নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার জিবনের একজন মডেল!

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩



তমিজ উদ্দিন মাষ্টার!(১৯২৬-২০০৯)
ইনি আমার দাদা। ২০০৯ সালের ১০
জানুয়ারি (মানে আজকের এই দিনে)
পৃথিবী ছেড়ে চলে যান ওপারের
জগতে। আল্লাহ তাকে জান্নাতবাসী
করুক।

তিনি কর্ম জীবনে শিক্ষকতা পেশায়
জড়িত ছিলেন।১৯৪৯ সাল থেকে
শিক্ষকতা শুরু করেন। তিনি একজন সৎ ও
কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন।

তাঁকে আমি আমার জীবনের একটা
মডেল হিসাবে নিয়েছি কারণ, যে
জিনিসটা আমি আমার বাবা,মা
চাচা ফুফু বা বড় ভাই বোনদের মাঝে
পাই নাই, সেই জিনিসটা দাদার
মধ্যে পেয়েছিলাম; আর তা হচ্ছে,
চরিত্রের দৃঢ়তা, নীতির কাছে হার
না মানা, আর যে কাজটা করবো সেই
কাজটা সর্বোচ্চ হওয়া চাই।

আমি তাঁর কাছে শিখেছি ধন
সম্পদ,লোভ, হিংসা, অহংকার ত্যাগ
করে , নিজের পরিজন সহ সকল মানুষকে
কি ভাবে অকৃত্রিম ভালোবাসতে হয়।

তিনি অনেক ধন সম্পদের মালিক
ছিলেন না , তবে তাঁর মতো সুখি
মানুষ আর সুখি পরিবার দুই চার গ্রামে
খোঁজলে মিলতোনা। তার প্রমাণ
আজো বিদ্যামান!

দুই ঈদে আমাদের
বাড়িতে এক সপ্তাহ এমন আনন্দো,
ফুরতিতে আর হট্টোগোলে থাকে যে
গ্রামের মানুষ দেখতে আসে যে,
এদের বাড়িতে এতো হট্টোগোল হয়
কেন?একটা পরিবার কতো সুখি হলে
এমন হওয়া সম্ভব?

বাড়ি ভরা মানুষ ছাড়া তাঁর
ভালোলাগতোনা। তাই তাঁর সকল
নাতি নাতনী কে নিজের বাড়ি
রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ
করেছেন।

আল্লার বিশেষ রহমতে আর
তার দোয়াই আজ আমার পরিবারের
প্রায় 6০% শিক্ষক ।তিনি বেচেঁ
থাকা সময় আমাদের বাড়িতে
অতিথি ছাড়া দিন খুব কম গেছে।

আমি তাঁর কাছে আরো শিখেছি যে
, কিভাবে জীবনে ফুল ফুটিয়ে , মরনে
তার ফল ভোগ করতে হয়। আমরণ তাঁকে
আমি নামাজ ছাড়তে দেখিনি!

তিনি চরম রাগি মানুষ ছিলেন তবে
কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার
বা ঝগড়া করতেন না।

আমি তার অকৃত্রিম ভালোবাসা
ভুলতে না পেরে ২০১৩ তে তার নামে
একটা লাইব্রেরী Click This Link
করি কিন্তু পরিবারের সকলের
অবোহেলা আর অসহোযগিতার
কারনে (TM Library) পূর্ণ রুপ আজো
দিতে পারিনি, তবে খুশির খবর এই যে,
কিছু পাঠক তৈরী করতে পেরেছি,
এবং বর্তমানে পাঠক বাড়তেছে,কিন্তু
সেই অনুপাতে বইয়ের সংখ্যা বাড়াতে পারছিনা।
তবে আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ্‌।

তিনি তাঁর জীবনের বেশীর ভাগ
সময়টা মানুষকে শিক্ষার আলো দিয়ে
গেছেন । তাই তার নামে একটা
লাইব্ররী স্থাপণ করে, তার শিক্ষার
আলো দেয়ার কাজটা যেন যুগ যুগ ধরে
মানুষের মাঝে চলতে থাকে সেই
জন্যই ছোট্ট একটা উদ্যোগ এই (TM
Library)।

তাঁর মতো ভালো মানুষগুলো
পৃথিবীতে খুব বেশী অভাব। তাইতো
এই লাইব্ররী!
এই লাইব্ররীই পারবে এই অঞ্চলের বা
এলাকার মানুষগুলোকে
ভালো,সৎ,চরিত্রবান , সুশিক্ষিত মানুষ
করতে।

আপনারা দোয়া করবেন আল্লাহ যেন
তাঁকে জান্নাত দান করে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো দাদার গল্প শুনে । আমার দাদার কথা মনে নেই । ৩ অথবা ৪ বছর যখোন আমার তখোন মারা গেলেন ।
লেখাও ভালো লাগলো

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ! জি আসলে এই জায়গাগুলি খুব পিড়া দায়ক। আল্লাহ যেন আপনার দাদা জান কে ও জান্নাত দান করেন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালো

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য!

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

আবু তালেব শেখ বলেছেন: দোয়া করি জান্নাতবাসি হোন

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

মামদুদুর রহমান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪২

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটা পরে একই সাথে ভালো লাগলো আবার খারাপও লাগলো | আপনার দাদার কথাশুনে ভালো লাগলো |আল্লাহ আপনার দাদাকে জান্নাতবাসী করুন | খারাপ লাগলো আপনার দাদার মতো মানুষ এখন দেশে কমে যাচ্ছে সেটা ভেবে |এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা প্লেজারিজমের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত হয় (আরো কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতেও মনে হয় এরকম হয়েছে) |নির্লজ্জ দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করে !! আপনার দাদার চরিত্রের দৃঢ়তাতো এই শিক্ষকদের মধ্যে নেই ! অন্যান্য প্রফেশনেও এই গুণগুলো কমে যাচ্ছে | সুন্দর লেখার জন্য ধন্যবাদ |

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

মামদুদুর রহমান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ! আপনি সত্য কথা বলেছেন। বর্তমানের চরম সত্য এটা। বাড়িয়ে বা নিজের দাদা কে জাহির করার জন্য না , ভালো কিছু শেয়ার করার জন্য বলছি। আমার দাদা খুব রাগি মানুষ ছিলেন। অনেকে এখনো আমাকে বলে যে তোমার দাদার জন্য আমার পড়ালেখা হয়নি। আমি একজন কে খুব কিউরিছিটি নিয়ে জানতে চেয়েছিলাম কেন আপনি এমন বলছেন? সেই ব্যক্তি আমাকে তার শিক্ষক মানে আমার দাদার সম্পর্কে বলছিলেন যে তোমার দাদা এক মেইল দুরে থাকতেই স্কুল নিরব হয়ে যেতো। পড়া না পারলে খুব মারতো। মার এর ভয়ে স্কুল ছেড়েছি। তবে যারা পাস করেছে তারা ভালো কিছু করেছে। আর যারা পড়তে পারেনি তারা বিভিন্ন কাজে ডুকে গেছে । আমাদের মতো মাথা পচা শিক্ষিত হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.