![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোরকে যদি চোরাই বল
সে যে হবে ক্রুদ্ধ,
পারলে তোমায় ফেলবে খেয়ে
হাড্ডি মাংস সুদ্ধ।
করবে খুবই হুটোপুটি
সে-ই যেন সাধু,
তাই তো বলি সাবধানেতে
কথা বল দাদু।
আবার দেখ সাধুকেই
সাধু যদি বল,
আবেগেতে তার দুটি চোখ
করবে ছলছল।
বিনয়েতে নত হয়ে
বলবে না রে ভাই,
আমি শুধু সাধুর মত
ভালো হতে চাই।
এই জগতের এমন নীতি
চোরের বড় গলা,
জগত জুড়ে কষ্ট যে তাই
সাধু হয়ে চলা।
#আবদুল্লাহ আল মামুন... ০৩-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল অন্তহীন।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
নজসু বলেছেন:
দারুণ হয়েছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভ কামনা রইল।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: আমি একজনকে চিনি সে চোর, এবং সাধু। দু'টাই সে নিজের মধ্যে ধারন করতে পেরেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: বহুরূপী মানুষের
রূপে আছে কাঁটা,
কখন যে কার মুখে
মেরে দেবে ঝাঁটা।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সত্য ও বাস্তবতা তুলে ধরেছেন কবি, এটাই বাস্তব চিত্র,
ভালো লাগলো কাব্য কথা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছাটা দিয়ে দিলাম
বিশাল ঝুড়ি ভরে,
জতন করে রাখতে হবে
নেয় না যেন চোরে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
জমীরউদ্দীন মোল্লা বলেছেন: দারুণ লিখেছেন।