![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বনফুল ও টব"
... ... ... ...
ও বনফুল
নাম কিগো তোর
আছিস কেমন বল?
এঁদো পথে
থাকবি কেন
আমার সাথে চল।
থাকবি সেথা টবের পরে
খুব যতনে আমার ঘরে
... শীতল ছায়ার মাঝে।
ঝড় বৃষ্টি রৌদ্র খরায়
... কষ্ট পাবি নাযে।
বনফুলটা ভাবছে ক্ষণে
ভাবছে শুধু মনে মনে
... এখন কিযে হবে?
ভালোবাসার ফাঁদে পড়ে
... জীবন বুঝি যাবে!
রোদ বৃষ্টি তপ্ত বায়ু
বনফুলের বাড়ায় আয়ু
... সাহেব কি তা বুঝে?
ভালোবাসার প্রহর সেযে
... চার দেয়ালে খুঁজে।
ওগো সাহেব
দোহাই লাগে
চাইনা আমি টব।
বনের মাঝে
জীবন আমার
বনই আমার সব।
... মামুন... ২১-০৪-২০১৮।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
আসলেই সুন্দর, আজকাল ফুলেরাও কথা বলে!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন ভালোবাসা।
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: "বনের মাঝে জীবন আমার, বনই আমার সব" - কবিতার সমাপ্তিটুকু বেশ সুন্দর হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর ভালোবাসা।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একেবারে একটি ফুলের আত্ম কথা বের করে এনেছেন কবি।
ভালো লাগলো কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: + ধন্যবাদ।
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বনফুলের সঙ্গে সাহেবের আলাপচারীতা ভালো লাগলো।
শুভ কামনা রইল।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন ভালোবাসা।
৯| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: সুন্দর বলেছেন.. ভালো লাগা রেখে গেলাম
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা দিয়ে গেলাম।
১০| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। 'নবফুল' হয়ে গেছে
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক ধন্যবাদ, মোবাইল থেকে পোস্ট দেয়ায় একটু ঝামেলা হয়ে গেছে। সংশোধন করেছি।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮
বলেছেন: