![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্তব্ধ সময়”
......................
কোথা থেকে হঠাৎ এসে
আলতো করে মিষ্টি হেসে
... বললে তুমি কি যে,
... বুঝতে পারিনি যে!
কি যেন এক মোহন টানে
ফ্যালফ্যালিয়ে তোমার পানে
... চেয়ে থেকেছি যে,
... বুঝতে পারিনি যে!
কেমন যেন খেই হারিয়ে
থমকে আমি রই দাঁড়িয়ে
... কি হয়েছে কি যে,
... বুঝতে পারিনি যে!
সময় কত গেল বয়ে
এমনি করে আমায় লয়ে
... বলবো তোমায় কি যে,
... বুঝতে পারিনি যে!
এমনি করে জীবন যদি
বয়ে যেতো নিরবধি
... ভালোবাসায় ভিজে,
... লাগতো ভালো কি যে!
....... মামুন... ২৬-০৯-২০১৮।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন স্তব্ধতা মন্দ নয়, বরং বহমান হোক।
শুভকামনা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনার জন্যেও অন্তহীন ভালোবাসা রইল।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
এ.এস বাশার বলেছেন: মনমুগ্ধকর। ছন্দের জাদু আছে কবিতাতে.......
একরাশ ভালোলাগা রেখে গেলাম....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোলাগা নিলাম, ভালোবাসা দিলাম।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
সুন্দর কবিতা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন মামুন ভাই, খুব সুন্দর কথামালা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই। নিরন্তর শুভ কামনা রইল।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
বাকপ্রবাস বলেছেন: আহা মনে গেল ভিজে।
সুন্দর
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো থাকবেন। অন্তহীন শুভেচ্ছা রইল।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: স্তব্ধ সময়ের অবসান হোক ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অবসান না হলেই তো ভালো। ধন্যবাদ ভাই।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: স্তব্ধ সময় না হয়ে স্তব্ধ হৃদয় হলে ভাল হতো।
++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: হতে পারে। কিন্তু দিয়ে ফেলেছি যে। তবে, মাথায় থাকলো। যখন প্রিন্টেড আকারে আসবে, তখনকার জন্য।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিতা আপনার কবিতা পড়ে ভালো লাগলো। আপনিও আব্দুল্লাহ আল মামুন। আমিও।
ভালোবাসা নিবেন সবসময়।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন ভালোবাসা নিলাম, নিরন্তর ভালোবাসা দিলাম, মিতা।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
সিগন্যাস বলেছেন: আহা প্রতিদিন যদি এক ঘন্টা করে ভালোবাসার মানুষকে সময় দিত তবে এখন আর সময় স্তব্ধ হতো না
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো বলেছেন ভাই। ভালো থাকবেন।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল মামুন ভাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
আরোগ্য বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভ কামনা রইল।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
এ.এস বাশার বলেছেন: কবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত কবি কিডন্যাপ হয়েছেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভাই আছি। প্রেমের কবিতা লিখে কেউ কিডন্যাপ হয়েছে বলে শুনিনি। ধন্যবাদ ভাই।
১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং আশাকরি সাথে থাকবেন এভাবেই।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।