![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বউটি আমার”
......................
আঁধার করা মুখটি তোমার
মেঘ করেছে যেন,
বউটি আমার একটু বল
রাগ করেছ কেন?
কি চাই তোমার, দাওনা বলে
রঙিন কাঁচের চুড়ি?
নাকি বল এনে দেবো
পলাশ ফুলের কুড়ি?
বললে তুমি আনতে পারি
ফুচকা অনেক ঝাল,
তিলের খাজা, পাপড় ভাজা
মসলা মাখা ডাল।
চাও যদি ঐ রাতের তারা
মেঘের বুকে বাড়ি,
আমার কি আর সাধ্য আছে
তাই কি দিতে পারি!
আকাশ সমান ভালোবাসা
দিলাম তোমায় সবই,
আরো কি কি দিতে পারি
তাই তো সদা ভাবি।
তোমার মুখের একটু হাসি
একটু ফিরে চাওয়া,
এটাই যেন এই জীবনে
অনেক বড় পাওয়া।
তোমার জন্য সদা কাঁদে
আমার অবুঝ মন,
দেবো নাকো কভু তোমায়
মিথ্যে প্রলোভন।
তাই তো বলি চাওনা ফিরে
তোল মলিন মুখ,
তোমার মাঝে কষ্ট আমার
তোমার মাঝেই সুখ।
...#আবদুল্লাহ আল মামুন... ১৬-১০-২০১৮।
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: তা তো আছেই। রাগ-অনুরাগ ছাড়া সংসার জমে নাকি?
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা ।।। ভালো লিখেছেন
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ মিতা।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫
হাবিব বলেছেন: ভালো লিখেছেন....+++
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। অন্তহীন শুভেচ্ছা রইল।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনি বরাবর আমাকে উৎসাহ দেন। এ জন্য আমি আবেগাপ্লুত। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: রাগ কইরেননা ভাবীজান
জানি আপনি রাগি
আপনার জন্য মামুন ভাইযান
হইল বৈরাগী
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: হা হা হা। ভালো থাকবেন ভাই।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মামুনভাই,
কবিতা বেশ সুন্দর হয়েছে।
শুভকামনা রইল।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনার জন্যেও রইল অন্তহীন ভালোবাসা।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২
কিরমানী লিটন বলেছেন: সুন্দর কবিতা ।।। ভালো লিখেছেন
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
সাইন বোর্ড বলেছেন: বউ যেহেতু, রাগ করার অধিকার তার অাছে ।