নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিডিআর বিদ্রোহ!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

বিডিআর বিদ্রোহ


কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার||
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা||
নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা
যার চলেযায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা||
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা ।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার||
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
বিধাতা তরে ডাকি বারেবারে করুন মোরে মার্জনা||
দুঃখ সহিতে দিন শক্তি আপনার সকাসে প্রার্থণা
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ||
বিষাদ অনলে পুড়ে বারেবারে লুন্ঠিত হবে স্বপ্নস্বাদ

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার||
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।
- শিল্পী হায়দার হোসেন

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: মাহমুদুর রহমানকে পড়তে গিয়ে হায়দার হোসেন কে পড়লাম!!

বেশ!! ছুঁয়ে গেল!! মন ভিজিয়ে দিল!!


++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

মামদুদুর রহমান বলেছেন: জি ভাই আপনি হায়দার হোসেন কেই পড়েছেন আমার মাধ্যমে। মন ভিজিয়ে দেয়ার মতোই।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:

একদিন এ অশ্রু সার্থকতা পাবে। :((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

মামদুদুর রহমান বলেছেন: মজলুমের অশ্রু বৃথা যেতে পারে না

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

ব্লগ মাস্টার বলেছেন: এরা মরে নাই সহীদ হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

মামদুদুর রহমান বলেছেন: ্জি ঠিক বলেছেন। শহীদরা মরে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.