নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
একদিন কল্পনাই এক পরীকে পেলাম। জ্যোৎস্না রাতে বিছানায় জেগে উঠে চেয়ে দেখি একি, সত্যিই এক পরী ! দেখি যে, পরীর কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহ খানি যেন মারবেল পাথরে নিখুঁত করে গড়া খোদার একটি প্রতিমা।
পুরো ঘর যেন মৃগ নাভির গন্ধে মূহুমুহু করছে। ঘরে জ্যোৎস্নার আলো পড়ে মনে হচ্ছে শাল ফুলগুলো ঠেলাঠেলি করছে নিজেদের মধ্যে, আর ঝরা ফুলে বন পথ ঘরের মেঝে। সেই মেঝেতে পরী হাঁটা চলা করছে।
কোথা থেকে যেন বাঁশির সুর ভেসে ভেসে কানে আসে। পরীর ডান কানে আবার একটি সরিষা ফুল গুজা, মনে হচ্ছে গৌধুলিতে প্রথম তারা । আকুল হৃদয়ে পরীর কাছে ফুলটি চেয়েছিলাম, তাতে পরীর সে কি হাসি যেন, গোলাপের পাপড়ি গুলো খসে খসে পড়ছে মাটিতে।
শেষ রাতে অন্ধকারের আড়ালে ঊষার আলো, দেখি পরী নেই , কোথাও নেই, সেই যে হারিয়ে গেল আজো পরীকে আর খুঁজে পেলাম না । সত্যিই কি সেটা কোন পরী ছিলো, নাকি শুধুই আমার কল্পনা।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬
মামদুদুর রহমান বলেছেন: ji vai kolponake mone rekhai triptho thaka sara upai tho nai. amra je b..lor! ha ha
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১০
অপর্ণা মম্ময় বলেছেন: পরীর সাথে একটা সেল্ফি তুলে রাখলে আজকে এই হাহাকার হতো না।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬
মামদুদুর রহমান বলেছেন: tik bolesen. tobe somoy ta hoye utheni thai kono fiiiiai tula hoi ni. thobe.....
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫
হুমায়রা হারুন বলেছেন: অবশ্যই বাস্তব ছিল। কত জনের এই রকম অভিজ্ঞতা আছে। আপনি ভাগ্যবান যে সে সুন্দরী ছিল। অনেকের ভাগ্যে কিম্ভুতকিমাকার জোটে।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮
মামদুদুর রহমান বলেছেন: khub valo bolesen. thobe kolpona ta jodi basthobeo ghote jai thaholi nijeke vaggoban mone korbo.
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০০
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট বাংলায়, কমেন্ট বাংলিশে কেন ভাইজান?
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৪
মামদুদুর রহমান বলেছেন: english a likhtai valo lage thai ar ki. khutita akto sokto korar jonno post ta banglai.
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: মিলাদ পড়ান। খুঁটি আরো শক্ত হৈবো
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
মামদুদুর রহমান বলেছেন: ভাল বলেছেন। তবে মিলাদটা আপনাকে দিয়ে পড়াতে পারলে ভাল লাগতো।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
হুমায়রা হারুন বলেছেন: বাস্তবে অনেকের ঘটেছে। বেশীর ভাগেরই অভিজ্ঞতা ভাল ছিল না। alien abduction এর অভিজ্ঞতা পাবেন ইউটিউবে। আপনাকে যদি ঐ পরী ভাল রাখে তাহলে তো .....
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
মামদুদুর রহমান বলেছেন: জি আমার টা ভাল ছিলো। না গো আপু পরীর দেখা এখনো পায়নি , কেমনে ভাল .....
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
অনিক_আহমেদ বলেছেন: হারিয়ে গেল....আহ!
মনে হয় কল্পনাকে মনে রেখেই তৃপ্ত থাকতে হবে।