নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটির সাথে আমার পরিচয় প্রায় তিন বছর আগে। মোবাইলে।
খুবই চাপা স্বভাবের মেয়ে। কিন্তু তারপরও আমাদের মাঝে খুব ভাল একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কয়েকদিন পরপরই আমাদের কথা হত, এখনো হয়। চাপা স্বভাবের হলেও প্রাণবন্ত একজন মানুষ সে। খুব সহজ-সরল।
গতকাল (২৭-০৪-২০১৩) সন্ধ্যায় ফোন দিল। বললাম, কেমন আছো? ও বলল, ভাল না। মনটা অনেক খারাপ।
কারণ জানতে চাইলাম। সে কেঁদে দিল সাথে সাথে। আমি খুব অবাক হয়ে গেলাম। কারণ, ও এত সহজে কাঁদার মত মেয়ে না। অবশেষে শুনলাম আসল কাহিনী।
একটা কসমেটিক্স কোম্পানিতে সেদিন দুপুর তিনটায় তার ইন্টারভিউ ছিল। সে সময়মত গিয়েছেও। কিন্তু ওরা তাকে প্রায় দুঘণ্টা বসিয়ে রেখে বিকেল চারটা পঞ্চাশের দিকে ইন্টারভিউতে ডাকে। গিয়ে দেখে ভেতরে একজনমাত্র ব্যক্তি বসে আছেন। উনি প্রথমে ভাল ব্যবহারই করলেন সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে।
এরমধ্যে উনি একবার উঠে যান। ততক্ষণে ৫টা পেরিয়ে গেছে। অফিসের সবাই বেরিয়ে পড়েছে। আমার বন্ধুটি সেই অফিসারের ঘরে থাকায় তেমন টের পেলনা।
এবার ফিরে সেই লোকটার অন্যরকম মূর্তি! সে আমার বন্ধুটির খুবই কাছে এসে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করলো অন্যরকম ভঙ্গিতে! অবশেষে তার গায়ে হাত দেবার চেস্টা করলো।
আমার বন্ধুটি এরকম করতে মানা করা সত্ত্বেও সে তার শরীরে জোর করে হাত দিতে চাইলো। অবশেষে সে লোকটাকে ধাক্কা দিয়ে কোনোরকমে দৌড়ে সেই অফিস থেকে বের হয়ে এলো।
আজ (২৮-০৩-২০১৩) সকালে আবার ফোন করে আমার বন্ধুটিকে বলেছে ওদের অফিসে গিয়ে চাকুরির জয়েনিং লেটার নিয়ে আসতে! সে যথারীতি প্রত্যাখান করলে তাকে বলে ওটাও একটা পরীক্ষা ছিল! এবং তার নাকি দুটো মেয়ে আছে ইউনিভার্সিটি এবং কলেজে পড়ে।
এই কুলাঙ্গারের অফিসের ঠিকানাঃ
Name: Mohammad A. Kashem (Pappu)
Nippon Cosmetics Products Industries Limited
Sector: 13, Road: 05, House: 10, Floor: 5th.
Mobile: 0192 48 777 84.
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
আহমেদ রিজভী বলেছেন: কুকুরের বাচ্ছাটার নামে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করেন । এভাবে চুপ করে বসে থাকবেন না । কেননা আপনার আমার নিরবতাই এদের সাহস যোগায় ।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
বিশ্ব প্রেমিক বলেছেন: মামদোভুতের দেখি ভুতরে গল্প !! ইন্টারভিউ হচ্ছে আর অফিসে কেউ নেই !! দারুণ !! প্রতিশোধ নেবার দারুণ আইডিয়া, তবে আপনাকে গল্প বানানোর ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে !!
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
মামদোভুত বলেছেন: একটা কসমেটিক্স কোম্পানিতে সেদিন দুপুর তিনটায় তার ইন্টারভিউ ছিল। সে সময়মত গিয়েছেও। কিন্তু ওরা তাকে প্রায় দুঘণ্টা বসিয়ে রেখে বিকেল চারটা পঞ্চাশের দিকে ইন্টারভিউতে ডাকে
ফাউল কমেন্ট না করার জন্য অনুরোধ করা হল।
আর বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টারভিউতে ওরা ইচ্ছেমত লোক বসাতে পারে।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
নির্ভীক আমি বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: কুকুরের বাচ্ছাটার নামে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করেন । এভাবে চুপ করে বসে থাকবেন না । কেননা আপনার আমার নিরবতাই এদের সাহস যোগায় ।
৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
ফয়সাল এম,এফ,কে বলেছেন: অবশ্যই থানায় রিপোর্ট করা দরকার। এভাবে প্রশ্রয় দিলে সে ভবিষ্যতে আরও কুকর্ম করবে।
৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
মিলন হোসেন১৫৮ বলেছেন: salara jutapida korta mon chai
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: @বিশ্ব প্রেমিক- আপনি কি ভাই অন্ন কোন দেশে থাকেন?
আজকাল এইসব ই হইতেসে। টা জানেন না?
আমি চাকরীর জন্য বিডিজবস এ এপ্লাই করসিলাম কয়েকটা কম্পানি তে। সেদিন একটা কম্পানি থেকে কল দেয় একটা মেয়ে আর বলে ''আগামি কাল আপনার ইন্টার্ভিউ বিকাল ৪,১৫ তে। আপনার কি ল্যাপটপ আছে?''
আমি কইলাম- ''জি না আমার ল্যাপটপ নাই।''
মেয়েটা বলল- ঠিক আছে না থাকলেও আসেন।''
আজ পর্যন্ত সুনি নাই ইন্টার্ভিউতে নিজের ল্যাপটপ নিয়া জাইতে হয়।
ভণ্ড ভেবে আর ইন্তারভিউতেই জাই নাই।
পরে যদি কাইরা লয়। এইসব ভণ্ডামিতে পরা যাবে না।
৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০
কালোপরী বলেছেন: ডাটা কালেকশনের জন্য আমি আর আমার ক্লাসমেট গিয়েছিলাম সরকারি এক প্রতিষ্ঠানে
দোতালায় কাজ ছিল, যার সাথে কাজ শুধু ঐ বুড়া আর এক মহিলা কাজের বুয়া ছিল। বৃষ্টি নামবে নামবে ভাব, সন্ধ্যেবেলা। চলে আসব আসব করছি, ঐ লোক কোনভাবেই ছাড়তে রাজি হচ্ছিল না। শেষে একটু বিরক্তি প্রকাশ করেই চলে এসেছি
গেটের কাছে কিন্তু অনেক লোক ছিল
এর চেয়ে বেশি কিছু বলতে ইচ্ছে করছে না।
দুনিয়া অনেক নোংরা একটা জায়গা
৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
বিশ্ব প্রেমিক বলেছেন: হুম, সত্যি হয়ে থাকলে অনেক দুঃখজনক । তবে আপনার লেখাটায় খাপছাড়া রয়েছে । আর কারো সাথে ব্যক্তিগত শত্রুতা থাকলেও ব্লগে বা ফেসবুকে এধরনের লেখা প্রকাশ করে প্রতিশোধ নিতে চায় - এটা আপনার নিশ্চয় অজানা নয় এবং এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
মামদোভুত বলেছেন: ৮ মাস ১ সপ্তাহ ব্লগারদের চেনার জন্য যথেষ্ঠ সময় নয়।
ধন্যবাদ!
১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইসবুকে একজনকে দেখলাম এটা শেয়ার করেছে ও সবাইকে শেয়ার করতে বলছে। সেই কি আপনি?
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬
মামদোভুত বলেছেন: নাহ্। আমার ফেবু থেকে বেশ কয়েকজন এটা শেয়ার করেছেন।
১১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
আরজু পনি বলেছেন:
এসব পশুদের মুখোশ খুলে দেয়া হোক সবার সামনে। এদের পরিবারের মানুষগুলো এদের নোঙরামী সম্পর্কে জানুক।
সত্যি হলে অবশ্যই শেয়ার করার জন্যে ধন্যবাদ রইল।।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
মামদোভুত বলেছেন: অন্য কারোটা শেয়ার করিনি। ঘটনাটা আমার নিজের বন্ধুর।
১২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
মমি বলেছেন: ঐ বেটার নামে পুলিশ এর নিকট কেস করেন ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
!!!!!!!!!!!!