নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

৬ মার্চ জাতীয় পাট দিবসে পাট পণ্যের বিশাল মেলা!!

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

পাট পণ্যের মেলা।


৬ মার্চ জাতীয় পাট দিবস।জাতীয় পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ৩ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের বিশাল মেলা। মাননীয় প্রধানমন্ত্রী মেলা উদ্ধবোধন করবেন।



মেলায় বিভিন্ন রকমের পাট পণ্য ক্রয় করতে পারবেন। কল্পনাই করতে পারবেন না, পাট থেকে কতো সুন্দর ও কতো রকমের পণ্য তৈরি হয়।বর্তমানে পাট থেকে প্রায় ১৭৬ রকমের পণ্য তৈরি হয়। ক্রয় না করতে চাইলেও শুধু দেখার জন্য হলেও মেলাতে আসতে পারেন। ব্যাগ থেকে শুরু করে ঢেওটিন পর্যন্ত তৈরি হচ্ছে। আর অরগানিক চা! হা পাট পাতার চা না খেলে বাঙ্গালী থাকলেন কি করে।



পাট আমাদের পণ্য তাই পাট পণ্য নিজে ব্যবহার করি অন্য কেউ পাট পণ্য ব্যবহার করতে উৎসাহিত করি। পাটের হারানো ঐতিহ্য আমরাই পারি ফিরিয়ে আনতে।পাট বাঁচলে, বাঁচবে দেশ। পাট পণ্যের বাংলাদেশ। সোনালি আঁশে গড়বো মোরা আমাদের এই সোনার বাংলাদেশ।

পাট থেকে তৈরি সোনালি ব্যাগ। পলেথিনের বিকল্প এই সোনালি ব্যাগ।


যদিও সরকারী পাট কল গুলোর করুন অবস্থা, সরকার পাটের প্রসারে আন্তরিক ভাবে কাজ করছে। তবুও বলি, আসুন দল মত নির্বিশেষে আমাদের এই সোনার আঁশকে আবার বিশ্বের বুকে তুলে ধরতে সাহায্য করি। নকল আঁশ যেখানে প্রকৃতির গলার ফাঁস সেখানে বাংলার সোনার আঁশ হতে পারে বিশ্ব মুক্তির ইতিহাস!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
পাট শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি মাধ্যম। কিন্তু তার যথেষ্ট মূল্যায়ন নেই।

এবারের মেলায়, অন্তত এ সমস্যাগুলো দূর হোক।

ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭

মামদুদুর রহমান বলেছেন: জি ঠিক বলেছেন। বর্তমানে পরিবেশের কথা চিন্তা করে এই পাট শিল্পকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভভ।

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: পাট মন্ত্রনালয়ে কি দুর্নীতি হয়?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

মামদুদুর রহমান বলেছেন: দুর্নীতি হয়না কোথায় আমাকে একটু বলবেন?

৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

হাঙ্গামা বলেছেন: মেলা কি একদিনই?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

মামদুদুর রহমান বলেছেন: পোষ্টা ভালো করে পড়লে হয়তো এমন মন্তব্য করতেন না। মন্তব্য করার আগে পোস্ট পড়া উচিৎ। মেলা ৬ মার্চ থেকে ৮ মার্চ পযর্ন্ত ।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

হাঙ্গামা বলেছেন: ওহ সরি !!
আসলে ছবিগুলো দেখতে গিয়ে যে প্রথম দুই লাইন স্কিপ করে ফেলসি সেটা খেয়াল করি নাই।

ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৭

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ। সময় করে চলে আসুন পাট মেলায়। আরো হরেক রকমের পাট পণ্য দেখতে পারবেন ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.