নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
হবে কি দেখা!!
হবে কি দেখা পরি ?
এখনো হয়নি দেখা নারী।
হবে কি দেখা ভালোবাসার ?
এখনো হয়নি শেষ অবহেলার।
হবে কি দেখা সুখের ?
এখনো হয়নি শেষ দুখের।
হবে কি দেখা সিন্ধ ?
এখনো হয়নি দেখা শিশির বিন্দু।
হবে কি দেখা বিলেত ?
এখনো হয়নি দেখা সিলেট।
হবে কি দেখা আকাশমণ্ডল ?
এখনো হয়নি দেখা ভূমণ্ডল।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
মামদুদুর রহমান বলেছেন: ভাল বলেছেন। একটু অপেক্ষা করেন। পাবেন সুযোগ আশা করি।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কবে দেখব মোর লেখা প্রথম পাতায়?
পিষ্ট হবে কি মসুর ভাঙ্গা যাতায়।
কবে দেখব বিলের ভাসমান ডোঙ্গা?
লেখার পাতা গুলো হলো বাদাম বেচা ঠোঙ্গা।