![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু একটু করে জেগে ওঠে ভালোবাসা
সেতো নয় কোনো কুড়িয়ে পাওয়া ফুল
সে যে কুড়িয়ে পাওয়া বিরাট সৌভাগ্য ।
প্রথম দেখা
প্রথম কথায়
মিশে থাকে ভালোবাসায়
নিদারুণ বাস্তবতা
করে তোলে জীবনটাকে বিষাদময় ।
ঘুম হারা দুটি চোখ
চায় একটু ক্লান্তির পরশ
তবু সে পায় না
পায় না তার প্রিয় জিনিষটিকে ।
বাক্যহীন মুখগুলির অর্থহীন সংলাপ
হয়ে যায় অর্থময় ,
তাতেই যে হয়
সুখের কাছে বিষাদের পরাজয় ।
ডায়রীর কোনায় জমিয়ে রাখা ফুলগুলো
শুকাতে চায় ,
একটু একটু করে গড়ে তোলা ভালোবাসা
শুকাতে পারে না ,
ফুলই যদি হতো ভালোবাসার নাম
তবে ফুল শুকিয়ে যেতো
তবু ভালোবাসা শুকাতো না
কারণ এযে এক চিরঞ্জীব অনুভূতি …..
©somewhere in net ltd.