নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সব থেকে বয়স্ক মানুষের কথা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪


১১৫ বছর!!
বলছি নওগাঁ জেলার মান্দা থানার চককেশব, বালুবাজার এলাকায় থাকা, সবথেকে বয়স্ক মানুষের কথা। বয়স হবে আনুমানিক ১১৫ মতো। নাম; মজির উদ্দিন পাইক( ইনুর বাপ নামে এলাকায় পরিচিত)।


তিনি চার ছেলে, চার মেয়ের পিতা। তার নাতি, নাতনি ২০ জন। প্রথম জীবন শুরু করেছিলেন মিষ্টি আর পাওরুটির দোকান দিয়ে।
পরে তিনি অনেক ব্যবসায় করেছেন। তিনি রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, চিনির ব্যবসা, চালের ব্যবসা, লবণের ব্যবসা করেছেন জীবনের এক এক সময়। সাথে কৃষি কাজতো ছিলোই। কি জীবন পার করেছেন ভেবে দেখেছেন!!


তিনি বৃটিশ আমল দেখছেন। দেখেছেন পাকিস্তান, এখন আল্লাহ তাকে বাংলাদেশ দেখাচ্ছেন। এমন সৌভাগ্য আর কতো জন পায় বলেন!
তিনি প্রথম জীবন থেকেই সব সময় ভালো ভালো খারার খেতেন।তার মধ্যে উল্লেখযোগ্য হলো গরুর দুধ। এখনো গরুর দুধ রেগুলার খান। তার পছন্দের খাবারের মধ্যে ভাজাপোড়া, চা, দই খুব পছন্দের খাবার আর এইগুলি খান এখনো।

এক সময় ভালো ফুটবল খেলতেন এই ইনুর বাপ। তিনি আজও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। মাঝে মাঝে এখনো মসজিদে চলে যান একা একা। তাকে সম্মান করে চককেশব সরদার পাড়া জামে মসজিদের সভাপতি করে রেখেছেন এলাকার মানুষ।

জানলে অবাক হবেন তার একটি দাঁতও পড়েনি আজ পর্যন্ত। চোখ এখনো ভালো আছে। খালি চোখে কোরআন পড়েন প্রতিদিন।মাথার চুলতো ছবিতে দেখতেই পাচ্ছেন। আগের মতো আর চলাফেরা করতে পারেনা। মাঝে মাঝে বাড়ির পাশে চা স্টলে, চা খেতে চলে যান।
আমরা তার জন্য দোয়া করি অন্তর থেকে। আল্লাহ তাকে সুস্থ রাখুন আর আমাদের মাঝে বেঁচে থাক সম্মানের পাত্র হয়ে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

নতুন বলেছেন: উনার মতন মানুষের জীবনের অভিঙ্গতার কথা শুনলে বর্তমানের মানুষ কাহিনি বলে মনে করবে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫

মামদুদুর রহমান বলেছেন: ji sothik bolesen. ager din guli silo kothin. akhon onekta sohoz hoyegese

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০

মামদুদুর রহমান বলেছেন: ji unader jibon onek songramer silo. amra akhon unader moto ar kosto korina

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

মামদুদুর রহমান বলেছেন: thanks

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক শুভকামনা তার জন্য!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪১

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ১১৫ বয়স অথচ একটা দাঁতও পড়ে নি ! এটা ভারি আশ্চর্যের কথা ।
ব্রিটিশ পাকিস্তানি আর বাংলাদেশ তিন আমল দেখেছেন ! এটা বিরাট একটা ব্যাপার !

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০

মামদুদুর রহমান বলেছেন: জি বিষয় টা দারুন। তবে অনেক খোঁজে যা পেয়েছি তা হলো ঃ আজও তিনি গরুর দুধ রেগুলার খান। আর ভালো ভালো খাবার তার প্রথম জীবন থেকেই সব সময় খেয়ে এসেছেন। বাকিটা আল্লাহ ভালো জানে

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ ব্যক্তি কি অফিশিয়ালি বাংলাদেশের সবচাইতে বয়স্ক মানুষ বর্তমানে? একবার ইত্যাদিতে দেখিয়েছিল ১৫৭ বা ১১৯ বছরের এক লোককে, ৯০ এর দশকে।

এ ব্যক্তিকে বেশ সুস্থ সবল মনে হচ্ছে।

তার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা থাকলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪১

মামদুদুর রহমান বলেছেন: তা বলতে পারিনা। আমাদের এলাকাতে এতো বয়সের মানুষ আর নেই। জি এখনো আল্লাহর রহমতে সুস্থ আছে। তবে মজার একটা ব্যাপার আছে। আর তা হচ্ছে মাঝে মাঝে নাপা ট্যাবলেট খেতে দেয় মানে খায়। মনের শান্তির জন্য। অন্য কোন রোগ নেই তার আল্লাহর বিশেষ রহমতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.