নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোহিঙ্গাদের স্থান দেবার প্রসঙ্গে কিছুদিন আগে কিছু বান*দ ব্লগে চিল্লাপাল্লা করেছে। দেখ, তোদের বাবারা কি করেছে এবার!
বঙ্গোপসাগরে ১১ জন বাংলাদেশি জেলেকে কুপিয়ে হত্যা করেছে মিয়ানমারের রোহিঙ্গা জলদস্যুরা। পরে ট্রলার ও মাছ ধরার সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাঈদ মিয়া জানান, বরগুনা জেলার সোনাচর দ্বীপ এলাকায় বুধবার এ ঘটনা ঘটে। রোহিঙ্গা জলদুস্যরা জেলেদের হত্যার পর মিয়ানমারে পালিয়ে যাচ্ছিল। উখিয়ার পাটুয়ারটেক নামক স্থানে ইঞ্জিন বিকল হলে ট্রলারটি আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় রবিবার রাত ৯টার দিকে সেখান থেকে হামিদুল হক (৪২) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। ট্রলারটিও নিয়ে আসা হয়েছে।
হামিদুল হক কক্সবাজার পিটিআই স্কুল-সংলগ্ন এলাকায় বাস করেন। তিনি মিয়ানমার বুচিডংয়ের মৃত ছৈয়দ আকবরের ছেলে। উখিয়া থানায় হামিদুল সাংবাদিকদের বলেন, 'বরগুনার পাথরঘাটার বাবুল ও সেন্টুর মালিকানাধীন ট্রলারে মঙ্গলবার ১৬ জন মাঝিমাল্লা মাছ ধরতে বের হন। কিন্তু এর মধ্যে পাঁচজন রোহিঙ্গা জলদস্যু ছিলেন। বুধবার ওই দস্যুরা কিরিচ দিয়ে কুপিয়ে একের পর এক ১১ জেলেকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়। এরপর ট্রলার ও মাছ ধরার সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। রবিবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার জলদস্যু পালিয়ে যায়।
Click This Link
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
ভ্রমন কারী বলেছেন: যে সকল রোহিঙ্গা বাংলাদেশে আছে তাদের অতি দ্রুত ফেরত পাঠাতে হবে, এবং নতুন করে কেউ ঢুকতে চাইলে সোজা গুলি করে দিতে হবে। রোহিঙ্গাদের সাহায্য করতে চাইলে প্রথমে তাদের দেশে ফেরত পাঠানো দরকার এর পর সাহায্য।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
চলতি নিয়ম বলেছেন: লিঙ্ক টা ঠিক করে দেন।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুশীল এবং রোহিঙ্গা- এই দুটোর পেছনে লাথি মারি! অলটাইম!
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
নিয়েল ( হিমু ) বলেছেন: লাথ্যাইতে তো প্রথম থিকাই মন চায় ভাই আজকে থিকা না ।