নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অতি পুরোনো একটা আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছিনা।
আমি নিশ্চিত ছাগুরা খেয়ে ফেলেছে। Facebook সেলেবদের জ্বালাময়ী আর বিপ্লবী স্ট্যাটাস খেতে খেতে ওরা এখন ক্লান্ত। তাই নতুন স্বাদের আশায় ওরা আমার অনেক দিনের পুরোনো আন্ডারওয়্যার খেয়ে ফেলেছে।
বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, প্রায় ২৫০০ ছাগু আমার আন্ডারওয়্যারটি চুরি করে নেয় আমার খাটের নিচ থেকে। এরপর সবাই মিলে এত ছোট জিনিস খাওয়া সম্ভব নয় বলে সেটিকে জলে ভিজিয়ে সবাই মিলে এক ঢোক করে জল খায়।
এরপর বড় ছাগু তানভীর আহমেদ আর্জেল আমার ভেজা পুরোনো আন্ডারওয়্যারটিকে নির্দয়ের মত কামড়ে কামড়ে খায়। এসময় তার আন্ডারওয়্যার খাবার উল্লাসরত ছবি তোলা হয়। সেটি এখন তার ফেইসবুক টাইমলাইনে শোভা পাচ্ছে। আমাকে ব্লক করে দেবার কারণে আমি তা দেখতে পাচ্ছি না।
হাসিনার জালিম সরকারের কাছে আমি এর তীব্র প্রতিবাদ করছি। প্রয়োজনে আমি আমার আন্ডারওয়্যার নিজামী, মুজাহিদ অথবা সাঈদীর মুখে লুকিয়ে রাখবো সারাজীবন, তবু ছাগুদের খেতে দেবোনা।
১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩২
মামদোভুত বলেছেন:
২| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৫০
মোহাম্মদ হারুন বলেছেন: ছাগুরা এখন আন্ডাওয়ার খাচ্ছে, আর কিছু দিন অপেক্ষা করুন দেখবেন পস্রাব ও বিষ্টা খাবে।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬
মামদোভুত বলেছেন:
৩| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৫৬
কাজী মামুনহোসেন বলেছেন:
৪| ১৮ ই মে, ২০১৩ ভোর ৬:০৪
ভিটামিন সি বলেছেন: আমি ৪টা আন্ডারওয়্যার ব্যাবহার করি ১ সপ্তাহে। সবগুলিই মার্ক ভিআইপি। মডেল সামনে দিয়ে কাটা; বিশেষ প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্যবহার করার জন্য্। ৪টা ভিন্ন ভিন্ন কালার। এর মধ্যে ১টা হালকা সবুজাত, মসৃণ কাপড়। আজ ৪ দিন হলো এটাকে খুজে পাচ্ছি না। বয়স মাত্র ৬ মাস, সাইজ এক্সএল। ৮০ টাকা দিয়ে ৬মাস আগে গাঙ্গিনারপাড় বারী প্লাজায় গৌরাঙ্গ বস্ত্রালয় থেকে কিনেছিলাম। দুঃখে আমার কান্না আসতেছে। কেউ যদি একটু আমার হইয়া কাইন্দা দিতেন।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬
মামদোভুত বলেছেন:
৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩১
মাহাবুব১৯৭৪ বলেছেন:
৬| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৪
নেক্সটডোর বলেছেন: মাঝে মাঝে ব্লগ জিনিসটার অর্থই আমি বুঝি না।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩০
ফোর টোয়েনটি বলেছেন:
আরজেল নাকি কামড়িয়ে কামড়িয়ে খাওয়ার সময় একটা জ্যান্ত টিকটিকি দাঁতের নীচে পড়ছিল !!!!
অর্ধেক নাকি খেয়ে ফেলচে !!!
শুধু ল্যাজটা আপ্নের জন্য পাঠিয়ে দেবে বলে স্ট্যাটাস এ দিছে