বাট বলেন দেখি , এই নাস্তিককে স্যালুট করে আমাদের এখন কী উপকারটা হচ্ছে ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাই আপনি-আমি কি কোন ধর্মবিদ্বেষী নাস্তিককে সেলুট করছি? তাহলে ভুল করছি আমরা।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
মেহেদী সুমন বলেছেন: এই পাকি দালাল চুদুর বুদুরে ২৪ ঘন্টার আল্টিমেটামটাও গিল্লা ফালাইল মনে হয় ।
শাহবাগে আইনা উনাকে এই মানপত্র পাঠ করে সন্মানিত করা হোক ।
আল্লাহ সকল কে সত্য জ্ঞানার্জনের তৌফিক দান করুন । বেঈমান দের চিনার খমতা দান করুন ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
হাঁড় = ঘাঁড় বলেছেন: চোখ খুলবে না। একমাত্র আল্লাহ যদি ওদের জন্য হেদায়াত রাখেন তাহলেই হবে। কারণ তারা সত্যকে মিথ্যার আড়ালে ঢাকে। এই শ্রেণীকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখার কথা রাসূল সা: বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
যা বলার বলবো বলেছেন: খুব সাহিত্যিক ভাষায় তাকে বাঁশ দিলেন। কিনতু সুকৌশলে এড়িয়ে গেলেন ,
১। কেন কেবল একটি দলের অপরাধির বিচার হবে।
২। কেন রাসুল(সঃ) কে নিয়ে কুৎসিত রচনার বিচার হবে না।
৩। ভাসানি/মুজিব/জিয়া/পতাকাকে অপমান করা হলে হ্দয়ে রক্তক্খরণ হয়, রাসুল(সঃ) কে নিয়ে কিছু বললে হ্দয়ে রক্তক্খরণ হয় কি ?