নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘অনশনের কারণে আপনার জীবন বিপন্ন হওয়ার পথে। এতে আমরা খুবই উদ্বিগ্ন।’
************************* আহ্মদ শফী। মাহমুদুরকে দেওয়া চিঠিতে।
অথচ মাহমুদুরের কাবা শরীফের ঈমামদের নিয়ে মিথ্যাচারে সে "উদ্বিগ্ন" নয়!
এরকম বিরল প্রজাতির ভন্ড বাংলাদেশে খুব কমই দেখা যায়।
বিস্তারিতঃ
Click This Link
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মামদোভুত বলেছেন:
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
চলতি নিয়ম বলেছেন: ‘মাহমুদুর রহমান বলেছেন, ইসলামে আমরণ অনশন বৈধ নয়।
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মামদোভুত বলেছেন:
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
যোগী বলেছেন: তাহলে কি ইসলামে মরার আগে পর্যন্ত অনশন বৈধ?
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কাল্পনিক রাহুল বলেছেন: ক্বাবা শরীফের মিথ্যাচারের ঘটনাটা পুরোপুরি না জেনে নাচন কুদন করার মানে নায় পাগলা । ওই ঘটনার প্রকাশনা হয়েছিল প্রবাসীদের চিঠি নামক এক বিভাগে । ওইখানে যেকোন আবাল প্রবাসে থাকলেই প্রবাসের প্রতিবেদন দিয়ে ছাপাইতে পারে । বস্তুত ঘটনাটা সত্য ছিল । কিন্তু ছবিটা ভুল ছিল । এতটুকুই । মিথ্যাচারের একটা লিমিট থাকে ।
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মামদোভুত বলেছেন: হা হা হা!
ঘটনা সত্য ছিল!
ঘটনা যদি সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমি কানে ধরে আজকেই জামাতে ইসলামিতে নাম লেখাবো।
এবং কানে ধরার ছবি ব্লগে আপলোড করবো।
আর যদি না পারেন, তাহলে আপনি কানে ধরে ছবি আপলোড করবেন। ওকে?
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মুহাম্মদ ফয়সল বলেছেন: কত মাল যে এই ২০১৩তে এসে দেখলাম! আল্লাহর কাছে হাজার শুকরিয়া এতদিন বাঁচায় রাখার জন্য। এরকম ভন্ড দেখার সুযোগ আর কয়জনের ভাগ্যে হয়!
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
কাল্পনিক রাহুল বলেছেন: তারমানে বুঝাতে চাচ্ছেন চিঠিটা মিথ্যে ছিল?? ওই লেখা ছাপানোর পরদিন মাহমুদুর রহমানের ক্ষমা প্রার্থনা করেন । সেখানেই বিস্তারিত বলা আছে । ব্যাপারটা এখন যদি তাকে মিথ্যুক ভাবেন তবে তা আলাদা কথা । যেকোন মুসলিম তাকে ক্ষমা করে দিবেন । কারন তিনি ক্ষমা প্রাথী হয়েছেন । এখন পর্যন্ত যত মুনাফিকি টাইপের মানুষ দেখলাম তাদের শরীরের ঘা লাগছে । এইজন্যই ফরিদউদ্দিন মাসুদ টাইপের দালাল ছাড়া কোন আলেম তাকে খারাপ ভাবে নেয় নি । যতসব নাস্তিক ব্লগারদেরই পাছা চুলকাচ্ছে । আর আপনি জামাত ইসলামে যোগ দান করলে আমার কিচ্ছু আসবে যাবে না ।আমি জামাত সাপোর্ট করি না ।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
মামদোভুত বলেছেন: হা হা হা!
ক্ষমা কখন চেয়েছে? যখন দেখলো ধরা পড়ে গেছে, তখন!
আর ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যজনকভাবে মিথ্যা তথ্য প্রকাশ করে "ক্ষমা" চাইলেই কি হবে?
আপনাদের কাছে বায়তুল মোকাররমের হুজুর নাস্তিক, শোলাকিয়ার ঈমাম নাস্তিক, মুক্তিযোদ্ধারা সবাই নাস্তিক। শুধু হেফাজতে জামাতে ইসলামিরা আস্তিক!
".........ডিফিকাল্ট টু হাইড"
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভন্ডে ভন্ডে মিলে গেছে।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
এই আমি সেই আমি বলেছেন: হেফাজতে ইসলাম আর মাহমুদ একে অপরের বিজনেস পার্টনার । শত কোটি টাকার একটা বিজনেস হয়ে গেল । সামনে আরও বিজনেস আছে , এই সময় যদি অনশন করে এই পার্টনার মারা যায় তাহলে তো বিরাট ক্ষতি । তাই এই দুশ্চিন্তা আর তার থেকেই এই চিঠি লিখা ।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
মামদোভুত বলেছেন: ছুপা ছাগু কাল্পনিক রাহুলকে আমার ব্লগ থেকে কানে ধরে, পাছায় লাথি মেরে ব্লক করে দেওয়া হোল।
এই জারজের বাচ্চার বেশ কিছু কমেন্ট প্রমাণ করে যে সে একটা ছাগু।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
ম.র.নি বলেছেন: স্যার ক্বাবা শরীফের ঈমামদের ব্যাপারটা একটা অনাকাংখিত ভুল ছিল।কাল্পনিক রাহুল বলেছেন ঘটনা সত্য ছিল কিন্তু ছবিটা ছিল ভুল।এটা হতে পারে।তাছাড়া দেশের পত্রিকায় এমন অহরহ মিস্টেক হয়(হয়ত ক্বাবা শরিফ নিয়ে না) যেখানে ঘটানা আর ছবির কোন মিল পাওয়া যায় না।
আর আপনার কথিত ভন্ড কিন্তু দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করে দেখিয়েছেন।আমার মনে হয় আমি টি.ভিতে দেখেছি যে উনারা বলেছেন তাঁদের দাবি দাওয়ার সাথে রাজাকারদের বিচারের কোন সম্পর্ক নেই।আর দেশে যে একটা অনৈসলামিক ফোর্স চরমভাবে এক্টিভিটিস দেখাচ্ছিল তাতে উনাদের ফ্রন্টে আসা জরুরী হয়ে পড়েছিল।এখন তাদের সাপোর্ট করলেও যদি ছাগু বলেন তাহলে হবে?আপনাদের একঘেয়েমী ট্যাগিং এর জন্য 'ছাগু' তার নামের তাৎপর্য হারিয়েছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
মামদোভুত বলেছেন: ঘটনা সত্য ছিল! হা হা হা!
হাসতে হাসতে মরে যাবো আমি!
হেফাজতের নেতারা বেশিরভাগের সাথে আল-কায়েদাসহ অন্যান্য সন্ত্রাসী দলের যোগ আছে, জানেন?
না জানলে দূরে গিয়া মরেন।
ছাগু সহবাস আমার পছন্দ না।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
দিশার বলেছেন: রাজাকারদের বিচার এর সাথে "সম্পর্ক" নাই . কিন্তু "আলেম ওলামা " দের মুক্তি চায়। আমার প্রশ্ন কোন আলেম ওলামা জেলে আসে?
"মৌলানা সায়েদী " ? "মৌলানা আবুল কালাম আজাদ, ওরফে বাচ্চু রাজাকার তো পলাতক" "গোআ আজম ? নিজামী? এরা কোন খানের আলেম ওলামা ?
ফান্ড এর টাকা কথা থেকে আসে আমরা তা জানি .
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
যোগী বলেছেন:
ধর্ম নিয়া ভন্ডামী করা আমাদের দেশে খুব সহজ।
আমিও ভাবতেছে এই লাইনে ভন্ডামীটা শুরু করে দিব। সেই ৭১ সাল থেকে পরিক্ষীত একটা লাইন এটা।