![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সন্ধ্যা যখন আসছে নেমে,
দৃষ্টি আমার যাচ্ছে থেমে,
আকাশ পানে চেয়ে।
মেঘের দেশে রঙের মেলা,
সাঁঝ আকাশে করছে খেলা,
রঙের ছটা পেয়ে।
নাও ভাসিয়ে নদীর জলে,
ছলাৎ ছলাৎ কলরোলে,
যাচ্ছে মাঝি বেয়ে।
সুরের ছোঁয়া মনের মাঝে,
কিছু দ্বিধা কিছু লাজে,
উঠবো বুঝি গেয়ে।
নীড়ের পাখি ফিরছে নীড়ে,
চরাচরে ধীরে ধীরে,
আসছে আঁধার ধেয়ে।”
---মামুন-২২-০৯-২০১৬।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এতেই আমার আনন্দ। ধন্যবাদ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১
রায়হানুল এফ রাজ বলেছেন: অভিভূত।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫১
বিলিয়ার রহমান বলেছেন:
দারুণ লিখেছেন।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৮
রক্তিম দিগন্ত বলেছেন:
ভালই লাগলো।
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫
কালপুরুষ কালপুরুষ বলেছেন: বেশ লাগলো