![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“চোখে চোখে প্রেম”
......................
আমি তো লুট হয়েই গেছি
দুটি চোখের মাঝে,
এখন আমার মন বসে না
অন্য কোন কাজে।
যখন আমি যেথায় থাকি
যেদিক পানে চাই যে,
অমনি সে চোখ সকল খানে
দেখতে আমি পাই যে।
ঐ চোখের ঐ পারাবারে
ঠাঁই কোথাও নাই যে,
তবু আমি ডুব সাঁতারে
কূলের পানে ধাই যে।
ধরবে কি সে হাত বাড়িয়ে
তুলবে নাকি কূলে?
নাকি আমি ডুবেই যাবো
সর্বনাশা ভুলে?
যখন এ চোখ বললো কথা
সেই চোখেরই সনে,
লুট তো আমি হয়েই গেছি
সেই সে মধুর ক্ষণে।
... মামুন... ২৬-০৭-২০১৮।
২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ হয়েছে!
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা।
৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: পড়লাম।
চোখে প্রেম না করাই ভালো।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অভিজ্ঞতা থেকে বলছেন নাকি ভাই?
৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
অচেনা হৃদি বলেছেন: আপুর কবিতা চমৎকার হয়েছে, ছোট ছোট লাইনে মনের কথাগুলো ভেসে আসে।+
৬| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮
অচেনা হৃদি বলেছেন: স্যরি ভাইয়া, ভুল বশত আপু লিখে ফেলেছি।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সে তো বুঝেছি।
আর কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে