নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিযবুত ই তাহরীর এর সদস্য (জামাতে ইসলামীর সাথেও এর হাত রয়েছে) চট্টগ্রামের ফেবু ইউজার ও ব্লগার ফারাবী এবার প্রকাশ্যে হত্যার হুমকি দিল নিহত ব্লগার থাবা বাবার জানাযা পড়ানোর ঈমামকে!
ফেবু লিংক!
Click This Link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মামদোভুত বলেছেন: মুখোশধারী নেকড়েই বরং মনে হয় ওরে আমার।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
দুই লাইন বেশি বুঝি বলেছেন: হুমকি দিয়ে শিবির দেশে থাকতে পারবে না
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অপ্রিয় সত্য বলেছেন: http://nuranichapa.wordpress.com/ যাকে থাবা বাবার ব্লগ বলে প্রচার করা হচ্ছে, তার অসত্যতাঃ
ব্লগটি দেখাচ্ছে ২০১২ সালে কিন্তু এলেক্সাতে এর কোন রেকর্ড নেইঃ Click This Link
ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেইঃ http://web.archive.org/web/*/http://nuranichapa.wordpress.com/
কিছু লেখা একই দিনে একই তারিখে লেখা, যা সন্দেহজনক। আপনিই বলুন আপনার একটা ব্লগ থাকলে ৫-৭টা লেখা কি একই দিনে লেখবেন নাকি কয়েক দিন পর পর লেখবেন?
এত সমালোচিত লেখা অথচ একটাও কমেন্ট নেই? কেন? এধরনের একটা লেখা দিলেই তো কমেন্ট এর বন্যা বয়ে যায়।
এর মানে কি? এর মানে WordPress এর এই ব্লগটি ১-২ দিন আগে তৈরী করা, এবং লেখাগুলো আগের তারিখ দিয়ে পাবলিশ করা -হ্যা এটা সম্ভব!
এরপর থাবা বাবার নাম দিয়ে লেখা যেন তার খুনের মামলা চাপা পড়ে যায় আর আমরা তাকে ঘৃনা করি।
তাহলে কে এগুলো লেখলো? অবশ্যই যারা তার খুনের সাথে জড়িত। যদি ২০১২ সালে কেউ এব্যাপারে লেখে থাকে তাহলে তো তার খুন হত ২০১২ সালে তাই না?
এটা হল তাদের চক্রান্ত যারা চায় শাহাবাগ আন্দোলন ভন্ডুল হয়ে যাক।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অরন্যযাত্রী বলেছেন: এই বাংলার মাটি কি তবে এই রাজাকারদের বাচ্চাদের জন্যে??!!!!!!!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
চিলেকোঠার_সেপাই বলেছেন: আমি পিচ্চি পোলা ফারাবীর আরেকটা নিক
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মামদোভুত বলেছেন: hm.
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
জ্বীন কফিল বলেছেন: ফারাবী মোটেও ভোদাই না। খচ্চরটা একটা ঠান্ডা মাথার সাইকোপ্যাথ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মামদোভুত বলেছেন: hm
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
মুনতা বলেছেন: এই পোস্টের আসল বক্তব্য থাবা বাবা নাস্তিক ছিল কি না সেইটা নাকি ফারাবী ইমামরে হুমকি দিছে সেইটা?!!!!কিছু কমেন্ট দেইখা কনফিউজড!
আজব!!!
ফারাবী রে পুলিশী রিমান্ডে নিয়া ডলা দেয়া হউক।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সুখোই-৩৫ বলেছেন: পুলিশকে জানানি দরকার এই ফারাবিএ সম্পর্কে। এ যুক্ত থাকতে পারে এ হত্যাকান্ডে। ব্লগে যদিও বালছাল পোষ্ট লিখে ভুদাইয়ের মত, কিন্তু আমার মনে হয় না ফ্রাবি এত বড় ভুদাই। মুখোশধারী নেকড়েই বরং মনে হয় ওরে আমার।