নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল কিছুর চেষ্টা করব

জানিনা

মামুনুর রাশিদ

অসাধারন

মামুনুর রাশিদ › বিস্তারিত পোস্টঃ

কুকুরের ঘেউ ঘেউ সূর্যের আলো ম্লান করতে পারে না

১৯ শে মে, ২০১৪ রাত ২:৫৭

শফিউর রহমান ফারাবীর কথা শুনে বা পড়ে মোটে ও অবাক হয় নি বা আমাকে আল্লামা আহমাদ শফী (দাঃবাঃ)প্রতি তার সমালোচনায় বিস্মিত করেনি । কারন তারমত স্বার্থবাজ লোকের সাজে এমন কথা বলা ।আর ফারাবী তোমাকে ভাল করে চিনি তোমার ভেতর দুনিয়ার লোভে লোলায়িত হয়ে আছ তার প্রমান ভুরি ভুরি আছে ।তুমি টাকা খেয়ে ইউরুপে যাওয়ার স্বপ্ন দেখছ ?? আর এতে মুটেও অবাক হব না যদি একদিন কেউ এসে বলে ফারাবী ইউরোপে।



কুকুরের ঘেউ ঘেউ সূর্যের আলো ম্লান করতে পারে না,পূর্ণিমা চাঁদের স্নিগ্ধালোর সৌন্দর্যতা বুঝার ক্ষমতা কুকুরের নেই। তাই পূর্ণিমা দেখা দিলেই সে ঘেউ ঘেউ করে চলে অবিরাম। চমৎকার নান্দনিক পরিবেশকে করে তোলে ভীতিকর। নোংরা।অমানিশি রাতের কৃষ্ণাধার দূরিভূতকারী দিগন্ত প্রসারী, আলোবন্যাধারী দীবাকর পছন্দনীয় নয় চামচিকার। সূর্য উঠতেইতাই চোখ বন্ধ করে অভিশাপ দিয়ে যায় সূর্যের বিরুদ্ধে দেদার। বাচ্চার কাছে ইটের টুকরোর মতই বে-দামী আর মূল্যহীন মনে হয় স্বর্ণের টুকরোকে।

তাই বলে পূর্ণিমা চাঁদ, প্রদীপ্ত দীবাকর আর মহামূল্যবান স্বর্ণ যেমন মূল্যহীন ও সৌন্দর্যহীন বাতিল বস্তু বলে সাব্যস্ত হয় না, তেমনি আমাদের আকাবীর, আমাদের পিতৃতুল্য পূর্বসূরী বুযুর্গানে দ্বীন, যাদের নিরলস মেহনত, ইখলাসপূর্ণ প্রচেষ্টার বদৌলতে আল্লাহ তায়ালা আমাদের দ্বীনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবার তৌফিক দিয়েছেন, যাদের সদাজাগ্রত মেধার পরিস্ফুটিত দ্বীনী চেতনার আলোকে পেয়েছি আল্লাহ পাওয়ার পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত ব্যাখ্যা। সেই স্বর্ণপুরুষদের নাস্তিক সৃষ্ট কথিত ফারাবী সহ তাদেরগোষ্ঠি সহ্য করতে না পারলেও তাদের নাম মুছবে না আমাদের হৃদয় থেকে কিয়ামত পর্যন্ত। তাদের নাম শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, জান্নাতের উঁচু মাকাম পাওয়ার দুআর সাথে করে যাবে মুসলমান কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ।

আমাদের নয়নমনি আল্লামা শফী সাহেবের বিরুদ্ধে বিষোদগার করার জন্য ফারাবী গংরা বেছে নিয়েছে এমন এক জঘন্যপন্থা, যা খুবই স্পর্শকাতর। যেই সকল শব্দ দুর্বোধ্য, সাধারণ মানুষের মোটা মেধার বাইরের বিষয়, সেই সকল বিষয়ের অবতারণা করে বিভ্রান্তি ছড়াচ্ছে শাইখুল ইসলাম আল্লামা শফী সাহেব এর মত জগতবিখ্যাত বুযুর্গের বিরুদ্ধে। সন্দিহান করে তুলছে মানুষকে হেফাজতে ইসলামের সকল নেতাদের মত সুবিদিত আল্লাহর অলী সম্পর্কে। অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই ফারাবী ।



পরিশেষে এই কথা বলতে চাই ফারাবী আওয়ামী আর নাস্তিকদের কাছে টাকা খেয়ে এই সব বিভ্রান্তি ছড়াচ্ছে ।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন । আমীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.