![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ফুল বালিকা”
......................
ফুলের মত ফুল বালিকা
ফুলের গোছা হাতে,
পথের ধারে ছুটে বেড়ায়
সকাল দুপুর রাতে।
তুমি যখন পড়বে জ্যামে
গাড়ি সারি সারি,
দেখবে তারে কেমন করে
ছুটছে তাড়া-তাড়ি।
একটি দুটি কিনলে পরে
তাহার মলিন ঠোটে,
দেখবে তুমি সুখের হাসি
কেমন করে ফোটে।
ফুল বিকিয়ে মিললে টাকা
জুটবে খাবার কিছু,
তাইতো অমন ফুল বালিকা
ছুটছে তোমার পিছু।
অবহেলা অনাদরে
ঠেলে দিলে দূরে,
কষ্টে তাহার বুকের পাঁজর
যায় বুঝি বা পুড়ে।
তোমার ঘরে হয়তো আছে
ওর মত এক কন্যা,
তাকে ঘিরে তোমার মনে
থাকে খুশির বন্যা।
তার কথা কি পড়ে মনে
এদের পানে চেয়ে?
এরা হল পথের কলি
খুব অভাগা মেয়ে।
নেইকো আশা ভাসা ভাসা
তবু মনে ভাবি,
হয়তো এরা কখনো বা
পাবে সুখের চাবি।
ফুল বালিকা ভালো থেকো
তোমার মত করে,
হয়তো আবার দেখা হবে
নতুন কোন ভোরে।
....... মামুন... ২০-০৮-২০১৮।
২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: বুঝিনি ভাই।
২| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছড়া। ভালো লাগলো ।
ঈদমোবারক মামুনভাই।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক।
৪| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮
বিজন অধিকারী বলেছেন: আব্দুল্লহ আল মামুন ভাইজান আপনার কবিতা পড়ে আমার চোখে জল
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অন্তহীন ভালোবাসা।
৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ও কবিতার বিষয়বস্তু দুটোই ভালো লেগেছে ভাইয়া ।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৬| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বুঝিনি ভাই।
আমি আন্তরিকভাবে দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: আল্লাহ্ আছেন পাপী লোকের শাস্তি দেবার জন্য .. শুধু শুধু আমি কেন বদ দোয়া দেবো !!