![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“জুড়ে থাকো প্রিয়া”
......................
ওগো মোর প্রিয়া,
শোন মন দিয়া।
দূরে নয় জুড়ে থাকো,
হৃদয়ের কাছে ডাকো।
ছেড়ে নয় গেড়ে থাকো,
হাতে হাতে হাত রাখো।
পাছে নয় কাছে থাকো,
ভুল বুঝে ভুলো নাকো।
তবে তো ভালোবাসা
হয়ে যাবে টাইট,
এলেবেলে কথাতে
হবে নাকো ফাইট।
....... মামুন... ০৭-০৮-২০১৮।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এটাই আমার পাওয়া। ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: বাহ।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হলে হবে ফাইট
কবো কথা রাইট..
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ফাইট কি মাঝে মাঝেই হয় নাকি ভাই?
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: হাসলাম।
শেষের দিকে.......