নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাক্কা ভুত

স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়।

মামদোভুত

্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্

মামদোভুত › বিস্তারিত পোস্টঃ

আমাদের সময় পত্রিকা ছাপালো সাঈদীর ফোনসেক্সালাপ কাহিনী!

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

মেশিন চলবেঃ Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

আমাদের ইয়াহু বলেছেন: বিষয়টা যে ভুয়া আজকের সংখ্যায় তা ছেপেছে। সেটাও আপনি উল্লেখ করতে ভুলে গেছেন। এরকম ভুল করা উচিৎ নয়।
View this link

০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

মামদোভুত বলেছেন: কিরে ছাগুর বাচ্চা!

নিজের বাবার পক্ষে তো দেখছি সেই গতকাল থেকে ল্যাদাচ্ছিস!

কেন? তোর বাবা কি সেক্স করতে পারেনা?

তোর বাবার কি মেশিন নাই?

০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

মামদোভুত বলেছেন: বিষয়টা ভুয়া কোথায় লেখা আছে দেখা?

ছাগল, সারাজীবন ছাগলই থেকে গেলি।


২| ০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

তন্দ্রামোহ বলেছেন: আমাদের ইয়াহু বলেছেন: বিষয়টা যে ভুয়া আজকের সংখ্যায় তা ছেপেছে। সেটাও আপনি উল্লেখ করতে ভুলে গেছেন। এরকম ভুল করা উচিৎ নয়। একমত

০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

মামদোভুত বলেছেন: কেন? তোর বাবা কি সেক্স করতে পারেনা?

তোর বাবার কি মেশিন নাই?

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

এস এম রুবাই বলেছেন: ছাগু দুইটার পাছায় লাত্থি মারি!

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

লোনলিফাইটার বলেছেন: মেশিন ২০১৩ সালে কেটে দেওয়া হবে ;) ;) ;) B-)) B-)) B-)) B-)) !:#P !:#P !:#P ডাইরেক্ট কবর B-)

০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

মামদোভুত বলেছেন: :D :D :D

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮

তন্দ্রামোহ বলেছেন: সম্প্রতি অনলাইনের আলোচিত বিষয় গুলোর একটি হচ্ছে আল্লাম দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে প্রচারিত বিতর্কিত অডিও সংলাপ। বিষয়টি নিয়ে আমার এক বড় ভাইয়ের সাথে রেগুলার আলোচনা হয়। তাকে যখন বলা হলো কন্ঠ নকল করার জন্য প্রচুর পরিমানে সফটওয়্যার এখন অনলাইনে পাওয়া যায় এটা কোন ব্যাপার নয়। তিনি তখন জবাব দিলেন কন্ঠতো মূল ফ্যাক্ট নয়, আনুষঙ্গিক অনেকগুলো ব্যাপার আছে, সেই প্রেক্ষিতেই এই লেখাটির অবতারণা।

এবার আসা যাক মূল প্রসঙ্গে, আমরা সাঈদী সাহেবের নামে প্রচারিত অডিও নিয়ে আলোচনা করছি একটাই মাত্র কারণে আর সেটি হচ্ছে কন্ঠটি প্রায় সাঈদী সাহেবের মতই, সেহেতু কন্ঠটাইতো মূল ফ্যাক্ট, কন্ঠ না মিললেতো আপনি আমি কেউই জিনিসটা বিশ্বাস করতামনা।

নিচের লিংকে ক্লিক করলে দেখতে পারবেন কিভাবে জর্জ বুশের কন্ঠ নকল করা হয়েছে
Click This Link

আপনি নিজেও এই ধরণের ভূয়া অডিও টেপ তৈরী করতে পারবেন নিচের লিংক থেকে
Click This Link

এবার আসা যাক সেই কথিত অডিও রেকর্ড গুলো র দিকে সিরিয়ালি প্রথম যে অডিও রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সাঈদী সাহেব এক মহিলার সাথে নরমাল পরকীয়া জাতীয় কথা বলছেন।
এর পরের অডিওতেও তাই টুক টাক কথাবার্তা যেখানে আমরা পরকীয়ার আভাস পাই।
এরপরের সিরিয়ালে যে অডিও দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরকীয়ার ব্যাপারটিকে বিশ্বাস যোগ্য প্রমান করতে সাঈদী সাহেবের স্ত্রীর সাথে তার ঝগড়ার অডিও দেয়া হলো।
এখানে শ্রোতাদের মনের খুত খুতে অবিশ্বাসকে দূর করে দেয়া হলো, ব্যাপারটি বিশ্বাসযোগ্য করা হলো।
এবার শ্রোতারা যখন ব্যাপারটি বিশ্বাস করলো তখনী মূল বোমা ফাটানো হলো। পরের সিরিয়ালেই
চরম অশ্লীল সংলাপ যুক্ত একটি কথোপকথন প্রকাশ করা হলো।
সর্বশেষে খেয়াল করলে দেখতে পারবেন, সম্পূর্ণ অপ্রসাঙ্গীক ভাবে এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের সাথে সাঈদী সাহেবের কথোপকথনের অডিও দেয়া হলো। এবং সর্বশেষ আবারো আরো গ্রহণ যোগ্যতা আনার জন্য সৌদী প্রবাসী এক লোকের সাথে সাঈদী সাহেবের কথার অডিও দেয়া হলো।
এবং শেষের দুইটি অডিও মূল ঘটনার সাথে সম্পূর্ণ অপ্রাসাঙ্গীক সেটা একটি শিশুও বুঝতে পারবে। তাহলে অপ্রাসাঙ্গীক অডিও এখানে কেন দেয়া হলো? এটাকি ঘটনাকে বিশ্বাস যোগ্য করার জন্য করা হয়নাই? আর অডিও গুলোর সিরিয়ালও আপনি খেয়াল করলে বুঝতে পারবেন পরিকল্পিত বিন্যাস।

এবার আসি অন্য পয়েন্টে, গোয়েন্দা সংস্থা কিংবা মোবাইল কম্পানী ছাড়া এই অডিও কারো পক্ষ থেকে রেকর্ড করা সম্ভব নয়। গোয়েন্দা সংস্থা যদি মোবাইল হ্যাক করেই থাকে তাহলে বাকি অডিও গুলো কোথায়?
তিনি কি ওই নারীদের সাথে শুধু মাত্র একদিনই কথা বলেছেন?
কোন নারী পুরুশের সাথে যদি অনৈতিক সম্পর্ক থাকে তাহলে সেটা কি একদিনেই তৈরী হয় নাকি দীর্ঘদীনের ধারাবাহিকতায় সৃস্টি হয়? তাহলে অবশ্যই প্রশ্ন জাগবে বাকি অডিও গুলো কোথায়?
নাকি ভূয়া টেপ ৩/৪টা তৈরী করে ষড়যন্ত্রকারীরা ক্লান্ত হয়ে গেছে।
এবার আসা যাক অডিও প্রকাশনার তারিখের দিকে, ইউটিউবের যে একাউন্ট থেকে অডিও গুলো প্রকাশ করা হয়েছে সেটা তৈরী করা হয়েছে ডিসেম্বরের ১৩তারিখে। আর সাঈদী সাহেব জেলে আছে২৯.০৬.২০১০থেকে। এতদিন অডিও গুলো কেন প্রকাশ করা হলোনা? নাকি সরকারের গোয়েন্দা সংস্থার লোক এতদিন বসে বসে আঙুল চুষছিলেন? আর সরকারের গোয়েন্দা সংস্থা কি এতটাই ভীতু যে আমেরিকা থেকে অডিও গুলো আপলোড করতে হবে? বাংলাদেশে কি কম্পিউটার নাই নাকি তখন লোডশেডিং চলছিলো?

০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

মামদোভুত বলেছেন: তোর পোষ্ট তোর পেছন দিয়ে ঢুকিয়ে বসে থাক ছাগুর বাচ্চা! :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.