![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ধন্য তুমি নারী”
......................
মায়ের মায়া
শীতল ছায়া
আবেগ ভরা ভারি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
বোনের আদর
দারুণ কদর
নেয়যে হৃদয় কাড়ি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
প্রিয়ার চোখে
স্বপ্ন এঁকে
দেই যে জীবন পাড়ি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
কন্যা আমার
স্নেহের আধার
সকল কিছু ছাড়ি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
....... আল্লাহ্ যে নারীদের উচ্চ মর্যাদা দান করেছেন, আধুনিকতার নামে আমরা যেন সেই নারীদের কোনরূপ মর্যাদাহানী না করি এবং নারীরাও যেন তাদের মর্যাদাটা বুঝতে পারেন সেই প্রত্যাশায় সকলকে নারী দিবসের শুভেচ্ছা।
....... মামুন... ০৮-০৩-২০১৮
©somewhere in net ltd.