নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
ভবে এমন নারী চাই
দুধে আলতাই গায়ের বরণ, রুপ তার কাঁচা সোনা।
টানা টানা দুটি চোখ, যেন মেঘের কাজল পরা, মান পাগল করা।
তার রাঙ্গা দুটি ঠোঁট যেন লাল পদ্ম ফুল, দেখলে মন করতে চাইবে ভুল।
কণ্ঠে থাকবে তার কোকিল যাদু যেন পরম আল্লার দান।এই কণ্ঠের গান শুনে পার হয় যেন এ জামান।
তার মুখটি দেখে চাঁদ পাবে লজ্জা, তাই যেন দিনের আলোয় লুকায় চাঁদ ছেড়ে আপন সজ্জা।
তার চিরোল দাঁতের হাসি, যেন মনে পরাই ফাঁসি। ঐ হাসি যেন করে তারে আমার চরণ দাসী।
রেশমি সুতোই বুনা যেন তার মাথার চুল, সেই চুল দেখে মন হয় যেন আকুল।
তার চরন দুটি যেন খোদার গড়া জলো যান, তা দেখে ভরে যেন আমার প্রাণ।
তার গায়ে পাবো আমি চন্দনের ঘ্রাণ।
নারী নাকি পরি পেলাম, যেন মনে থাকে কঠিন সন্দিহান।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৭
মামদুদুর রহমান বলেছেন: হা হা এই বার দেখেন ভাই। একটু খানি ভুল ছিলো।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ঐ ফাঁসি যেন করে তারে আমার চরণ দাসী ।
কেমন যেন হলো !