![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল শাড়িটা পরতে যদি নীল আকাশের মত,
নীলচে চুড়ির রিনিঝিনি লাগতো ভালো কত!
কর্ণে তোমার শোভা পেলে নীলচে কানের দুল,
খোপায় যদি পরতে তুমি নীলচে কোন ফুল।
হাতটি ধরে যেতাম যদি অনেক দূরের দেশে,
গ্রাম ছাড়িয়ে নদীর পাড়ে নীল গগনের শেষে।
নীল নয়নের নীল সাগরে দিবো আমি ডুব,
তোমার মাঝে হারিয়ে যাবার ইচ্ছে আমার খুব।
আসবে নাকি নীল শাড়িতে নীল গগনের কাছে?
তোমার জন্য ভালোবাসা আগের মতই আছে।
#আবদুল্লাহ আল মামুন... ০৪-১১-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। মূল আলোকচিত্র শিল্পীর নাম জানা নাই।)
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: দ্রব্য মূল্য কখনো তো কমবে নারে ভাই,
কবিতার মাঝেই যদি শান্তি খুঁজে পাই।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম । শুভ কামনা রইল।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগা নিয়ে নিলাম,
শুভেচ্ছাও দিয়ে দিলাম।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
নজসু বলেছেন: সেই রকম......সুন্দর হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা দিলাম ঝুড়ি ভরে,
আশাকরি, থাকবেন সাথে এমনি করে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
নীল আকাশ বলেছেন: চমৎকার কবিতা। এত ভালোবাসা, কার জন্য কবি?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: কবিদের হৃদয় তো বিশাল। ভালোবাসার অভাব কখনো হয় না। হা হা হা।
ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা খুব মিষ্টি হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এই মিষ্টিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই তো?
অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
খাঁজা বাবা বলেছেন: ভাল লেগেছে
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অফুরান ভালোবাসা রইল।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
নীল আকাশ বলেছেন: নীল শাড়ি নিয়ে আমার একটা গল্প আছে, পড়ে দেখতে পারেন। মেয়েদের নীল শাড়িতে আসলেও দারুন লাগে........।
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30252155
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: পড়ে দেখবো, ইনশাআল্লাহ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।
নীল শাড়ী পড়া সেই মেয়েটা
কত দিন ধরে নেই
হারিয়েছে সে না লুকিয়েছে সে
খুজ নেওয়ার মানুষ নেই ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সুন্দর বলেছেন ভাই। ভালো লাগলো । শুভেচ্ছা অফুরান।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমত ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা সুন্দর হয়েছে।
শুভকামনা ভালোবাসা রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ছবির কৃতিত্ব আলোকচিত্র শিল্পীর। তার নাম জানা নাই। আর আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিতার কবিতা আমি না পড়বো তা হয়? ভালো লাগলো। শুভ সন্ধ্যা মিতা।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ মিতা। ভালোবাসা রইল।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
আরোগ্য বলেছেন: সুন্দর, মনোমুগ্ধকর কবিতা।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! অনেক সুন্দর লিখেছেন। সম্প্রতি আমি একটি পোষ্ট দিয়েছি নাম 'শেষ ইচ্ছা' অবশ্যই সময় করে দেখবেন। সেখানে আমিও নীল শাড়ির কথা এনেছি।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অবশ্যই পড়বো। অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে আর কি লাভ?
বাজারে দ্রব্যমূল্যের দাম তো কমে না।