![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি মূর্খ ছিলাম
করে যেতাম সকল কাজ,
বিদ্যা পেটে ঢোকার পরে
বেড়ে গেছে অনেক লাজ।
এখন আমি হয়ে গেছি, অনেক বড় শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
কাদা মেখে সারা গায়ে
ধরেছিলাম কত মাছ,
তরতরিয়ে উঠে যেতাম
ছোট বড় কত গাছ।
এখন ওসব পারিনা আর, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
বিপদ দেখে ছুটে যেতাম
ছোট বড় সবার আগে,
এখন কারো বিপদ দেখে
মনের কোনে দ্বিধা জাগে।
এখন আমি হয়ে গেছি, অনেক বড় শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
দিনে রাতে ওদের সাথে
মিসে যেতাম ভালোবাসি,
গরিব-দুখি হোকনা যত
হোকনা যত গাঁয়ের চাষী।
এখনতো আর তা পারিনা, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
কোট টাই পরে আমি
হাটে চলি, ডাটে চলি,
গরিব-মূর্খ দেখলে পরে
কথা আমি কমই বলি।
কেমন করে বলবো কথা, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
বিদ্যা শিখে কি যে হল,
বুঝিনা তা, বুঝিনা যে,
ভাব বেড়েছে, লাভ বেড়েছে
বিদ্যা এল এমন কাজে।
মানুষ ছিলাম কি যে হলাম, কিসে হলাম দীক্ষিত,
তবুওতো বুক ফুলিয়ে, বলছি আমি শিক্ষিত।
....... মামুন... ৩১-০১-২০১৮।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর।
প্রিয়তে রেখে দিলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২
মাআইপা বলেছেন: খুব ভাল লাগলো পড়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩১
মোহাম্মদ সাইফুজ্জামান খান বলেছেন: খুব ভাল লাগলো পড়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর।