![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও সরকারের কামড়াকামড়ি।
বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে
মুক্তি মেলে না সহজে
জড়ালে হৃদয় কোনো ঋণে
এই জগতে এমনও জাতি থাকে
স্বপ্ন দেখতে নেই যাদের
দুঃখের মূল্যতে গেয়ে
কঠিন সত্য নেয় কিনে!!
১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত উপরের গানের কলির মতো বাঙ্গালি জাতি তাদের আশা ভেঙ্গেছে শুধু সুন্দরী প্রেমিকাকে না পাওয়া প্রেমিকের মতো।
বাঙ্গালি জাতি কে নিয়ে খুব বেশি স্বপ্ন আপনি দেখতে পারবেন না। এই জাতির পরিবর্তন খুব কঠিন।
কামড়াকামড়িই এই জাতির নিয়তি। অথর্ব সরকার না পারে সামাল দিতে, না পারে ছেড়ে যেতে।
জাতি তাদের ভালোবেসে বসিয়েছে কিন্তু তারা হট সিটে বসে ঘুমিয়ে গেছে! ছাগল দিয়ে কোন দিন হাল চাষ হয় না।
২| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: বলদে ভরা দেশে আপনি বলদ না খুঁজে ছাগল দিয়ে হাল চাষ করতে যান কেন?
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
বিজন রয় বলেছেন: যা দিয়ে হাল চাষ হয় সেটা কোথায় পাবেন?