![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার পানেতে চেয়ে থেকে
জীবন হল মাটি,
অন্য দিকে চায়ের কাপের
কপাল ফাটাফাটি।
সে যে তাকে হাতে নিয়ে
খাচ্ছে কত চুমু,
এমন তর লাজের কথা
কেমনে আমি কমু।
নরম সরম পুষ্ট ঠোঁটের
পেয়ে অমন ছোঁয়া,
কাপটা কেমন গরম হয়ে
যাচ্ছে ছেড়ে ধোঁয়া।
আদর পেয়ে বাঁদর হয়ে
দিচ্ছে সুধা ঢালি,
নিজেরে সে উজাড় করে
যাচ্ছে হয়ে খালি।
আমিও তো তার মতই
উজাড় হতে চাই,
আমার কি আর কপাল খানা
অমন হবে ভাই?
তাই তো ভাবি তারই সাথে
ঘষবো কপাল খানা,
তাতে যদি ভাগ্যে আমার
একটু লাগে টানা।
তবে আমার জীবন হবে
দারুণ মধুময়,
দোয়া করো তোমরা সবে
তেমন যেন হয়।
#আবদুল্লাহ আল মামুন ... ১১-১১-২০১৮।
(ছবিটি ডাউনলোড করে এডিট করা হয়েছে। ছবির উৎস: http://arab-mirror.com)
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
ওমেরা বলেছেন: নিজের চেহারা সুরতের সাথে কাজের মিল না হলে আমার ভাল লাগে না।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: হা হা হা। ভাই, লেখা পড়ার সময় চেহারার দিকে না তাকালেই হয়। নয়তো আমাকে আপনার মত ডায়মন্ডের ছবি ধার করতে হবে। ভালো থাকবেন ভাই। সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মতো একজন কবি মিতা পেয়ে আমার অনেক ভালো লাগলো। ভালোবাসা নিবেন মিতা
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা নিয়ে আবার
দিয়ে দিলাম তাই,
সকল সময় এমনি ভাবে
সাথে যেন পাই।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কপাল।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: কার? আমার, আপনার নাকি ঐ চায়ের কাপের।
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: পড়লাম...........
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: জানলাম .............।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা + ছবি দুটোই জোসস
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অন্তহীন।
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
বাকপ্রবাস বলেছেন: কাকে দেখে মুগ্ধ হলেন
দেখে নিলাম ছবি
মুখে ভরা ফাউন্ডেশান
বুঝলনাতো কবি।
ধুয়ে নিলে দেখতো তবে
কেমন তার রূপ
তখন কী আর কাব্য কলায়
মারতো কবি ডুব!!
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: বাহ! চমৎকার বলেছেন।
তবে ছবি দেখে কবিতা লেখা হয়নি।
কবিতা লেখার পর ছবিটা খুঁজে বের করা হয়েছে।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ! মামুন ভাই, মুগ্ধ হলুম!
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা রইল অফুরান।
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
হাবিব বলেছেন:
চমৎকার একটি কবিতা
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা ভাই।
১০| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ লাগল কবিতাটি।
শুভকামনা জানবেন।
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনার জন্যেও শুভকামনা রইল। ভালো থাকবেন আশা করি।
১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
মাহমুদুর রহমান বলেছেন: ভালো থাকুন নিরন্তর।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
১২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
ইয়োডা বলেছেন: চলে
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: তাহলে চলুক।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!