|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মামদুদুর রহমান
মামদুদুর রহমান
	বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

ক্ষনিকের প্রেম!
শান্তাহার রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ২ ঘন্টা লেটে প্রবেশ করেছে। বগির নাম অস্পষ্ট তাই জানালা দিয়ে এক আপুকে জিজ্ঞেস করলাম এইটা  "ট" বগি কিনা আপু মায়া ভরা কষ্টে বললেন জি জি ট বগি এইটা।
ট্রেনে আমার সিটে বসে দেখি সেই আপু আমার তিন সিট সামনে, আমি উল্টো সিটে বসেছি কিন্তু তারা সোজা সিটে বসে আছে।  
সামনা-সামনি বসে চলছে ট্রেন রাজধানীর উদ্দেশ্যে  
জানালার পাশে বসে আছে মায়াবিনী( কাল্পনিক একটা নাম দিলাম) 
 কপালের চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে আর মাঝে মাঝে বাম হাতে আলতো করে সরিয়ে দিচ্ছে চুল, চোখে ক্লান্তি স্পষ্ট কিন্ত চোখ দুটো খুব মায়াবী,  মুখ সিটের উচ্চতার জন্য খুব একটা দেখা যাচ্ছে না, তার মায়া ভরা চোখ দেখতে দেখতে কুড়িগ্রাম এক্সপ্রেস অন্তনগর ট্রেন দ্রুত বেগে ছুটে চলেছে রাজধানীর দিকে।
তার বাতাশে উড়া চুল আর মায়াবী চোখের প্রেমে কখন যে পড়ে গেছে তা বুঝতেই পারলাম না। 
পাশের সিটে তার মা বসে আছে আর তার ছোট বোন পাচ ছয় বছরের এক মেয়ে।  বুড়িটা কিন্তু পাকনা। বুড়িটার সঙ্গে আই কন্টাক্ট হচ্ছে হাত নাড়িয়ে হাই হ্যালো হয়েছে  কিন্তু তার বড় বোন মায়াবিনী ঘুমাচ্ছে ট্রেনের প্রাকৃতিক বাতাস খেতে খেতে।
বিমানবন্দর রেল স্টেশনে যখন আমি নেমে যাচ্ছি তাদের সামনে দিয়ে ঠিক তখন মায়াবিনী জানালা দিয়ে
উঁকি দিয়ে অপলক তাকিয়ে ছিলো আমার দিকে, শেষ বারের মতো তার চোখের পানে আমার চোখ পড়ে  ভালোবাসা অকাল মৃত্যু ঘটিলে ট্রেনযাত্রার সমাপ্তি হয়।
বি.দ্র. কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন খুব বাজে, ২/৩ ঘন্টা লেট করে প্রায়।
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০২|  ২৭ শে আগস্ট, ২০২৫  রাত ৮:০৭
২৭ শে আগস্ট, ২০২৫  রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: আহারে!
৩|  ২৭ শে আগস্ট, ২০২৫  রাত ৯:২২
২৭ শে আগস্ট, ২০২৫  রাত ৯:২২
শায়মা বলেছেন: হা হা আমারও মনে এই কথাটাই আসলো আহারে!!! ক্ষনিকের প্রেম ....... 
৪|  ২৮ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:১৫
২৮ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: জীবনের গল্প।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৫৫
২৭ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৫৫
বিজন রয় বলেছেন: দারুন!