নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
ষাটের দশকের নামকরা সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ্ অত্যাচার, বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রেক্ষিতে একটা ছড়া লিখেছিলেন, ছড়াটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে এখন আর এই ভাবে কলম ধরার সাহসী মানুষ নেই।এখন যেটুকু চলে তাও চাটুকারিতায় ভরা।
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২২
মামদুদুর রহমান বলেছেন: আমি বা আপনি সহ অনেকেই তো অনেক স্বাধীনতা নিয়ে অনেক কথা বলি। কেউ স্বাধীনতা নিয়ে বাজে কথা বললে মেনে নিতে পারি না। আমরা কি সবাই যুদ্ধে গিয়েছিলাম?????
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০
নিরাপদ দেশ চাই বলেছেন: @ লেখক, কলম ধরলেই দেখেন না চেতনার এজেন্টা কেমন দৌড়ে এসে পিছে লাগে?
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪
মামদুদুর রহমান বলেছেন: লেখক, কলম ধরলেই দেখেন না চেতনার এজেন্টা কেমন দৌড়ে এসে পিছে লাগে?
একটু পরিষ্কার করলে ভাল হয়
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "আমরা কি সবাই যুদ্ধে গিয়েছিলাম?????"
-আপনার "আমরার" ভেতরে আমি নেই
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
মামদুদুর রহমান বলেছেন: ভাইজান আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে , অস্ত্র হতে নিলেই শুধু যুদ্ধ করা হয় না, যুদ্ধা দের রান্না করে খাওয়ানো,সেবাকরা, গান কবিতা বলে যুদ্ধাদের সাহস দেওয়া টাও যুদ্ধের মধ্যেই পড়ে।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা ।
এক অমর দ্রোহ কাব্য।
++++++++
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
মামদুদুর রহমান বলেছেন: এক অমর দ্রোহ কাব্য। সসোঙ্গে থাকার জন্য ধন্যবাদ
৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা বেশ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
এম আর তালুকদার বলেছেন: মনের দুঃখ মনে চাপিয়ে বলার ভাষা হারিয়ে ফেলেছি তবুও কবিতার ছন্দে মাঝে মাঝে কিছু লিখি, তেমনি একটা কবিতা সকলের পড়ার জন্য রেখে গেলাম কবিতা, "অসুস্থ গণতন্ত্র"
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২১
মামদুদুর রহমান বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ!
৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অবস্থা সত্যিই করুণ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
মামদুদুর রহমান বলেছেন: অবস্থার উন্নতি সবাই চাই। উন্নতি হওয়া দরকার।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
মামদুদুর রহমান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
নামকরা সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ্ সাহেব স্বাধীনতা নিয়ে অনেক কিছুই বলেছেন, উনি কি স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলেন?