| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাতির মামু
	আমি অনেক কিছু জানি তবে বলি কম ।
জীবন পথে অনেক লক্ষ্য সাথে চলেছি অজানার পথে
জীবনের বাঁকে বাঁকে
কেউ থেকেছে কাছে কেউ গেছে দূরে তবু 
হয়নি যে শেষ জীবনের পথে হাঁটা । 
সপ্ন জয়ের অভিপ্রায়ে নতুন কিছুর আশা
লুকিয়ে রেখে সুপ্ত বেদনা অঝর ভালবাসা।
কতদিন পরে কত দূর এসে তাকিয়ে দেখি পিছে
লক্ষ্য পূরনের আশায় বিভর আমি গেছি পথের সাথে মিশে। 
জীবন তরী ভিড়বে যখন তীরে 
হারিয়ে যাব লুকিয়ে যাব এই জগতের ভীরে। 
আমায় তখন খুজবে সবাই, করবে স্মরণ হৃদয়ে
লক্ষ্য আমার পূরণ হবে সেদিন , ধন্য ভাববো নিজেকে । 
©somewhere in net ltd.